নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

অসুখ

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

কত ছল ধরে আমি রোজ
তোমার বাড়ির সামনের পথ ধরে যাই;
তুমি তা করো না খেয়াল।

তোমার উপেক্ষায় যে ভীষণ ব্যথা হয়,
নুন বা তরকারী ছাড়া
সাদা ভাতের দলার মতন
আমি তা গিলে ফেলি রোজ।
গলার মধ্যে কাঁটার মতন
লেগে থাকে যে কান্না
আমি চাই, এই ভাতের দলা
সেই কাঁটা নামিয়ে দিক।

কাঁটা নামেনি কোনোদিন।
ভালোবাসার ক্ষেত্রে বোধহয়
কাঁটা নামার নিয়ম নেই;
তবু আমি নিয়মিত
ভিটামিন ট্যাবলেটের মতন
রোজ ভাতের দলা খাই।

এই যুদ্ধে লড়তে-লড়তে
আমার হার্টে অসুখ ধরা পড়েছে
গত সপ্তায় ইসিজিসহ
আরো একগাদা টেস্ট-ফেস্ট হলো।

ডাক্তার বলেছে, হৃদপিণ্ডের ব্যারাম;
এটা করা যাবে না, ওটা করা যাবে না
স্ট্রেস নেয়া যাবে না
দুশ্চিন্তা বা চাপ আসে মনে
এমন ভাবনা ভাবা যাবে না।
এইসব ভাবলেই লেফ্ট চেস্টের
আপার পোর্শানে ব্যথাটা বাড়বে
ব্যথাটা বাঁ হাত বেয়ে নামবে আঙুল অব্দি
আর এমন যদি ঘন-ঘন হতে থাকে
তবে, সামনে বিপদ আছে।

ডাক্তার জানে না, হৃদপিণ্ডে যে অসুখ
বেঁধেছে বাসা, এর নাম উপেক্ষা;
ঔষধে যতটা-না আছে এর দাওয়াই
তারচে’ বেশি আছে তোমার কাছে।
তিনবেলা ঔষধের বদলে
যদি পাই তোমার গায়ের ঘ্রাণ
যদি পাই তোমার চুমু
আমার অসুখ সেরে যাবে।

২৬ নভেম্বর ২০১৮

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার প্রেম প্রতিক্ষা............!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

আফরোজা সোমা বলেছেন: :)

২| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রেমের জন্য এ অপেক্ষার সমাপ্তি হোক

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

আফরোজা সোমা বলেছেন: হোক।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সেরে উঠুক হৃদরোগ, প্রাপ্তিতে প্রেম হউক পূর্ণ।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০২

হাবিব বলেছেন: দারুন কবিতা......

৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: চুমুতে অসুখ ছাড়ে? হা হা হা--- আসলে এসব হলো আবেগের কথা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

আফরোজা সোমা বলেছেন: হুম। আবেগের কথা।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বেড়ে লিখেছেন! :) সেরে যাক সব অসুখ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

আফরোজা সোমা বলেছেন: হাহ হা. . . সেরে যাক।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

সুমন কর বলেছেন: দৈনন্দিন জীবনের কথামালা, ভিন্ন রকম। ভালো লেগেছে।+।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

মলাসইলমুইনা বলেছেন: আপনার কবিতা, আফরোজা সোমা
ভালোবাসার আণবিক বোমা !
পড়ে লাগলো ভালো
জ্বেলেছে মনে আলো
কবিতা,যেন ভালোবাসার ফুজিয়ামা ।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৫৫

বাকপ্রবাস বলেছেন: বেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.