![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইসব বিহ্বলতার কথা পিছে ফেলে একদিন
কুয়োর জলের গভীরে রইবো চেয়ে,
দুপুরের সূর্য সেখানে করবে লুকোচুরি
পাশ থেকে গলায় ঝাঁঝ নিয়ে দাদী বলবে:
‘তরে না কইছি ইন্দিরার পাড়ে যাইস না;
এম্নে আয়, বেয়াদ্দব কোহানকার’।
আমার বয়স মধ্য তিরিশ নয়
আমের বোলের ঘ্রাণে আমি হবো না সকাতর
থেকে-থেকে খালি আমার ইচ্ছে হবে না মরে যেতে;
বিহ্বলতার কথা কেবল উপন্যাসে পড়বো আমি
কিন্তু বিহ্বল হবো না কোনোদিন— এইসব ভাববো—
নিদারুণ বিহ্বল দিনে।
কিন্ত কোথাও বেজে উঠবে একটা মায়াবী শঙ্খ
বুকের ভেতর সকলি উঠবে আকুলি-বিকুলি
তখন দাদীর ঝাঁঝ মেশানো গলার স্বর আমি পড়ে ফেলবো
দেখে ফেলবো ঝাঁঝের আড়ালে লুকানো মায়ার নহর;
তবু আমি কুয়ার ভেতর একধ্যানে থাকবো চেয়ে:
দেখবো সংসার অবশ করে দেয়ার সুরে একটা মোহন ঘুঘু
পানির ভেতর গাছের ডালে বসে ডাকছে অবিশ্রাম;
‘হুশ হুশ’ বলে তাকে তাড়াবো না আমি
কিন্তু আর তারে দেবো না সুযোগ;
বেশুমার ডেকে সে যেনো আর
বিবশ করে দিতে না পারে সংসার,
তাই তীরের মতন ছুটে গিয়ে আমি তাকে ধরে ফেলবো
জলের মধ্যে, কুয়োর ভেতর।
২৫.০৩.১৮
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৫
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, হাসু মামা।
২| ২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০২
জাহিদ অনিক বলেছেন:
দুপুরে, বিকালে ঘুঘু ডাকে -- সব ঘুঘুর ডাক সব সময় শোনা যায় না।
কবিতা ভালো হয়েছে বেশ
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৬
আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। আপনার কল্যাণ হোক।
৩| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার ভাব ও তার প্রকাশ অসামান্য মুন্সিয়ানার দাবিদার! আমি শুধু বলি - অসাধারণ!
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৭
আফরোজা সোমা বলেছেন: বহুত বহুত শুকরিয়া, ভ্রমরজী।
৪| ০৭ ই মে, ২০১৮ সকাল ১১:৩৬
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার একটি কবিতা। সত্যি খুব ভাল লাগলো।
০৮ ই মে, ২০১৮ সকাল ৯:৫৯
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ০৮ ই মে, ২০১৮ সকাল ১০:০৭
কাওসার চৌধুরী বলেছেন: শুভ সকাল। আপনার সাথে পরিচয়টা হয়নি। প্রথম পরিচয়, এজন্য শুভেচ্ছা নেবেন। সময় সুযোগে আমার ব্লগে একবার ঘুরে গেলে খুশি হবো।
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৪৪
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর +