নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

হিয়ার পরশ লাগি

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২২

তোমার যৌনতা চাই না মরদ—
আশ্বিনের এই তুমুল তপ্ত দুপুরে
এমন কথা কী করে বলি!

চাই—
তোমার ঘোরলাগা চোখ
উঠানের ওপার থেকে আমাকে দেখুক;
ঘুঘুর ডাক পড়ে থাক আমগাছের ছায়ায়
তুমি রোদে পোড়া তণুর তৃষ্ণা নিয়ে
বিড়ালের মতন আমার পায়ে-পায়ে থাকো।

এ কথা মিথ্যে নয়, জ্ঞানদাসের চরণের মতন
তোমার 'প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর',
তারও চেয়ে সত্য মরদ এই কথা জেনো
'হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে,
পরাণ পিরিতি মোর থির নাহি বান্ধে'।

২০.১০.২০

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

পদ্মপুকুর বলেছেন: ২০.১০.২০ এর কবিতা ০৩.০২.২১- এ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৩

আফরোজা সোমা বলেছেন: ২০ এর কবিতা একুশে হলে কী সমস্যা?

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

সাজিদ উল হক আবির বলেছেন: প্রথম তিনটা বাক্যই আস্ত একটা কবিতা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৪

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩১

স্প্যানকড বলেছেন: সুন্দর হইছে। ধন্যবাদ এমন কবিতার জন্য। ভালো থাকবেন ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৪

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৪

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে,
পরাণ পিরিতি মোর থির নাহি বান্ধে'।

................................................................
বাহ্ এত্তকিছুর পর সেই পুরুষ না হলে
পিরিতি জমে না !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩০

আফরোজা সোমা বলেছেন: সামুতে রিপ্লাইয়ের ঘরে ইমোজি/মিম/জিফ এড করতে পারলে ভালো হতো। এনিওয়ে! থ্যাঙ্কস ফর রিডিং!

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬

এম ডি মুসা বলেছেন: খুব সুন্দর কবিতা,

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩১

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন। + +

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩১

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া। ভালো থাকবেন।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১৮

সোহানী বলেছেন: চমৎকার

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৩

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.