![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৈতন্যের ভেতর একদিন বীণা বেজে ওঠবে,
আমরা বুঝবো মিলনের দিন সমাগত।
বহু যুগের প্রতীক্ষা শেষে আমাদের পূর্বসূরীরা
শঙ্খ বাজিয়ে দেবেন উৎসবের সংকেত;
পুলকিত বাতাস সেদিন গঞ্জের লোকেদের গায়ে
মেখে দেবে আনন্দের রেণু। জলাশয় থেকে উঠে
সহস্র পদ্ম মিলে তোমার ও আমার জন্য সেদিন
করবে রচনা এক মায়াবী পথ।
পুনর্মিলনের মহালগ্নে সময়ের ধারণা বলে কিছু নেই,
অতীত, বর্তমান, ভবিষ্যত সব একাকার
আমাদের মহাজাগতিক সত্তার ভেতর;
সেদিন আমরা কল্লোলিত ঢেউ, উচ্ছসিত,
জড়িয়ে ধরবো পরস্পর। সেদিন আমি বলবো,
দেখো! বাইরে কেমন ঝলমল করছে রোদ!
তুমি বলবে, দেখো, বসন্তের মেহগণি গাছে
কেমন দুলছে সবুজ পাতা।
০৬.০৩.১৭
০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, মুশি। ভালো থাকবেন। অনেক শুভকামনা রইলো।
২| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৮
মোঃ গাউছুল আজম বলেছেন: সুন্দর লেখা
০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, গাউছুল আজম। ভালো থাকবেন।
৩| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৮
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খানি বেশ ভালো লাগলো +++
০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, ধ্রুবক আলো। ভালো থাকবেন।
৪| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২২
মোঃ গাউছুল আজম বলেছেন: সুন্দর
০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩১
আমির ইশতিয়াক বলেছেন: প্রথমবার আপনার ব্লগে আসলাম। দেখে গেলাম। ভালো লাগলো। আবার আসব। আমার ব্লগে যাওয়ার জন্য আপনাকে দাওয়াত দিয়ে গেলাম।
০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৬
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, আমির ইশতিয়াক। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৭
মুশি-১৯৯৪ বলেছেন:
ভাল লাগল। শীতের পর প্রথম বৃষ্টি দেখছিলাম বারান্দায় বসে বসে,
মনে হলো ,প্রকৃতি যেন আপনার কবিতার পুর্নমিলনের কথাই বলছে। প্রকৃতি যে অনুভব করে ইহা বোধয় সকলের মনে হয় না ।