![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত কিছু ঘটছে-- বাংলার আকাশে
আলো নিভে যাচ্ছে, তারারা জাগছে,
গোয়ালে ধোঁয়া দিয়ে কুপি হাতে জরিনার মা
উঠোন পাড় হয়ে আসছে বড়ঘরের দিকে;
আর শীতের প্রাক্কালে ভর সন্ধ্যায় প্রলম্বিত লয়ে
কুউউউউউউউউউউ বলে ডেকে উঠছে
ঋতু ও সময় ভোলা একটা কোকিল;
কোকিলের ডাক শুনে আমি মনে ভাবি:
পাখিদের সমাজেও গুম প্রথা চালু আছে নাকি?
নইলে কী এমন শোকে সে ভুলেছে সময়-জ্ঞান!
বাংলার আকাশের নীচে আরো কত কিছু ঘটে!
পল্টনে জনসভা হবে শুনে ত্রস্ত নাগরিকেরা
বিড়বিড়িয়ে করে প্রার্থনা: প্রভু!
বাচ্চাটা অসুস্থ্য। তাড়াতাড়ি আজ
বাড়ি যাওয়া দরকার। প্লিজ,
একটা বাস মিলিয়ে দিও।
আমি নিজেকে নিয়ে মাঝে মাঝে সিনেমাতে যাই,
আর রিকশায় কখনোবা যাই ভ্রমনে;
সেইসব একলা বিহারে রিকশার টায়ার
মাঝে মাঝে প্রেমিকের মতন বলে:
‘ওইখানে যেও নাকো তুমি’!
এই কথা শুনে আমি করি জিজ্ঞেস:
কেন! কী আছে ওইখানে!
ওখান যেতে তুমি কেন করো বারণ!
আমার ও টায়ারের আলাপন জাদুর মতন
সংগোপনে শুনে ফেলে রিকশার ড্রাইভার;
উত্তরে সে জানায় শুধু:
ওইখানে যাবে না যাওয়া,
ওইখানে আঁকা আছে সুবোধের দেশ।
১২.১১.১৭
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৩
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৩
ঋতো আহমেদ বলেছেন: ঠিক বলেছেন। অনেক কিছুই ঘটছে সুবোধের এই দেশে । আর আমরা নির্বোধের দল। দেখেও দেখি না। বুঝেও বুঝি না।
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৩
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, ঋতো। ভালো থাকবেন।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: ভালো লেগেছে।
একবার চোখ বুলাতে পারেন
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৭
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।
৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২
বিলিয়ার রহমান বলেছেন: কোকিলের ডাক শুনে আমি মনে মনে ভাবি
পাখিদের সমাজেও গুম প্রথা চালু আছে নাকি???
ডোজটা সেই দিয়েছেন!!
আরো কিছু লাইন কোট করা যায়, যার নিচে বোল্ট করে লেখা যায় ছয়টা শব্দ
নিষ্ঠুর বাস্তবতা
নিষ্ঠুর বাস্তবতা
নিষ্ঠুর বাস্তবতা
কিন্তু বুঝতেই তো পারছেন সোমাপি পোস্ট কপি করার রাইটস এখন আর আমাদের নাই যেমন নাই সত্য সত্যকে সত্য বলার স্পর্ধাও!!
++
১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:২০
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০
জাহিদ অনিক বলেছেন:
ভাল থাকুন ও ভাল লিখুন যেমন লিখেন সবসময়েই।
প্রিয়তেই রাখলুম।
২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩১
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, অনিক। অনেক শুভকামনা।
৬| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
রাফী আদনান বলেছেন: বাহ........
২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩১
আফরোজা সোমা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫
এম এ কাশেম বলেছেন: সময় নেই অসময় নেই
কু ডাকে যে মনে
মরার কুকিল খরার কালে
ডাকে আঁধার বনে।
ভাল লেগেছে কবি।