![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাকে দাও সমৃদ্ধি। দাও প্রশান্তি মনে।
আগলে রাখো এই চেয়ার তার।
নিজেকে প্রমাণে সে লড়ছে,
বলছে মিথ্যে,
করছে বিশ্বাসঘাতকতা,
চতুরতায় মারছে সহকর্মীর ভাত।
আমি দারিদ্র করেছি কবুল।
মেনেছি পরাজয়।
এ হৃদয় শুধু না হোক চতুর;
থাক শুধু এই বিশুদ্ধ কলব।
২২.০৩.১৭
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৩
আফরোজা সোমা বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, খায়রুল আহসান। ভালো থাকবেন।
২| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩০
ধ্রুবক আলো বলেছেন: শেষ চার লাইনের পর, আমিও করেছি কবুল এই দারিদ্রতা!!
মেনেছি পরাজয়।
এ হৃদয় শুধু না হোক চতুর;
থাক শুধু এই বিশুদ্ধ কলব।
কবিতায় ++
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৪
আফরোজা সোমা বলেছেন: আপনার আত্মীক কল্যাণ হোক।
৩| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪০
কাল্পনিক কামিনী বলেছেন: দারুণ!!!!!!!!!!!!!!!!!!!
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৪
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, কামিনী। ভালো থাকবেন।
৪| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৮
করুণাধারা বলেছেন:
ভাল লেগেছে।
পড়তে অল্পসময় লাগলেও ভাবতে অনেকক্ষন লাগল।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, করুণাধারা। ভালো থাকবেন।
৫| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২
মুশি-১৯৯৪ বলেছেন:
ভাল লেগেছে ।
চড়াদামে কিনেছ প্রতিশোধ, তুমি তবু গরীয়ান ।
শুধু আমার গৃহ মৃত্যুর অপেক্ষাও হয়ে গেল অন্ধকার । সমস্ত পৃথিবীতে আমার সঙ্গী কেহই নাই ।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৬
আফরোজা সোমা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, মুশি। ভালো থাকবেন।
৬| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৫
আলী প্রাণ বলেছেন: সুন্দর, ভালো লাগা রেখে গেলাম।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৭
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, আলী প্রাণ। ভালো থাকবেন।
৭| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২১
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন আপি!
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৮
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, বিলিয়ার। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৭
খায়রুল আহসান বলেছেন: শেষের চারটি চরণ যেন হৃদয় বিশুদ্ধকরণ বটিকা!
কবিতায় প্লাস + +