![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে, অভিজাত রিসোর্টে
অবকাশ কাটাতে যাবার সময়
উপজেলা শহরের পথে পরে
এক গ্রাম্য হাট;
হাটে সেদিন মেলা।
কালো কাচের চশমা পড়া
শহুরে চোখের সারি
গাড়ির ভেতর থেকে দেখে
গরীব এক দিন মজুর
কালো তেলতেলে মুখের
শীর্ণ বউয়ের হাত ধরে
মেলার ভেতর হাঁটে;
বউয়ের পায়ে ঝকঝকে
প্লাস্টিকের সবুজ স্যান্ডেল;
আর ঠোঁটে হাসির নহর।
কুচকানো বিবর্ণ জামা গায়ে
মজুরের দিকে চেয়ে বউ,
লাজুক চোখে হেসে
মাটির পুতুলের মুখে
নামিয়ে নেয় চোখ;
কত টাকা থাকলে এমন হাসির দেখা মেলে?
বাজি ধরে বলতে পারি,
তুমি তার দাম জানো না।
২৫ সেপ্টেম্বর ২০১৮
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক শুভ কামনা।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আসলেই আমরা সেই হাসির দাম জানিনা। আমাদের কেনো আমাদের কোন ১৪পুরুষের ও জানা নাই
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮
আফরোজা সোমা বলেছেন:
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।
আপনার প্রোফাইলের ছবিটা দেখে খুবই কৌতুহলী হলাম। হিটলারের ছবি দেয়া কেন?
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
তারেক_মাহমুদ বলেছেন: সত্যি টাকা দিয়ে ওই হাসি কিনতে পাওয়া যাবে না, ঐ হাসি অমুল্য। সুন্দর কবিতা, ভাল লাগলো আফরোজ আপু।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
সে হাসির দাম দেবকি ভাবি শুধু তাই
বিত্ত বিলাস সবই আছে শুধু হাসি নাই
অনুভবের শুন্যতারই কুল কিনারা নাই
সব পেয়েও না পাবার বেদনাতেই ঠাই
+++
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২
আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। অনেক দিন পর আবার আপনার সাড়া পেলাম। ভালো থাকবেন।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯
বিজন রয় বলেছেন: কেমন আছেন? কবিতার চিত্রপট খুব চেনা। কিন্তু নতুন স্বাদ নিয়ে গেলাম।
শুভকামনা রইল আফরোজা সোমা।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অনেক অনেক।
ভালো লিখুন। সুন্দর হয়েছে কবিতাখানি।।।
ভালো