![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটি থেকে রস যেভাবে পৌঁছায় বৃক্ষের শাখা ও পাতায়
যেভাবে অক্সিজেন ঢুকে যায় দেহের শিরা উপ-শিরায়
সেভাবে অলক্ষে সে যেতে চায় তোমার মনের ভেতর।
কিন্তু প্রণয়-বিদ্ধ সে, মূক, জবানে নাই ভাষা;
করো উদ্ধার তার নয়ন-লিপি,
হৃদয়ে সে জপছে ‘তুমি, তুমি’
যেনো ভক্ত জপছে প্রভুর নাম।
০১.০৩.১৭
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫
আফরোজা সোমা বলেছেন: জেনে আমার খুব ভালো লাগছে। ভালো থাকবেন, হাতুড়ে লেখক।
২| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫০
সায়েম মুন বলেছেন: এক কথায় মুগ্ধপাঠ!
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬
আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। ভালো থাকবেন।
৩| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৮
সৈয়দ আব্দুল্লাহ বলেছেন: আপনার লেখাগুলো আপনার থেকেও সুন্দর
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৯
আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
হাতুড়ে লেখক বলেছেন: ভালো লেগেছে।