নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

পুনর্মিলন

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৮

চৈতন্যের ভেতর একদিন বীণা বেজে ওঠবে,
আমরা বুঝবো মিলনের দিন সমাগত।

বহু যুগের প্রতীক্ষা শেষে আমাদের পূর্বসূরীরা
শঙ্খ বাজিয়ে দেবেন উৎসবের সংকেত;
পুলকিত বাতাস সেদিন গঞ্জের লোকেদের গায়ে
মেখে দেবে আনন্দের রেণু। জলাশয় থেকে উঠে
সহস্র পদ্ম মিলে তোমার ও আমার জন্য সেদিন
করবে রচনা এক মায়াবী পথ।

পুনর্মিলনের মহালগ্নে সময়ের ধারণা বলে কিছু নেই,
অতীত, বর্তমান, ভবিষ্যত সব একাকার
আমাদের মহাজাগতিক সত্তার ভেতর;
সেদিন আমরা কল্লোলিত ঢেউ, উচ্ছসিত,
জড়িয়ে ধরবো পরস্পর। সেদিন আমি বলবো,
দেখো! বাইরে কেমন ঝলমল করছে রোদ!
তুমি বলবে, দেখো, বসন্তের মেহগণি গাছে
কেমন দুলছে সবুজ পাতা।

০৬.০৩.১৭

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৭

মুশি-১৯৯৪ বলেছেন:

ভাল লাগল। শীতের পর প্রথম বৃষ্টি দেখছিলাম বারান্দায় বসে বসে,
মনে হলো ,প্রকৃতি যেন আপনার কবিতার পুর্নমিলনের কথাই বলছে। প্রকৃতি যে অনুভব করে ইহা বোধয় সকলের মনে হয় না ।

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, মুশি। ভালো থাকবেন। অনেক শুভকামনা রইলো।

২| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৮

মোঃ গাউছুল আজম বলেছেন: সুন্দর লেখা

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, গাউছুল আজম। ভালো থাকবেন।

৩| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৮

ধ্রুবক আলো বলেছেন: কবিতা খানি বেশ ভালো লাগলো +++

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, ধ্রুবক আলো। ভালো থাকবেন।

৪| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২২

মোঃ গাউছুল আজম বলেছেন: সুন্দর

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩১

আমির ইশতিয়াক বলেছেন: :) প্রথমবার আপনার ব্লগে আসলাম। দেখে গেলাম। ভালো লাগলো। আবার আসব। আমার ব্লগে যাওয়ার জন্য আপনাকে দাওয়াত দিয়ে গেলাম। :)

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৬

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, আমির ইশতিয়াক। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.