নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

করো মন তন্ত্র পাঠ

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

করো মন তন্ত্র পাঠ
_______________

আমার স্টাডি রুমের জানালা দিয়ে পাশের ফ্ল্যাট থেকে অবিরল ভেসে আসছে একের পর এক হিন্দি সিনেমার রোমান্টিক গান।

এখন বাজতেছে, "দেখা হ্যায় পেহলি বার/ সাজন কি আঁখো মে পেয়ার"।

তার উপরে আজ সকাল থেকেই "এমন দিনে তারে বলা যায়" টাইপ দিনের ভাবগতিক। মেঘলা আকাশ। ঝিরি ঝিরি বৃষ্টি। হিমেল হাওয়া।

এর উপরে যোগ হয়েছে এক বিলাই। আসলে একটা না। দুইটা।

থেকে থেকেই বিলাই-জুটি জগত কাঁপিয়ে চেঁচিয়ে উঠছে। মিটিং টাইমে বিলাইয়েরা ডেকে-ডুকে পাড়া মাথায় তোলে।

আজ সারাটা সকাল এই দুই বিলাই আমার ছুটির দিনের ঘুমের চোদ্দটা বাজাইছে।

পাশের বাড়ির বিলাই। ওই বাড়ির এমন জায়গায় বসে বেয়াদ্দবগুলা সারা সকাল ডাকলো যে, সব আওয়াজ আসলো আমার বেডরুমের খোলা জানালা দিয়া।

বিলাইগুলা এখনো ডাকতেছে। থেকে থেকে। অবশ্য এমনো দিনে আর বিলাইয়ের কী দোষ!

এক দিকে "এমনো দিনে তারে বলা যায়" দশা।

আরেকদিকে পাশের ফ্ল্যাটে "সাজন কি আঁখো মে পেয়ার"।

তার সাথে বিলায়ের উৎলে উঠা প্রেমের নিপীড়ন।

তার মধ্যে আমি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহের গঠণতন্ত্র বিশ্লেষণ করি!

এটা বিধির চক্রান্ত ছাড়া আর কী!

এমন বৈরি পরিবেশে কার মন বসে গঠণতন্ত্র পাঠে!


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: ভালো তো।
গান শুনে দিনটি পার করে দেন।

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৭

আফরোজা সোমা বলেছেন: হুমম। তেন দিন তো গানের জন্যই। তবে, চিত্ত যদি ভার মুক্ত না হয় তাহলে গান টর্চার বই আর কিছু নয় বোধ করি। :)

২| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন কইলেন!
পরিবেশই অমন
আমি কেমনে বাজাই সানাই
চারিদিকে বিল্লি ডাকে যখন!

+++

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮

আফরোজা সোমা বলেছেন: হাহ হা হা

আসলেই। বিল্লি এমন এক চিজ! ঘ্যাঙ্গাইতে শুরু করলে সানাইও মাথায় উঠে যাবে ;)

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১

স্বপ্নডানা১২৩ বলেছেন: :-B :-B

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮

আফরোজা সোমা বলেছেন: :)

৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিড়ালের মিও মিও ডাক ভাল লাগে। কিন্তু ঝগড়া ভাল লাগে না।

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯

আফরোজা সোমা বলেছেন: হুমম। বিড়াল যদি বুঝতো ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.