![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার দিকে চেয়ে হেসে দেয় দারুণ সকাল
হটপটে দুপুরের খাবার নিয়ে তুমি ছুটছো ত্বরা!
তোমার পাশ দিয়ে অগ্রহায়নের সুবাস বয়ে যায়
বয়ে যায় পৌষের কী দারুণ কুয়াশা সকাল
এসবের দিকে তোমার যায় না চোখ;
রেসের ঘোড়ার দিকে চোখ রেখে তুমি
ঘোড়া, রেসের মাঠে, দে দৌড়!
নিজেকে মারছো চাবুক! দে দৌড়!
সকালের মায়াবী কুয়াশায় আমি
মায়া ও আভিবাদন গ্রহণ করতে-করতে ভাবি:
এমনো দিন পৃথিবীতে আসুক,
হটপট হাতে ছুটতে থাকা তুমি একদিন
প্রাণভরে দেখো হেমন্তে কী করে পাতা ঝরে যায়,
কী করে খেটে খাওয়া এক জীর্ণ যুবক
দু’পয়সার বিড়ি ফুঁকতে-ফুঁকতেও একটা
শালিকের চোখে চকিতে রাখে চোখ।
ভাবি, পৃথিবীতে এমনো দিন আসুক
মাটির একটা আটপৌরে জানালার দিকে চেয়ে
তোমার মন কেমন করে ওঠুক;
আর বোধের ভেতর বাদ্য বেজে উঠলে তুমি পাও টের:
মায়াবী সকাল আজন্ম তোমাকে জানাচ্ছে অভিবাদন।
৩০ নভেম্বর ২০১৭
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩১
ঋতো আহমেদ বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো। তবে, আজন্ম'র পরে 'ধরে' শব্দটি বেমানান লাগছে।
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭
আফরোজা সোমা বলেছেন: চমৎকার পর্যবেক্ষণের জন্য কৃতজ্ঞতা, ঋতো। আজন্মের পর আসলে ধরে শব্দটা দরকার নেই। ধরে মুছে দিয়েছি। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১০
খায়রুল আহসান বলেছেন: নিজেকে মারছো চাবুক, দে দৌড়! - অসাধারণ! এ অভিব্যক্তিটা প্রথম তিনটে স্তবকের চমৎকার একটা সংক্ষেপন, অভিবাদন!
কবিতায় দেখা প্রকৃতির মায়া স্নিগ্ধ, মনোমুগ্ধকর!
কবিতায় ভাল লাগা---
০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮
আফরোজা সোমা বলেছেন:
শুকরিয়া। ভালো থাকবেন।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবন বোধকে বদলে দিয়েছে পিশাচ কর্পোরেট!
অর্থ অর্থ আর অর্থ অনর্থ হয়ে কেড়ে নিচ্ছে সব সুকুমার অনুভব !
ভাললাগা একরাশ
+++
০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০১
আফরোজা সোমা বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকবেন,ভৃগু।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মানুষের কোমল বৃত্তিগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে।
সুন্দর কবিতায় প্লাস।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৯
সকাল রয় বলেছেন:
৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অপূর্ব কবিতাটি ছুয়ে গেছে মন। অনেক অনেক ধন্যবাদ আপুনি।
০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০২
আফরোজা সোমা বলেছেন:
আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪
শাহিন বিন রফিক বলেছেন: খুব ভাল হয়েছে।
নতুন এলাম কি মন্তব্য করব ভাল বুঝতেছি না।
০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ২:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪
আফরোজা সোমা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩
জাহিদ অনিক বলেছেন:
চমৎকার কবিতা
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩১
কামরুননাহার কলি বলেছেন: ভেরি নাইস আপু।