নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

হাফ-ইয়ারলি জেনারেল মিটিঙে বড় কর্তার সদুপদেশ

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:৪৬

হাস্যোজ্বল অফিসে ম্লান মুখ বড় অশোভন
নৈর্ব্যক্তিক স্বরে শুকনো হাসি ক্লায়েন্ড-ফ্রেন্ডলি নয়।
মনে রাখবেন, ক্লায়েন্ট আমাদের প্রভু;
তাদের তুষ্টিই একান্ত কাম্য আমাদের।
অতএব, তাদের সাথে আপনি
হেসে হেসে বলবেন কথা।
প্রয়োজনে শুকনো ঠোঁটে মাখবেন লিপজেল;
হাসবেন বিগলিত, আগবাড়িয়ে;
আমরা নই সরকারী লোকজন।
ওখানে ওসব চলে— শুকনো ঠোঁট,
মলিন মুখ, কুচকানো জামা, এলো চুল—
এসব আমাদের জন্য নয়।

হ্যাঁ, আমরা বুঝি, আপনিও মানুষ।
আপনারো হতে পারে মন খারাপ,
বাসায় কেউ থাকতে পারে অসুস্থ্য,
আগের রাতে হতে পারে দাম্পত্য কলহ
প্রিয়জন কেউ দু’দিন আগেই যেতে পারে মারা;
কিন্তু, মনে রাখবেন,
শোক একটি ব্যক্তিগত আবেগ।
শোক আপনি রাখবেন গৃহে;
ব্যাংকের চেকবইয়ের মতন
একে আলমারিতে রাখবেন তুলে।
আমাদের হাস্যোজ্বল ক্লায়েন্টের সামনে
আপনার শোক করবেন না প্রদর্শন;
দ্যাটস দা কপোর্রেট কালচার।

০১.০৩.১৭



মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৩

বিজন রয় বলেছেন: হা হা হা .......... দারুন!! অনেক সত্যি কথা বলেছেন কবিতায়।

কর্পোরেটা কালচারে আবেগের কোন দাম নেই!!

আপনি আজকাল ভাল ভাল বিষয় নিয়ে লেখা কবিতা পোস্ট করছেন।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৭

আফরোজা সোমা বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমিও প্রীত হলাম। ভালো থাকবেন। কল্যাণ হোক।

২| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৪

ভবঘুরে যাত্রি বলেছেন: দ্যাটস দা কপোর্রেট কালচার

প্রতিদিনই ব্যাপার গুলোর সম্মুখীন হই :(

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

আফরোজা সোমা বলেছেন: :( :(



৩| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪

ধ্রুবক আলো বলেছেন: আমাদের হাস্যোজ্বল ক্লায়েন্টের সামনে
আপনার শোক করবেন না প্রদর্শন;
দ্যাটস দা কপোর্রেট কালচার।
++++
একদম অনবদ্য বাস্তব কথা বলেছেন। লেখাটা খুব ভালো লাগলো।
শুভ কামনা...

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

আফরোজা সোমা বলেছেন: আপনার জন্যেও অনেক শুভকামনা, ধ্রুবক আলো। ভালো থাকবেন।

৪| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: দ্যাটস দা কপোর্রেট কালচার
দারুন ভাবে উপস্থাপন করেছেন

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

আফরোজা সোমা বলেছেন: ভালো থাকবেন, রাখাল। অনেক শুভকামনা।

৫| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১১

শ্রাবণধারা বলেছেন: চমৎকার কবিতা ।

তবে কপোর্রেট কালচারের ধারণাগুলো পরিবর্তন হচ্ছে । যেসব উৎকট, চাপিয়ে দেওয়া, নিম্ন বোধবুদ্ধির ধ্যান-ধারণা স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত জীবনাচারের সহায়ক নয়, সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে, হবে ।

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া।

জেনে ভালো লাগছে যে, কিছু হলেও বদল ঘটতে শুরু করেছে।

আপনার কল্যাণ হোক।

৬| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম আপু +++++

সত্য কথা সবসময় সোজাসুজি বলাই ভালো, সুন্দর করে সাজিয়েছেন কবিতায়।
শুভকামনা জানবেন সবসময়।

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। আপনার জন্যও অনেক শুভকামনা, নয়ন। ভালো থাকবেন সবসময়।

৭| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১:২৫

কালীদাস বলেছেন: আল্লাহ সারাইছে কর্পোরেট লাইফে ঢুকতে হয়নি। আপনার কবিতাটা কারও কারও পেইন ভাল ফুটিয়ে তুলেছে :|

০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:০১

আফরোজা সোমা বলেছেন: হুমম... আল্লাহর রহমই বটে :)

৮| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫

জুন বলেছেন: বহুবার প্লেনে চড়ার পরও ফ্লাই করার সময় এক অজানা আতংক ভর করতো আমাকে। এটা বেশ অনেক বছর আগের কথা। তারপর ফ্লাইট এটেন্ডেন্সদের হাসিখুশী নিশ্চিন্ত মুখ দেখে কিছুটা স্বস্তি পেতাম। একদিন ব্লগে ব্লগার ধুম্রজ্বালের মন্তব্যের ঘরে এ কথাটি লিখেছিলাম। আমার ধারনা উনি পাইলট বা এভিয়েশনের সাথে যুক্ত। আমাকে বলেছিলেন "আপনি কি জানেন কতটা কঠোর ট্রেনিং এর মাধ্যমে তারা আপনাদের জন্য মুখে এই হাসি ঝুলিয়ে রাখে"??
কর্পোরেট কালচারটাও বোধ হয় এমনি। মরো আর বাচো কাস্টমারদের তুষ্ট করো।
আপনার কবিতাটি অনেক ভালোলাগলো আফরোজা সোমা।
+

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২৩

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, জুন। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.