নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

জঙ্গী পীড়িত শহরে প্রেম

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০

কাননে কুসুম না ফোটে যদি
তবু প্রেম দরজায় দিতে পারে টোকা,
তবু সে আড়চোখে রেখে যেতে পারে
হৃদয়ের দাবী।

এইটুকু মেনে নিয়ে বসন্ত আসে;
জঙ্গী পীড়িত নগরের গলি ও রাজপথে
শিকারী নৌকোর মতন একরোখা
একাকী বয়ে চলে প্ররোচক বায়ু।

এই ভীষণ হাওয়া ডোমকেও ছোঁয়;

আত্মঘাতীর বুক চিড়ে, ডোম,
পেয়েছো কি কারো মুখ?
পেয়েছো কি আড় চোখে
রেখে যাওয়া দাবী?
এই প্রশ্ন ডোমকে করো না জিজ্ঞেস;
এখন সময় খারাপ,
চারিদিকে বসন্ত,
চারিদিকে জঙ্গীর উৎপাত;

তবু, জঙ্গলে রুদ্রপলাশ ফোটে
তবু প্রেম জঙ্গীর মত, অকস্মাৎ,
বেরিকেড ভেঙে ঢুকে যেতে পারে মনে।

১৯.০৩.১৭

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

অতঃপর হৃদয় বলেছেন: ভাল লাগল।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২০

ধ্রুবক আলো বলেছেন: তবু প্রেম জঙ্গীর মত, অকস্মাৎ,
-তা বেশ বলেছেন ++

১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭

আফরোজা সোমা বলেছেন: :) :)

৩| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯

তপোবণ বলেছেন: "তবু, জঙ্গলে রুদ্রপলাশ ফোটে
তবু প্রেম জঙ্গীর মত, অকস্মাৎ,
বেরিকেড ভেঙে ঢুকে যেতে পারে মনে।"

সত্যি অংশটুকু বিশেষ সত্য।

২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৮

আফরোজা সোমা বলেছেন: ভালো থাকবেন, তপোবন।

৪| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি বেশ লেগেছে। ভাল লেগেছে।

২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৮

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, সুজন। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.