![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্রাক্ষারস তারা করে পান। নেশাতুর হলে পরে
শরীরের প্রহরীরা হয় শিথিল। এই পথে কলবের
কাছে তারা যায়, বহুদিন বাদে দেখে নিজের মুখ
তাদের পুলক জাগে মনে; তাই দ্রাক্ষারসের কাছে
তারা ফিরে বার বার, দেখতে আপন মুখ।
আমাকে সেধো না দ্রাক্ষারস, দিও না মহুয়ার নেশা
আমি যে মাতাল পরমের ভেতর জানে তা দ্রাক্ষারস
বিভোর এই চিত্তে তাই পুলক আমার কাটে না।
০৬.০৩.১৭
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৭
আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। ভালো থাকবেন, অনাদী।
২| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫১
বিলিয়ার রহমান বলেছেন: পুলক
ভালো হয়েছে আপুনি!
প্লাস!
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৮
আফরোজা সোমা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, বিলিয়ার। ভালো থাকবেন।
৩| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল আপি
০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩১
আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৯
অনাদী রহমান বলেছেন: ধন্যবাদ অনেক ভাল লাগলো