![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরো কিছু রাত লেখা বাকি
আরো কিছু গান পড়ে আছে
ম্লান নরসুন্দায়।
এইখানে তারায় তারায়
রাত ঘন হলে
তবু জেগে থাকে কেউ
বুকে নিয়ে আহ্বান।
আমরা জাগিনি বহু রাত
চোখে রেখে চোখ,
আমাদের চোখ ভরা দারুণ খরা;
আমরা জাগিনি বহুকাল
আমাদের বুক ভরা
শীতের নদী।
হৃদয়ে বেড়েছে অসুখ
হৃদয়ে তুমুল ক্ষত;
তবু নরসুন্দায়
কে তুমি দারুণ সকাল
লাউয়ের সাদা ফুলে
কোমল শিশির?
কে তুমি কবরের ঘাসে
টলোমলো প্রার্থনা?
দাও কিছু বেদনা আমাকে;
রাত জাগার ক্লান্তি একা
অনেক বয়েছো তুমি;
আজ এ সকালে না-হয়
করো সঙ্গী আমায়
না-বলার দূরত্ব ঘুচিয়ে
টলোমলো প্রার্থনায়;
নি:শ্বাসের সঙ্গ নিয়ে
আমরা পাড়ি দেবো অনেক ঋতু।
১০ই ডিসেম্বর ২০১৮
২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:১৮
এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে কবি।
শুভ কামনা।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
আবেগ আছে, ভালোবাসা আছে, প্রেম আছে।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
আবেগ আছে, ভালোবাসা আছে, প্রেম আছে।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৫
মাহবুবুর রহমান টুনু বলেছেন: কি সুন্দর!
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৪
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ বেশ !
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
ফেনা বলেছেন: অসাধারণ। অনেক ভাল লাগা।
আপনার কবিতাটি জানাও ডট কম এদিতে চাই। জানাবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এইখানে তারায় তারায়

রাত ঘন হলে
তবু জেগে থাকে কেউ
বুকে নিয়ে আহ্বান।
....................................................................
জেগে আছি জেগে আছি
আমি
অবিরাম ভালবাসায়
চোখ ভরা দারুণ খরা নিয়ে
আজি এ সকালে !!
.........................................................................