![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর বার আমরা হবো জীবনমুখী
বিষ খেতে খেতেও বলবো:
দেখো গো, মধু পড়ছে উথলি!
রমনীর ঠোঁট দেখে ভালো লাগলে
রমনীরাও তার করবে প্রশংসা;
পুরুষের চোখ দেখে নিজেকে
শপে দিতে ইচ্ছে হলে
প্রণয়ীর বুকে সুগন্ধির মতন
লেপ্টে যাবে প্রেমিক পুরুষ।
ভালোবাসা ছড়িয়ে পড়বে
ছাপ্পান্নো হাজার বর্গ মাইলের কোণায় কোণায়।
নিরন্নের ঘরে আলু ঘন্ট দিয়ে
মোটা চালের ভাত খেয়েও রাতে বিছানায়
শীর্ণ নারী ও পুরুষ পাবে সুখশীর্ষের দেখা;
তাদের সুখের চাপা আওয়াজ চাপা থাকবে না
বাঁশের বেড়ার ফাঁক গলে ঢুকে পড়বে
লাগোয়া ঘরের দিনমজুরের প্রাণে;
তখন সে-ও হয়তো কত জন্ম পরে
জিরজিরে বউটির গলায় নরম করে ঘষবে।
হৃদয় থেকে চাপাতি ফেলে দিয়ে
প্রেমের কাছে এসে
হাঁটু গেঁড়ে বসবে সদ্য তরুণ;
ঘরে-ঘরে জন্ম নেবে
ক্রীতদাসের অমূল্য হাসির উপকথা।
গরল খেতে খেতেও
আমাদের অন্তরে বেজে উঠবে গান:
দেখো গো, মধু পড়ছে উথলি!
০১ এপ্রিল ২০১৮
০৮ ই মে, ২০১৮ সকাল ৯:৫৭
আফরোজা সোমা বলেছেন: হুমমম!
২| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম!
০৮ ই মে, ২০১৮ সকাল ৯:৫৭
আফরোজা সোমা বলেছেন: ভালো থাকবেন।
৩| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬
কিরমানী লিটন বলেছেন: সুন্দর বলেছেন- চমৎকাট
০৮ ই মে, ২০১৮ সকাল ৯:৫৮
আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া।
৪| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১
নীহার দত্ত বলেছেন:
খুব সুন্দর লিখেছেন-- বিষ খেতে খেতে পেয়ে যাব অমৃতের স্বাদ
০৮ ই মে, ২০১৮ সকাল ৯:৫৮
আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। ভালো থাকবেন।
৫| ০৬ ই মে, ২০১৮ দুপুর ২:২১
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ
০৮ ই মে, ২০১৮ সকাল ৯:৫৮
আফরোজা সোমা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:১৪
হাফিজ বিন শামসী বলেছেন:
একদম খাঁটি কথা। ভালবাসার জন্য অর্থবিত্ত মুখ্য বিষয় নয়। প্রয়োজন হৃদয়ের আকুতি।
১০ ই মে, ২০১৮ সকাল ১০:১৬
আফরোজা সোমা বলেছেন: কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আসলে বর্তমানে ভালোবাসার কেউ মধু খোঁজে না। খোঁজে অর্থ বৃত্ত শুধু। এজন্য বেশির ভাগ ভালোবাসা মধুর হয় না।