নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

সমাজকর্মীর সাথে একজন বারবণিতার অন্তরঙ্গ আলাপের পর

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

পুরুষের শরীরে তবু হৃদয় আছে নাকি?
ভাবে সে। ধরি, তার নাম অনাদৃতা;
বেঢপ ভূঁড়ির নিচে মেলে ধরে দুই ঊরু
শুয়েছিল সে বানিয়া শান্তায়।

মায়া ছিল একদিন
উঠোনের পরে ছিল ক্ষেত থেকে
কেটে আনা সোনালি ধানের বুনো ঘ্র্রাণ;
ছিল বাড়ির দেউরির কোণায়
একটা শিউলি গাছ;
আর সে ছিল
অক্ষিগোলকে নিয়ে কাতর প্রণয়।

তারপর আর কোনো কথা নাই
নাই কোনো দোষারোপ কাউকে দেবার;
তারপর একদিন প্রেম এসে ঠেকেছে
এই বানিয়া শান্তায়।

তবু, মাঘের কুয়াশাঘন রাতে
যখন টিনের চালে টুপটাপ
বাঁশের পাতা থেকে টুপটাপ
ঝরতে থাকে শিশির সারা রাত;
যখন সকলে ঘুমিয়ে যায়
অথবা যখন আর কোনো ঘরে
আর কেউ আর কারো সামনে
খুলে দেয় ব্লাউজের বোতাম;
কিন্তু কাউকে ঘরে নিতে
ইচ্ছে করে না অনাদৃতার
তেমন বুক খালি করা রাতে
দুয়ার খুলে হিমের ঘ্রানের ভেতর
সে পায় সুবাস— প্রেমের;

হিমের ভেতর পুরণো ঘ্রাণে সে পায় টের
একদিন প্রেম ছিল
অক্ষিগোলকে কেউ ধরেছিল তুমুল প্রণয়।

০৩রা ডিসেম্বর ২০১৮

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো লাগল আপা । :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

আরইউ বলেছেন: "বানিয়া শান্তায়" মানে কী, আফরোজা?
ভালো থাকুন!

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

মোগল সম্রাট বলেছেন: বানিয়া শান্তা চেনেন নাকি?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

আফরোজা সোমা বলেছেন: কেন? আপনি যেতে চান?

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

আরইউ বলেছেন: গুগল করে মানে পেয়েছি। নো ওরিস!

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

মোগল সম্রাট বলেছেন: বানিয়া শান্তা বাংলাদেশের বিখ্যাত একটা পতিতালয়ের নাম@আরইউ

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০০

বিজন রয় বলেছেন: অসাধারণ!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হিমের ভেতর পুরণো ঘ্রাণে সে পায় টের
একদিন প্রেম ছিল
অক্ষিগোলকে কেউ ধরেছিল তুমুল প্রণয়।

...............................................................
হৃদয়ের কথকথায়
প্রান ছুঁয়ে যায়
অবিরত নষ্টালজিয়ার
স্মৃতির হাতছানি,
দিগন্তে মেলায় ।
....................................................................................

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ হয়েছে আপু :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

কানিজ ফাতেমা বলেছেন: মুগ্ধতা আপু ।

ভালো থাকুন সতত ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

আফরোজা সোমা বলেছেন: আপনার জন্যেও অনেক শুভকামনা।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাঠান্তে বলতে চাই অসাধারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.