![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
www.facebook.com/aftabenv (আফতাব আরিফ) এই লিঙ্ক থেকে আমাকে ফেসবুক এ পাবেন এখানে আমার সম্পুর্ণ বৃত্তান্ত দেওয়া আছে । খুব যদি ইচ্ছা হয় তবে পড়ে নিবেন যদিও অতটা জরুরী না ।সেলিব্রিটি হওয়ার তেমন কোন ইচ্ছা নেই বিশুদ্ধ আনন্দ দিতে ও নিতে এখানে আসা । সবাই আমার লেখা পড়বে আমার চিন্তা ভাবনা জানবে এটাই অনেক কিছু । আফতাব আরিফ
অসীম অভিমান নিয়ে বলেছিলাম
আমি আর আসবো না
আমি আজও আসিনি।
নিস্তব্ধ সময় গুলো সাক্ষী আমি আসিনি
আমি দেখেছি দূর থেকে তোমাকে
তুমি বসেছিলে ওখানেই
আমার ভিতর টা জ্বলে পুড়ে ছাই হচ্ছিলো।।
আমি তবুও আসিনি
আমি ঐ পথের পাশ দিয়ে কত হেটে গেছি!
তবুও আসিনি
কেন এমন করেছিলে তখন ?
তুমি চি্নতেনা না আমাকে ?
জানতে না তুমি ?
আমি যে এক বোকা অভিমানী ?
জানতে না ??
তবে কেন করলে আমাকে বন্দী ?
বন্দী আমার অভিমানের কাছেই ?
আমি আর আসবো না
আমি দূর থেকে তোমার হাতে অন্যের হাত দেখে বলছি না
আমি এমনিতেই বলেছি আর আসবো না ।
তোমার বসন্তে ফুল ফোটা বন্ধ হবে না জেনে বলছি না
আমি এমনিতেই বলছি আর আসবো না ।
আর আসবো না।
©somewhere in net ltd.