নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

ফাল্গুনে সমপ্রেমীদের জন্য কয়েক পঙক্তি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২

নিদারুন ফাল্গুনি হাওয়া, আপনি এসে চকিতে সরিয়ে নিলেন শাড়ি
আর রাশি রাশি প্রজাপতি নিয়ন্ত্রনহীন উড়ে গেলো তার নাভিমূলে;
যেমন উড়ে যায় মৃত্যুন্মুখ পতঙ্গ আগুনের দিকে।

আমি বয়ে বেড়াচ্ছি জীবনানন্দ দাশের অসুখের লক্ষণ:
আমার গৃহে লাবণ্য আর হৃদয়ে ‘ভালোবেসে না পাওয়া প্রিয়তম জন’।

এই হাওয়ায় আপনি যখন সরিয়ে নিলেন শাড়ি
আমি দেখলাম, আগামী বসন্ত আসার আগেই জনা কয় যুবক
চিরতরে হয়ে যাচ্ছে জীবননান্দ দাশ;
দেখলাম, এরা আওড়াচ্ছে:
‘বলো নাকো কথা ঐ যুবকের সাথে’
তারা আওড়াচ্ছে:
‘কী কথা তাহার সাথে, তার সাথে’!

এইসব ব্যথিত চিত্তদের স্বান্তনা দিতে অনেকেই আছে
আছে ঢের কবিতার সমাহার
কিন্ত আমার বেদনা অপার;
নাই কেউ আমার পাশে-- আমাদের পাশে
আজ তাই আপনাকেই এই গাঢ় না-সুখের খবর জানাই:
আমি যাকে ভালোবাসি তিনি আমার সমলিঙ্গ হন;

এই দেশে আমাদের জীবনে কোনো মিলনরেখা নাই
এই দেশে আমাদের ভালোবাসা পাপাচার
এখানে প্রেমেও সমানাধিকার নাই।

১২ ফেব্রুয়ারি ২০১৮

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৯

কামরুননাহার কলি বলেছেন: শুভেচ্ছা রইলো আপি। অনেক সুন্দর কবিতা তাই আপনারকে++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। ভালো থাকবেন।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

বারিধারা বলেছেন: জীবনানন্দ দাসের 'বনলতা সেন' নাকি একটা সম্প্রেমী কবিতা? কারণ কবিতার কোথাও নারীর স্বাভাবিক সৌন্দর্যের কোন বর্ণনা নেই। তাই ধারণা করা হয়ে থাকে যে কবিতায় উল্লেখিত বনলতা সেন একজন পুরুষ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

আফরোজা সোমা বলেছেন: এ বিষয়ে আমার ধারণা নেই। যদি কোনো রেফারেন্স পান জানালে কৃতজ্ঞ হবো। কবিতা পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

পার্থ তালুকদার বলেছেন: এই দেশে আমাদের জীবনে কোনো মিলন রেখা নাই ----- চমৎকার বলেছেন ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, পার্থ। অনেক শুভকামনা।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

তারেক ফাহিম বলেছেন: মুল ভাব ভালো করে বুঝিনি।

কবিত কম বুঝি হয়ত তাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

আফরোজা সোমা বলেছেন: কবিতা অতো বোঝার দরকার নেই। অনুভব করতে পারাটাই জরুরি, আমার মনে হয় আরকি। সময়ে-সময়ে একই কবিতার অর্থ কতো নতুন আর ভিন্নভাবে অনুভবে ধরা দেয়!

ভালো থাকবেন।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৫

দীপঙ্কর বেরা বলেছেন: বাহ
দারুণ লেখা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভাবের সাহসী প্রকাশ।
তবু বলছি, নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে .......
দুরন্ত দুঃসাহসে এগিয়ে চলুন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

আফরোজা সোমা বলেছেন: ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাটি অত্যন্ত হৃদয়গ্রাহী! খুব ভাল লাগল!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২১

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, ভ্রমরের ডানা। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.