নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলে অনেকেই , আনকোরা , সাধারণ , মাঝে মধ্যে অসাধারণ। লেখার অভ্যাস নেই কিন্তু মাঝে মধ্যেই তা মাথাচাড়া দিয়ে উঠে।

অগ্নিঝরা আগন্তুক

কেন?

অগ্নিঝরা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

বিদ্যুত পরিস্থিতি :(

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১:৩৬

......................................................................................................
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
খুবই আক্ষেপ নিয়ে লেখতে বসলাম। ছোট্ট করে কিছু কথা বলব। ডিজিটাল সরকারের প্রতিশ্রুত বিদ্যুত পরিস্থিতি রমজান মাসে নিয়ন্ত্রণে রাখার যে কথা বলা হয়েছিল , তার প্রতিফলনের ছিটেফোটাও পরিলক্ষিত হয়নি । বরং তা আরো বেড়ে ৩ গুন মাথাবেথার কারণ হয়ে দাড়িয়েছে এই ঈদের শুরুতেই । সরকার তাদের বিদ্যুত উত্পাদন বৃদ্ধির যে খবর প্রচার করলো বেশ কয়েকদিন , তার রেশ মাত্র পাওয়া যাচ্ছে না , ইদানিং লোড শেডিং বৃদ্ধি পাওয়াতে ; তাও আবার ঈদের রেশ কাট তে না কাট তেই। আমি ধানমন্ডির কাঠালবাগান এলাকার বাসিন্দা। এখানে , কম করে হলেও দিনের মধ্যে ৩-৪ বার লোড শেডিং হচ্ছে। আজ সারাদিন বাসায় থাকাতে ইন্টারনেট নিয়ে বসব সে উপায়টি পর্যন্ত নেই , এই পোস্ট লেখার সময়ও যে লোড শেডিং হবে না , তার কোনো নিশ্চয়তা নেই। অন্য এলাকার কি অবস্থা সেটা জানি না , তবে ভালো কিছু যে হচ্ছে না , সেটা কিছুটা হলেও আঁচ করা যায় । একটা কাজ করতে বসব , বিদ্যুত চলে যাচ্ছে কিছুক্ষণ পরপর। এই যদি হয় , তাদের প্রতিশ্রুতির প্রতিফলন , তবে আমরা কার কাছে যাব বিদ্যুতের আশায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৩:২২

কলাবাগান১ বলেছেন: কাঠালবাগান কি এখন ধানমন্ডিতে???

২| ২৪ শে জুলাই, ২০১৫ ভোর ৪:২০

ফেরদাউস আল আমিন বলেছেন: ডিজিটাল সরকার? এটা তো সরকার নিজেও বলেন নি যে তারা ডিজিটাল সরকার। "ডিজিটাল বাংলাদেশ গড়বেন বা তারা ডিজিটাল বাংলাদেশের পথিকৃত"; এই রকম কিছু একটা জনগনকে তারা বোঝাচ্ছেন, কিন্তু লক্ষ করুন "ডিজিটাল বাংলাদেশ" এর কোন সংজ্ঞা আমি এখন পর্যন্ত পাইনি।
তৃতীয় বিশ্বে লোড শেডিং ঠেকানো একটি কষ্টকর বিষয়। বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোকে আইন করে যতই সুরক্ষা করা হোক না কেন।

৩| ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০০

ঢাকাবাসী বলেছেন: নিজেদের স্বার্থে অহেতুক কোম্পানীগুলোকে রক্ষা করে চলেছে, বিদ্যুৎ থাকুক আর না থাকুন ওদের টাকা দিতে হবে (নাকি নিজেদের পকে..)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.