![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
www.facebook.com/aftabenv (আফতাব আরিফ) এই লিঙ্ক থেকে আমাকে ফেসবুক এ পাবেন এখানে আমার সম্পুর্ণ বৃত্তান্ত দেওয়া আছে । খুব যদি ইচ্ছা হয় তবে পড়ে নিবেন যদিও অতটা জরুরী না ।সেলিব্রিটি হওয়ার তেমন কোন ইচ্ছা নেই বিশুদ্ধ আনন্দ দিতে ও নিতে এখানে আসা । সবাই আমার লেখা পড়বে আমার চিন্তা ভাবনা জানবে এটাই অনেক কিছু । আফতাব আরিফ
*এই আতঙ্ক ভরা মূহুর্তেও কিছু মানুষ রসিকতা করে যাচ্ছে , আজকে লোকাল বাসে আন্দরকিল্লার দিকে ছিলাম । হঠাৎ করে আশে পাশে থেকে কিছু লোক "ঐ হৈ " করে চিল্লানো শুরু করলো ! বাসের সবাই তো ভয়ে শেষ ! আমি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলাম জানালা দিয়ে লাফ দেওয়া উচিত হবে কিনা! এমন সময় গালাগালি শুরু করলো বাসের লোকজন ,পুর্ব পুরুষদের কেউ বাদ গেলেন না গালির লিস্ট থেকে । বাইরে নিতান্তই ছিচকা কিছু জনগন , বাসের জনগনকে ভয় দেখিয়ে আনন্দ লুটার চেষ্টা করেছিল সাথে কিছু গালি নিয়ে মন ভরালো।
* এখন প্রশ্ন হলো এই পরিস্থিতি তো দেশে নতুন না! কোন দলের কেউই কাউকে ছাড় দিচ্ছে না । যাদের উচিত তারাও না । আমাদের কি লজ্জা লাগেনা ? নেতাদেরও কি লজ্জা লাগে না ? এই জন্যই কি ত্রিশ লাখ মানুষ জীবন দিয়েছিল ?? এটাই কি স্বাধীনতা ? এ কেমন স্বাধীনতা ? যেখানে স্বাধীন ভাবে বিনা ভয়ে বের হওয়া যাবে না ঘর থেকে ? আজ ঐ রাজাকাররা বলতে পারছে আমাদেরকে , আমরা ভুল করেছিলাম প্রায় চল্লিশ বছর আগে । আমার তো খুব লজ্জা লাগে । নেতাদের কি লজ্জা লাগে না ? ( নেতা বলতে সব দলের নেতাদের কেই বুঝিয়েছি কারন এদের কেউই আমাদের স্বার্থ দেখেনা শুধু নিজেদের টা দেখে )
* আমাদের দেশের রাজনীতিবীদরা খুব ভাগ্যবান কারন বাংলাদেশী জনগনের একটা বিশাল গুন আছে । আর সেটা হলো তারা ভুলতে পারে । কারন যদি তারা ভুলতে না পারতো তবে আমার প্রিয় CP এর ফ্রাইড চিকেন এর মত ফ্রাইড পলিটশিয়ান পাওয়া যেত এখন সব মোড়ে মোড়ে ওলিতে গলিতে । তাও কম হতো । কারন মৃত্যুর কোন ক্ষতি পূরন হয় না । ফলের রাজা আম হলেও "আম"জনতার জীবনের মুল্য তাদের কাছে কলার ছিলকার মতো হয়ে গেছে । আশা করি একদিন এই ছিলকাতে তারা উশটা খেয়ে নালায় পরবেন ।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
আফতাব আরিফ অবচেতন বলেছেন: আগাছা পরিষ্কারের দায়িত্ব কার ? বিড়ালের গলায় ঘন্টা কে লাগাবে ??
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮
পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,
আগাছা পরিস্কার করবো, বিড়ালের থেকে স্যুপও তৈরি করবো।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯
আফতাব আরিফ অবচেতন বলেছেন: কিভাবে ?
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০
পাঠক১৯৭১ বলেছেন: জাতি আগাছায় ভরে গেছে: কম মগজের অনেক ইডিয়ট জন্ম নিচ্ছে!