নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলে অনেকেই , আনকোরা , সাধারণ , মাঝে মধ্যে অসাধারণ। লেখার অভ্যাস নেই কিন্তু মাঝে মধ্যেই তা মাথাচাড়া দিয়ে উঠে।

অগ্নিঝরা আগন্তুক

কেন?

অগ্নিঝরা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ : আমাদের দুই নেত্রী :|

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫

========================================

========================================

========================================

========================================

========================================

========================================

========================================

========================================

========================================

========================================

========================================

========================================

========================================

========================================



গত কয়েক দিনে দেশে সংঘটিত কয়েকটি ঘটনার প্রেক্ষাপট নিয়ে পুন আলোচনার প্রয়োজন বোধ করলাম। ঘটনাবহুল এই এপ্রিল মাস টি তে ঘটে যাওয়া বৈশাখের বহুল আলোচিত [ এখন যদিও স্তিমিত ] টি এস সি তে কয়েকটি মেয়ের উপর যৌন নিপীড়ন এবং সাম্প্রতিক ঘটে যাওয়া ভূমিকম্প , সিটি কর্পোরেশন নির্বাচন এই মাসের সবচে আলোচিত ঘটনাবলির কয়েকটি। সিটি কর্পোরেশন নির্বাচন এর কথা বাদ দিলে , বাকি দুটি ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলীয় নেত্রী খুব একটা উচ্চবাচ্ছ যে করেছেন তা কিন্তু বলা যায় না। আজ টিভি তে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী যে ভাষণ প্রচারিত হলো , তাতে একজন আরেকজনকে দোষারোপ বেতিত আর কোনো ফলপ্রসু কথা বলেছেন বলে মনে হচ্ছে না। সামনে নির্বাচনের কৌশল হিসাবে একজন আরেকজনের ভুলত্রুটি আউরাবেন এটাই স্বাভাবিক। সাম্প্রতিক ঘটে যাওয়া , টি এস সি এর ঘটনাটি বোধ করি দুই নেত্রীর চোখ এড়িয়ে গেছে অথবা তারা নারী হয়ে আরেক নারীর নিপীড়নের নিন্দা জানাবেন সেরকম ভাষা তাদের মাঝে নেই অথবা তারা আদৌ নারীর উন্নয়নের বেপারে যে সমস্ত নীতি কথা বলে বেড়ান , তা শুধু মাত্র গদি দখলের সস্তা রাজনীতি বেতিত আর কিছুই নয়। এ নিয়ে তাদের অফিসিয়াল কোনো বক্তব্য তো দুরে থাক , কোনো বেবস্থা তাদের পক্ষ থেকে আদৌ নেয়া হবে কিনা , সন্দিহান আমরা। এটা বোধ করি , সাগর - রুনি , ফারুকী হত্যা মামলার মতই অন্ধকারেই থেকে যাবে।



সম্প্রতি , ঘটে যাওয়া ভূমিকম্প নিয়ে আদৌ সরকারের কোনো মাথা বেথা আছে বলে মনে হয় না। তারা সিটি কর্পোরেশন নির্বাচনে গদি দখল নিয়ে বেস্ত। যদিও সরকার থেকে পুরনো , ঝুকিপূর্ণ ভবন গুলো ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছে , তবু , এটিই একমাত্র পদক্ষেপ হতে পারে না। পুরনো অবৈধ বিল্ডিং গুলো ভেঙ্গে ফেলা , ২ বিল্ডিং এর মাঝে যথেষ্ট জায়গা রাখা যাতে , উদ্ধারকারী দল সেখানে পৌছে উদ্ধারকাজ পরিচালনা করতে পারে , সাধারণ মানুষকে মিডিয়ার মাধ্যমে ভূমিকম্প কালীন করণীয় সম্পর্কে সচেতন করা।



দুই নেত্রীর বক্তব্য আজ যতক্ষণ শুনলাম , তাতে নিজেদের একে অপরকে দোষারোপ বেতিত কোনো ফলপ্রসু বক্তব্য শুনলাম না। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসুন এবং দেশের মানুষের জন্য কাজ করুন। দেশের মানুষ আপনাদের গ্রহণ করবে। প্রভাব খাটিয়ে নয় , নিজের দলের নীতি , মানুষের নীতি , দেশের নীতি মেনে তবেই কাজ করে যান।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.