![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ঠোঁট বেয়ে তুমি তার ঠোঁটে নামো
আমার অঙ্গ বেয়ে অঙ্গে তার যাও, ও মধু।
অঙ্গে ফুটেছে জোছনা নিশি
আঁখিতে এসেছে জোয়ার ভরাকটাল;
দারুণ বেগে ভেতরে বইছে বায়ু,
ভেতরে ফুটেছে ফুল বাগিচা ভরে।
এই ভার তুমি নাও, ও মধু
তার ঠোঁটে এই ভার তুমি ঢালো, মধু হে।
০১.০৩.১৭
০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:১০
আফরোজা সোমা বলেছেন: হুমমম... মধুর মধুর বংশী বাজে...।
২| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৮:৫৩
সাহসী সন্তান বলেছেন: পুরো কবিতাটাই মাথার উপ্রে দিয়া গেল! শিরোনামের সাথেও কোন মিল পাইলাম না! নাকি উহা আমারই বোঝার ভুল?
০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:১১
আফরোজা সোমা বলেছেন: একটা অ্যান্টেনা ফিট করে নিবেন নাকি, সাহসী সন্তান
৩| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:০৩
জাহিদ অনিক বলেছেন: মনে হচ্ছে বৃন্দাবন নামক বনে মৌমাছিরা মৌচাক গড়ে তুলেছে । একটা কর্মী মৌমাছি ঠোঁটে করে মধু নিয়ে এসে রাখছে মৌচাকে, তাকে উদ্দেশ্য করে কাব্যিক ভাষায় অন্য এক কর্মী মৌমাছি এই কথাগুলো বলছে ।
০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:১১
আফরোজা সোমা বলেছেন: তা যা বলেছেন! মানুষে আর মৌমাছিতে ফারাকই বা আর কতো!
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৭ রাত ৮:৩০
আহমেদ জী এস বলেছেন: আফরোজা সোমা ,
এ যেন সেই , মধুর মধুর বংশী বাজে কোথায় কোন কদমতলীতে.....