নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখনো অবচেতন ।

নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখন কিছু বলতে পারছিনা... অনুসন্ধান কখন শেষ হবে সেটাও জানি না আমি । সচেতন ও বলা যায় না নিজেকে অচেতন ও না তাই আমার এই অবচেতন অবস্থান ।

আফতাব আরিফ অবচেতন

www.facebook.com/aftabenv (আফতাব আরিফ) এই লিঙ্ক থেকে আমাকে ফেসবুক এ পাবেন এখানে আমার সম্পুর্ণ বৃত্তান্ত দেওয়া আছে । খুব যদি ইচ্ছা হয় তবে পড়ে নিবেন যদিও অতটা জরুরী না ।সেলিব্রিটি হওয়ার তেমন কোন ইচ্ছা নেই বিশুদ্ধ আনন্দ দিতে ও নিতে এখানে আসা । সবাই আমার লেখা পড়বে আমার চিন্তা ভাবনা জানবে এটাই অনেক কিছু । আফতাব আরিফ

আফতাব আরিফ অবচেতন › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা চাই ।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

ইদানীং পৃথিবী তথা দেশের যে অবস্থা কখন যে পটল তুলতে হয় কে জানে! তাই প্রতি সপ্তাহেই একটা করে ক্ষমা চাওয়া স্ট্যাটাস দেই । যাতে চলে গেলেও ঋনী হিসেবে না যাই ।

সাম্প্রতিক আমার কিছু কার্যকলাপ থেকে অনেকেই আমার মানসিক সমস্যার লক্ষণ পর্যবক্ষেন করেছেন হয়তো , জী আমিও জানি , আমার মেজাজ একটু বেশি ।(আমার সম্পর্কে বিস্তারিত জানতে আমার about me(ফেসবুক) অংশ টা দেখতে পারেন ) সবকিছু নিজের ইচ্ছে মতো হোক এটা আমি চাই । নাহলেই কি যে করি কিছুই জানি না। অন্য কারো মতামতকে এক ফোঁটাও পাত্তা দেই না। ইদানীং কালে কিংবা প্রাচীন কালে নিজের অজান্তে কিংবা জেনে শুনে অনেককেই কষ্ট দিয়েছি । কাকে কাকে কষ্ট দিয়েছি , কে কত রাগ করে আছে সেটাও পর্যন্ত আমি জানি না ঠিক ভাবে ।যাই হোক আপনাদের সামনে এখন দুইটা উপায় , হয় সবাই মিলে চাঁদা তুলে আমার মানসিক চিকিৎসার ব্যাবস্থা করুন আর না হয় ক্ষমা করুন আর আসুন আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করি সব কিছুর।আপনারা কষ্ট পেয়ে আছেন আর আমি জানিও না! এই কষ্টের কি বেল আছে কোন বলেন? যাই হোক আমার কালো মোবাইল (লাল নাই) অন আছে হয় ফোন করুন আর নাহলে টাকা পাঠিয়ে মিসকল দেন আমি কল করবো ।আসুন আমরা আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু উদ্ধার করে ফেলি । তাছাড়া কমেন্ট কিংবা ইনবক্সেও জানাতে পারেন আমার দেওয়া কষ্ট গুলোর কথা । এই হাল্কা শীতের রাতে ক্ষমা চাচ্ছি সবার কছে যাদেরকে অনু পরিমান হলেও কষ্ট দিয়েছি ।আর হুম কেউ ভাববেন না যে আমি নির্বাচনে দাড়াচ্ছি তাই ভোটের আশায় ক্ষমা চাচ্ছি । একদম না আমি মন থেকেই ক্ষমা চাইসি ।:P আর নির্বাচনে দাড়ালে আপনারা আমাকেই ভোট দিবেন এটাও আমি জানি ।



আর সর্বষেশ একটা কথা বলে দেই , আমিও অনেক কষ্ট পেয়েছি লিস্ট এ থাকা অনেক ফেইসবুক সেলিব্রিটি কিংবা আবুল্ব্রিটিদের কিংবা ফেইসবুকের বাইরেও অনেকের আচরনে, অনেকের অবহেলা অবজ্ঞা দেখে । কিন্তু আমরা পাগলরা কষ্ট দুচি না । সবাইরে গনহারে মাফ করে দিসি। পাগল দের কষ্ট দোচার টাইম নাই । :| আর মরে গেলে আমার জন্য কান্না কাটি কিংবা সহানুভতি ভালবাসা দেখাবেন না কেউ ।আমি চাই আমার জীবিত অবস্থাতেই সবাই আমাকে ভালবাসুক সম্মান করুক । মরার পর আমার পঁচে যাওয়া লাশ কারো কান্না দেখবেনা বা আনন্দ পাইলেও বুঝবেনা । :D



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.