নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

আধুনিক চাঁড়ালের মোনোলগ

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

এই ল্যাবিরিন্থ গিলেছে তোমায়
তুমি হয়েছো বিলীন এর অলিতে-গলিতে আর
অফিসের আইডিকার্ডের ঝুলানো ফিতায়।

হ্যাঁ বলতে দ্বিধা তোমার, না বলতে দ্বিধা,
মুখ তুলতে দ্বিধা তোমার, মুখ নামাতে দ্বিধা।

আজকের এই দারুন দিনে রোদে যখন
তুমুল করে বাঁচার জন্য নিপুন উস্কানি
কিন্তু যখন নিজের চোখেই তাকিয়ে তোমার
মরতে ইচ্ছে করছে, এসো তখন,
নিজেরই হাত ধরো।

তোমার হাতেই তোমার মনে গোপন থাকা
সংবিধানটা লেখো।

২৭.০২.১৭

মন্তব্য ৪৩ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

মোঃ কবির হোসেন বলেছেন: কবিতাটি ভাল লাগলো। মুগ্ধ হলাম।

০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:১০

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। ভালো থাকবেন।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

রুরু বলেছেন: তোমার হাতেই তোমার মনে গোপন থাকা
সংবিধানটা লেখো।


ভালো লাগলো খুব।

০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:১১

আফরোজা সোমা বলেছেন: মন্তব্যে জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০১

নেক্সাস বলেছেন: আপনি ভাল লিখেন

০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:১১

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। ভালো থাকবেন।

৪| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৩:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় কি নিজেকে চেনার কথা বলা হলো?

আসলে নিজেকে চিন্তে পারলেই অন্যকে বোঝা অনেকটা সহজ হয়ে যায়।

ভালো লাগা রেখে গেলাম কবিতায়

০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:১১

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। ভালো থাকবেন।

৫| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৪৮

সায়েম মুন বলেছেন: আপনার লেখনীতে স্বচ্ছন্দ্যগতি আছে। বেশ লাগলো কবিতা।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, সায়েম মুন। ভালো থাকবেন।

৬| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:১৬

Nazmul Naz Neel বলেছেন: কবিতা সব সময় সুন্দর। এটাও ব্যতিক্রম নয়।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, নীল। ভালো থাকবেন।

৭| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১১

মো: হাফিজুল ইসলাম হাফি বলেছেন: মুগ্ধ হলাম।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৫

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, হাফি। ভালো থাকবেন।

৮| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৮

মাজিদুল ইসলাম বলেছেন: অসাধারণ

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৫

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, মাজিদুল।

৯| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭

সিগনেচার নসিব বলেছেন: পাঠে সন্তুষ্ট




শুভেচ্ছা অবিরত

১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৯

আফরোজা সোমা বলেছেন: জেনে পুলকিত হলাম। ভালো থাকবেন। অনেক শুভকামনা।

১০| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৩

শাহারিয়ার ইমন বলেছেন: আজকের এই দারুন দিনে রোদে যখন
তুমুল করে বাঁচার জন্য নিপুন উস্কানি
কিন্তু যখন নিজের চোখেই তাকিয়ে তোমার
মরতে ইচ্ছে করছে, এসো তখন,
নিজেরই হাত ধরো।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৭

আফরোজা সোমা বলেছেন: :)

১১| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৯

shuvro saju বলেছেন: অসাধারণ হয়েছে

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৭

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১২| ২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৫৬

বিদ্যুৎ বলেছেন: খুব ভাল।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৪

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, বিদ্যুৎ। ভালো থাকবেন।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৭

ইসফানদিয়র বলেছেন: ভালো তো

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৭

আফরোজা সোমা বলেছেন: ভালো হলে তো ভালই :)

ভালো থাকবেন। শুভকামনা।

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯

নীলকণ্ঠ পদাতিক বলেছেন: হ্যাঁ বলতে দ্বিধা তোমার, না বলতে দ্বিধা,
মুখ তুলতে দ্বিধা তোমার, মুখ নামাতে দ্বিধা।..

মুঠোভরা মুগ্ধতা ছড়িয়ে দিলেন।
অনেক অনেক শুভ কামনা।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৮

আফরোজা সোমা বলেছেন: আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা, পদাতিক। ভালো থাকবেন।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতা । শেষ লাইনটা পড়ে মনটা যেন কেমন করে উঠল !

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৯

আফরোজা সোমা বলেছেন: আপনার পাঠ-পতিক্রিয়া জেনে আমারো খুবই ভালো লাগছে। ভালো থাকবেন।

১৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪৩

নাফিস নাদভী বলেছেন: খুবই ভাল লাগল !

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১০

আফরোজা সোমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, নাদভী। ভালো থাকবেন।

১৭| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: ভালো লাগাটুকু রইলো সাথে

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১১

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, বৃষ্টি বিন্দু। ভালো থাকবেন।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: ভালো লাগলো

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া।

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

রেজাউল করিম সাগর বলেছেন: নিজের চোখে তাকিয়ে আমারও বারবার মরে যেতে ইচ্ছে করে!
কবিতাটা বেশ ভালো লেগেছে। শুভকামনা জানবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

আফরোজা সোমা বলেছেন: আপনার জন্যেও অনেক শুভকামনা। ভালো থাকবেন।

২০| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

সিক্ত সোহেল বলেছেন: যেন ব্যস্ত হয়ে পরেছিলাম, হয়তো আমিও দ্বিধায় পরেছিলাম।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

আফরোজা সোমা বলেছেন: :)

২১| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:০১

মো. আরিফুল হাসান বলেছেন: শ্লেষের মাধুর্য্য প্রকাশ। ধন্যবাদ, কবিকে।

১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:০৮

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২২| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:০১

মো. আরিফুল হাসান বলেছেন: শ্লেষের মাধুর্য্য প্রকাশ। ধন্যবাদ, কবিকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.