নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলে অনেকেই , আনকোরা , সাধারণ , মাঝে মধ্যে অসাধারণ। লেখার অভ্যাস নেই কিন্তু মাঝে মধ্যেই তা মাথাচাড়া দিয়ে উঠে।

অগ্নিঝরা আগন্তুক

কেন?

অগ্নিঝরা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

সম্ভাবনাময় ও প্রতিভাধর একজন গায়িকার চলে যাওয়া ...R.I.P.

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২


..................................................................................................................
.................................................................................................................।
..................................................................................................................
.................................................................................................................।
..................................................................................................................
.................................................................................................................।




''BE MY LOVER'' , ''SWEET DREAMS'' এর মত অসাধারণ কিছু EURO DANCE ঘরানার '৯০ এর দশকের কিছু গান নিশ্চই মনে পড়ে ! যেগুলো আজও বিভিন্ন জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান , ক্লাব অথবা পার্টি তে চলে এবং মডার্ন SONG গুলোর সাথে তুলনা করলে গানগুলোকে কখনই ফিকে মনে হয় না বরং আরও একধাপ এগিয়ে থাকে এই গানগুলোই। পোস্টের টপিক যেহেতু , মেলানি থর্নটন কে নিয়ে তাই ক্ষণজন্মা এই গায়িকার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরলাম।

মেলানি থর্নটন [ ১৯৬৭ - ২০০১ ] যার নাম অনেকেই হয়ত জানেন না কিন্তু LA BOUCHE অথবা ''BE MY LOVER'' গানটির নাম সবারই জানার কথা। মেলানি থর্নটন এর জন্ম ১৩ ই মে ,১৯৬৭ সালে USA তে। বাল্যকাল থেকেই তাঁর গানের প্রতি ঝোঁক ছিল। তিনি সে সময়ের অনেক শিল্পীর গানের কন্ঠস্বরে গাইতে পারতেন। ছাত্রজীবনেই তিনি পড়ালেখার পাশাপাশি অনেক TALENT SHOW এবং গানের কনসার্ট এ সেশন এ উপস্থিত থাকতেন।

১৯৯২ সালে গানের প্রতি ঝোঁকের বশেই তিনি পাড়ি জমান জার্মানি তে , যেখানে তার বোন্ স্থায়ী নাগরিক ছিলেন। পরবর্তিতে থর্নটন সেখানকার নাগরিকত্ব পান। সেখানকার এক আত্মীয়ের মাধ্যমে তিনি পরবর্তিতে জার্মানি এর ক্লাবে গান গাওয়ার সুযোগ পান।



থর্নটনকে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি , তার প্রথম গাওয়া গান ''SWEET DREAMS'' এর মাধ্যমে তিনি এক পরিচালকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। পরিচালক তাকে Rapper MCgray এর সাথে DUO হিসাবে শুরু করতে উত্সাহ দেন। পরবর্তিতে এ DUO ''LA BOUCHE'' বা বাংলায় ''মুখচ্ছবি'' নামে জনপ্রিয়তা পায়। এ DUO একে একে "Sweet Dreams (Ola ola e)", "Be My Lover", "Fallin' in Love", "I Love to Love", "Bolingo (Love is in the Air)", "You won't forget me" or "S.O.S." এর মত জনপ্রিয় কিছু গান উপহার দেন। তার খ্যতি জার্মানি ছাড়িয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপরই তিনি USA এর বিভিন্ন ক্লাবে গান গাওয়া শুরু করেন।

২০০১ এ নভেম্বর সুইটজারল্যান্ড এ PLANE দুর্ঘটনায় BAND দল ''PASSION FRUIT'' এর দুজন মেম্বার সহ তিনি প্রাণ হারান। উল্লেক্ষ , তিনি একটি কনসার্ট এর শো শেষ করে পরবর্তী আরেকটি কনসার্ট এ যোগ দিতে যাচ্ছিলেন। প্রথম কনসার্ট পরর্বর্তী এক ইন্টারভিউ তে তিনি বলেন ,
"You should live life to the fullest because tomorrow's not promised."

স্বরণীয় উক্তি
'' I know we don't have any guarantee that we're gonna live tomorrow. That's why I live everyday as it was my last. ''

তার গাওয়া ''BE MY LOVER'' এবং ''SWEET DREAMS'' এর ভিডিও





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২২

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: Ojana chilo , valo poat

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.