নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

কবিতা অথবা ডাহুকের গান

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮

আমার বাবা একটি ঘুঘু, রোজ সে কাঁদে একা,
আমার মা সমুদ্রে হারিয়ে যাওয়া এক তরী, যে
কায়মনোবাক্যে করে তীরে ভিড়ার প্রার্থনা;
আমার বুকের মধ্যে বেঁধেছে বাসা একটি ডাহুক
তাই, লোকালয় হতে দূরে আমার বাস; তবু
আমাদের বাড়ির উঠোনে একটি মেহিদী গাছ
তার ধূলো ঢাকা মলিন পাতায় জমিয়ে রাখে
কৃষ্ণচূড়ার মত মায়াবী রঙীন দিন; তাই আমি
কবিতা লেখি, কিন্তু কবিতা না হয়ে তা
ঘুঘুর কান্না হয়ে যায়, হয়ে যায় সাগরে হারানো
আকুল তরী, এবং লোকালয় হতে দূরে থাকা
ডাহুকের গান। ফলে, মানুষেরা বুঝতে পারে না
যে, এই ধূলিমলিন কালচে সবুজ পাতার নিচে
ব্যাকুল এক বসন্ত আছে কৃষ্ণচূড়ার সাথে
চোখাচোখির অপেক্ষায়।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪

কৃষ্ণ কমল দাস বলেছেন: সুন্দর...............কবিতা

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০০

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, কমল।

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪২

করুণাধারা বলেছেন:
ভাল লাগল।+++

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০১

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, করুণাধারা।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৩

বিজন রয় বলেছেন: বসন্তের অপেক্ষা আজ শেষ। কাল থেকে দাহন।

কেমন আছেন?
নববর্ষের শুভেচ্ছা রইল।

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০১

আফরোজা সোমা বলেছেন: শুভ নববর্ষ, বিজন রয়।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কথামালায় ভালো লাগা বিষয়ের বর্ণনীয় কবিতা। অনেক ভালো লাগলো।

শুভকামনা

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০২

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, নয়ন। ভালো থাকবেন।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ++ ভালো লাগল খুব
নববর্ষের শুভেচ্ছা রইলো

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০২

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, ধ্রুবক আলো। আপনিও ভালো থাকবেন।

নতুন বছর মঙ্গলময় হোক। শুভ নববর্ষ।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার কিছু কথামালা।

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৩

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, হৃদয়।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৯

* রাকিব মাহমুদ * বলেছেন: কৃষ্ণচূড়ার সঙ্গে চোখাচোখি হয়ে যাক! শুভকামনা রইলো। শুভ নববর্ষে কৃষ্ণচূড়া শুভেচ্ছ কবিকে!

৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: আফরোজা সোমা ,




"..........এই ধূলিমলিন কালচে সবুজ পাতার নিচে
ব্যাকুল এক বসন্ত আছে কৃষ্ণচূড়ার সাথে..........."

ভালো লাগলো এটুকু ।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৪

নায়না নাসরিন বলেছেন: এই ধূলিমলিন কালচে সবুজ পাতার নিচে
ব্যাকুল এক বসন্ত আছে কৃষ্ণচূড়ার সাথে....
জী এস ভাইয়ার সাথে সহমত আপু ।
++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.