নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

ফ্রম দি ক্লাউন হু উইপস

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৪

চলে গেছো তুমি
তোমার গায়ের গন্ধ জড়িয়ে
পড়ে আছি আমি— ক্লাউনের জলসায়।

তুড়ি বাজিয়ে, নাকের ডগায় গুঁজে দিয়ে
একটা লাল বল এইখানে সমস্বরে আমরা
ধরি কোরাস; আর যখন দেখার হয়
খুব দরকার তখন আমরা বুজে থাকি
চোখ— যেনো দেখিনি কিছুই— এমন ভেবে।

ভণিতা ও প্রদর্শনে আমরা ক্ষয়ে যাই;
রং মেখে আমরা লুকাই ক্লেদ
যেনো হয়নি কিছুই এমন ভাবে।

কিন্তু তোমার চলে যাওয়া
মাঘের এই দুপুর জুড়ে এঁকে দিয়ে গেছে এক সিগনেচার;
নাক থেকে ফেলে রেখে লাল বল যখন তুমি গিয়েছো চলে
কুয়াশার ওপারে, তখন জেনেছি আমরা নিজেদের করেছি
বন্দী ক্লাউনের হাসির ভেতর; আর রঙচঙা গাউনের ভেতর
আটকা পড়ে আমাদের হৃদয় কাতরাতে-কাতরাতে দেখেছে
জীবনকে মহিমান্মিত করে তুমি চলে গেছো কুয়াশার ওপারে
মাঘের দুপুরে এঁকে দিয়ে ভালোবাসার সিগনেচার।

১৭ই জানুয়ারি ২০১৮


মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর স্বচ্ছ আবেগ না থাকবে এরকম কবিতা লেখা যায় না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

আফরোজা সোমা বলেছেন: ভালো থাকবেন। অনেক শুভকামনা।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর +++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

তারেক ফাহিম বলেছেন: সুন্দর ++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক শুভকামনা।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: চলে গেছে যে সে যাক। কবিতাটা সুন্দর এটাই পরম পাওয়া! :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক শুভকামনা।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার কথা গুলো । খুব ভালো লাগলো ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন।
অনেক শুভকামনা।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১

কথাকথিকেথিকথন বলেছেন:



হৃদয়ের দূরন্ত হাঁসফাঁশ অনুভবের খেয়ালে...

কবিতা ভাল লেগেছে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪০

জাহিদ অনিক বলেছেন:

জলসা শেষ হয়ে গেলে সঙ সাজা ক্লাউনের কান্না ক'জনে দেখে!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

আফরোজা সোমা বলেছেন: অনেক শুভকামনা, জাহিদ। ভালো থাকবেন।

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:


অন্যদের পোষ্ট পড়ুন, না হয় ব্লগিং পুর্ণতা লাভ করবে না

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, চাঁদগাজী। আমি অনুভব করতে পারি আপনি কোন বোধ থেকে লিখেছেন। ব্লগের একটা নিজস্ব সংস্কৃতি আছে। সময়ের টানাটানিতে, বুঝতে পারি, আমি প্রায় অসামাজিক-ব্লগারে পরিণত হয়েছি। কিন্তু বল্গটা আবার আমার একধরনের অবসেশান। সেই কবে! ২০০৭ থেকে একটা অভ্যাসে পরিণত হয়েছে। কিছুদিন না এলেই মনটা খচখচ করে।

ভালো থাকবেন।

৯| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


চমৎকার কাব্য!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.