নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলে অনেকেই , আনকোরা , সাধারণ , মাঝে মধ্যে অসাধারণ। লেখার অভ্যাস নেই কিন্তু মাঝে মধ্যেই তা মাথাচাড়া দিয়ে উঠে।

অগ্নিঝরা আগন্তুক

কেন?

অগ্নিঝরা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

রক্তের নেশা !!!!

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১০



...............................................................

..............................................................

.............................................................।

.............................................................।



আর কত রক্ত চাই তোমাদের , বলো ,

এ যেন রক্তের হলি খেলায় মেতে উঠেছ তোমরা।

রক্তের নেশা যখন লেগেছেই ,

এসো নিয়ে যাও এক ব্যাগ রক্ত আমার শরীর থেকে ,

যদি এতেও তোমাদের আস্বাদ না মেটে ,

নিয়ে যাও আমাদের লাল-সবুজ পতাকার , লাল বিন্দুটি। .

ওতেই লেখা আছে আমাদের পুরো জাতির রক্তের চিন্হ ,

আর অপেক্ষায় থাকো বাঙালির সমুচিত জবাবের ,

যেদিন আমরা পুনরুদ্ধার করব , সেই কেড়ে নেয়া রক্তের লাল বিন্দুটি।



( হরতাল এর মত বিদ্ধংসী অস্ত্র ব্যবহার করে মানুষ মারার প্রতিযোগিতার প্রতিবাদ সরূপ রচিত। হরতাল ও রক্ত , যদিও এখন সমার্থক শব্দের খাতায় প্রায় লিপিবদ্ধ হতে চলেছে।

যদি একটু হলেও আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে মানবিক মূল্যবোধ নামক পবিত্র কিছুকে জাগিয়ে তোলা যায় , তবেই এটি সার্থক হবে। .যদিও তার আশা আমরা প্রায় ছেড়েই দিয়েছি। . )



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

পাঠক১৯৭১ বলেছেন: কবিতায় রাজনৈতিক মনোভাব প্রকাশ করা কি সম্ভব?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: অবশ্যই , কেন নয় ! কবিতা রাজনৈতিক - অনৈতিক সব রকমেই হতে পারে।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

পাঠক১৯৭১ বলেছেন: অক্টোবর থেকে মগজকে কি অবসরে রেখেছেন, নতুন পোস্ট নেই কেন?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: আপনার মত মগজ তো পাইনি ! পেলে , প্রতিদিন অন্তত ১ টি করে পোস্ট প্রসব করতাম !! ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.