|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে বাংলাদেশ। অর্ধ-শতকে নারীও এগিয়েছে বহুদূর। কিন্তু মানুষ হিসেবে নারীর মর্যাদা কতটুকু প্রতিষ্ঠা পেয়েছে? স্বাধীনতার ৫০ বছর পরেও এদেশে নারী কেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক? এই জরুরি প্রশ্নগুলো খতিয়ে দেখেছে নারী বিষয়ক প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’।
নারীর সংখ্যালঘু দশা, নারীর উপর চলা সমাজ অনুমোদিত থার্ড ডিগ্রি বা নিপীড়ন, নারী বিদ্বেষী কৌতুক, নারীর নমঃশূদ্রতা, পুরুষ কেন ও কিভাবে পুরুষতন্ত্রের শিকার হচ্ছে ইত্যাদি আলাপসহ আরো নানান প্রসঙ্গ ধরে আলোচনা করেছে 'বেশ্যা  ও বিদুষীর গল্প'।  
চারটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থ। রয়েছে মোট ২৭টি রচনা। সেগুলোতে উঠে এসেছে নারীর অগ্রগতি ও পিছিয়ে থাকার সারৎসার।
স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে এসে নারীর বন্ধন ও মুক্তির গল্প আলাদাভাবে মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। কেননা নারীর বয়ান ব্যতিরেকে স্বাধীনতার প্রত্যাশা ও প্রাপ্তির গল্প অসম্পূর্ণ রয়ে যাবে।
‘বেশ্যা ও বিদুষীর গল্প’ প্রকাশ করছে হাসান’স। বইমেলায় পরিবেশক ‘পেন্ডুলাম’। মেলায় প্রাপ্তিস্থান: স্টল নম্বর ৪৪৮। দাম ৪০০ টাকা। মেলায় ২৫% ডিসকাউন্টে মূল্য ৩০০ টাকা।
অনলাইনেও বই অর্ডার দেয়া যাবে। নিচের লিংকে গিয়ে চাহিদা জানিয়ে মূল্য পরিশোধ করলেই প্রকাশক আগ্রহীদের ঠিকানায় প্রকাশক পৌঁছে দেবেন 'বেশ্যা ও বিদুষীর গল্প'। লিংক
বেশ্যা ও বিদুষীর গল্প- প্রি- অর্ডার- Hassan's
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০২|  ০৩ রা এপ্রিল, ২০২১  ভোর ৫:৪৩
০৩ রা এপ্রিল, ২০২১  ভোর ৫:৪৩
সোহানী বলেছেন: শুভ কামনা। 
আপনি বইটি স্টিকি পোস্টের মন্তব্যে দিলে আমি কপি করতে পারবো। ও লিখায় যুক্ত করবো। আপনার মূল লিখা থেকে কপি করা যায় না।
৩|  ০৩ রা এপ্রিল, ২০২১  সকাল ৮:৪২
০৩ রা এপ্রিল, ২০২১  সকাল ৮:৪২
আমি সাজিদ বলেছেন: আশা করি চমৎকার বই হবে। শুভকামনা।
৪|  ০৩ রা এপ্রিল, ২০২১  দুপুর ১২:৫৮
০৩ রা এপ্রিল, ২০২১  দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: ওকে। জানলাম।
৫|  ০৩ রা এপ্রিল, ২০২১  বিকাল ৪:৫০
০৩ রা এপ্রিল, ২০২১  বিকাল ৪:৫০
নেয়ামুল নাহিদ বলেছেন: শুভকামনা রইলো।
৬|  ০৬ ই মে, ২০২২  বিকাল ৩:১৮
০৬ ই মে, ২০২২  বিকাল ৩:১৮
বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন?
ফিরে আসুন।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২১  ভোর ৫:৩১
০৩ রা এপ্রিল, ২০২১  ভোর ৫:৩১
স্থিতধী বলেছেন: " পুরুষ কেন ও কিভাবে পুরুষ তন্ত্রের শিকার হচ্ছে"; এই অপেক্ষাকৃত অপ্রচলিত আলোচনাটি বইটিতে আছে জেনে ভালো লাগলো। পুরুষতন্ত্র যে পুরুষের জন্যও মঙ্গলজনক নয়; এই বাস্তবতাটি আরো স্বীকৃত হওয়া প্রয়োজন মানব মুক্তির স্বার্থেই।