নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

আপোষকামীর কলব

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭

প্রগাঢ় চুম্বনের স্মৃতি পিছনে রেখে
যে চলে গেছে, তোমরা ব্যাবচ্ছেদ করছো
তার হৃদয়, আতিঁ-পাতি করে খুঁজছো
তার সামান্য ত্রুটি, খুঁজছো ছন্দপতন;
নিদেন পক্ষে, তোমরা খুঁজে পেতে চাইছো
পরম প্রস্থানের ক্লু আঁকা একটা চিরকুট!

এই ক্লু-হীন প্রস্থানে তোমাদের বড় বিহ্বল লাগে
নিরুত্তর এক জিজ্ঞাসার মুখোমুখি দাঁড়িয়ে
তোমাদের বড় উন্মুল লাগে এই প্রস্থানে।

অথচ তোমরা জানলে না আপোষকামীর কলব নিয়ে
কোনো দিন যায় না বোঝা শিল্পীর প্রস্থান।

২১ জানুয়ারি ২০১৮

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার ব্যবচ্ছেদ!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। খুব ভালো থাকবেন। অনেক শুভকামনা।

২| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

আলোকিত আধারে বলেছেন: প্রতি অঙ্গ যদি শিক্ত হয় চুম্বন এর রসে
আরক্ত মুখ শিক্ত ঠোঁট তবে হৃদয় হাসে
শিশিরের চুমু মুক্তো হয়ে জ্বলে উঠে ঘাসে
কলঙ্ক দাগ চন্দ্রে, সূর্যালোর চুমুতে ফাঁসে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

আফরোজা সোমা বলেছেন: আপনার কল্যাণ হোক।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

জাহিদ অনিক বলেছেন:

চমৎকার

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: তরতর করে তোতা পাখির মতো পড়ে গেলাম।
কিন্তু কিছুই বুঝলাম না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

আফরোজা সোমা বলেছেন: :(

ভালো থাকবেন। অনেক শুভকামনা।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ সুন্দর কাব্যখানি পাঠে মুগ্ধতার জানান দিয়ে গেলাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২২

চাঁদগাজী বলেছেন:


আপনি কত বছর অন্য কারো পোষ্ট পড়েননি? অন্যদের পোষ্ট পড়ুন, আপনার লেখার শক্তি বাড়বে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, চাঁদগাজী। আমি অনুভব করতে পারি আপনি কোন বোধ থেকে লিখেছেন। ব্লগের একটা নিজস্ব সংস্কৃতি আছে। সময়ের টানাটানিতে, বুঝতে পারি, আমি প্রায় অসামাজিক-ব্লগারে পরিণত হয়েছি। কিন্তু বল্গটা আবার আমার একধরনের অবসেশান। সেই কবে! ২০০৭ থেকে একটা অভ্যাসে পরিণত হয়েছে। কিছুদিন না এলেই মনটা খচখচ করে।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.