![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
www.facebook.com/aftabenv (আফতাব আরিফ) এই লিঙ্ক থেকে আমাকে ফেসবুক এ পাবেন এখানে আমার সম্পুর্ণ বৃত্তান্ত দেওয়া আছে । খুব যদি ইচ্ছা হয় তবে পড়ে নিবেন যদিও অতটা জরুরী না ।সেলিব্রিটি হওয়ার তেমন কোন ইচ্ছা নেই বিশুদ্ধ আনন্দ দিতে ও নিতে এখানে আসা । সবাই আমার লেখা পড়বে আমার চিন্তা ভাবনা জানবে এটাই অনেক কিছু । আফতাব আরিফ
মেঘের গর্জনে কি জানি কি হয় বুঝি না । হৃদয়ে শির শির
করে , মন উতলা হয়ে যায় , মেঘ দের ছুটে যাওয়া ,
আকাশে আলোর রহস্য রঙের খেলা সবই ভালো লাগে ,
ভালো লাগে মেঘদের সাথে কল্পনার রাজ্য হারিয়ে যেতে ।
এমন কোথাও যার ঠিকানা দেওয়ার কথাই ভাবা যায় না ।
বৃষ্টি হলে এই ভালো লাগা গুলো আরো বেড়ে যায় । আর
আমার মত অলস স্বভাবের হলে তো কথাই নাই ,
জানালা থেকে আমাকে সরানো কঠিন হয়ে যায় ।অন্য সময়
যা নেকামী মনে হয় এই সময় তা ভালো লাগতে শুরু করে ।
অদ্ভুত বড় অদ্ভুত অনূভুতি ।
অদ্ভুত খেলা চলে মস্তিষ্ক নিউরনে । অনেক অদ্ভুত
আমরা মানুষ জাতি ।
একচেটিয়া ভাবে সেরা বলতে পারছি না কারন অন্য
প্রানীদের মন আছে কি না অনুভূতি আছে কিনা । এসব
আমি জানি না তাই তাদের হেয় করতে পারছি না । যাই
হোক ঐ দিকে আর যাচ্ছি না ।
যা বলছিলাম ঐ মেঘদের ছুটে যাওয়া দেখতে দেখতে এই
কল্পনা রাজ্য হারাতে হারাতে রবীন্দ্রনাথের "আধেক
ঘুমে" গানটা অর্ণবের কন্ঠে শুনতে ভালোই লাগে ।
"আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়॥
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু--
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু--
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়॥
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্ময়ণপটে জাগিল মরীচিকা।
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে--
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়॥"
©somewhere in net ltd.