নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলে অনেকেই , আনকোরা , সাধারণ , মাঝে মধ্যে অসাধারণ। লেখার অভ্যাস নেই কিন্তু মাঝে মধ্যেই তা মাথাচাড়া দিয়ে উঠে।

অগ্নিঝরা আগন্তুক

কেন?

অগ্নিঝরা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

নববর্ষ এবং সাম্প্রদায়িকতা !

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯





নববর্ষ উদযাপন নিয়া এত ল্যদালেদী কেন ভাই জানেরা ! যারা যেভাবে পালন করতে চায় সেভাবেই দেন না , এখানে ধর্ম কে টেনে আনা হচ্ছে কেন ? গত বছর আমি নিজেও আমার বন্ধুদের সাথে নববর্ষ উদযাপন করেছি , রমনার বটমূলে শিল্পীদের গান শেষে পুরো রমনা চত্তর ঘুরেছি। এখানে নাজেয়েজ কাজ কোথায় করলাম সেটা আমার কাছে বোধগম্য নয়। নববর্ষ বাঙালি জাতির সর্বপরি সকল ধর্মের বর্ণের মানুষের একটা উপলক্ষ , এখানে ধর্ম , জায়েজ , নাজায়েজ বিষয়গুলোকে টেনে আনা মানে আপনি শান্তি , সৌহার্দ পূর্ণ পরিবেশ চাচ্ছেন না। আল্লাহ মানুষকে জ্ঞান , বিচার বিবেচনা দিয়ে পাঠিয়েছেন , কোনটা সঠিক কোনটা বেঠিক তা নির্ধারণ করার সামর্থ তাদের আছে , তবে কেন এত বাড়াবাড়ি করা হচ্ছে ? মনে রাখবেন , সকল কাজ নির্ভর করে আপনার নিয়তের উপর। আপনার নিয়ত যদি ঠিক থাকত তবে মুসলমানিত্ব যায় যায় বলে হাহাকার করতেন না ! খাটি মুসলমান মানে আপনি দুনিয়ার সবকিছু ত্যগ করে আল্লাহ'র ইবাদতে মশগুল থাকবেন এখান দিয়া আপনার দুনিয়া উল্টায়া গেছে তার খবর থাকবনা , এর নাম ইসলাম নয়। মনের ময়লা দূর না করতে পারলে , জান্নাতের স্বপ্নও আপনার জন্য দু:স্বপ্ন হয়ে থাকবে। সবাইকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯

কলাবাগান১ বলেছেন: ১লা এপ্রিল, পয়লা বৈশাখ, ২১শে ফেব্রয়ারী, শবেবরাত, ঈদে মিলাদুনবী ইত্যাদি সময় আসলেই ধর্মান্ধ রা মাথা বের করে আনে

"এর নাম ইসলাম নয়। মনের ময়লা দূর না করতে পারলে , জান্নাতের স্বপ্নও আপনার জন্য দু:স্বপ্ন হয়ে থাকবে। " স হমত

১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: বর্তমানে ধর্মান্ধরাই ইসলামকে বিতর্কিত করে তুলছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য , কলাবাগান ভাই।

২| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৯

সুশীল দত্ত বলেছেন: আপনি নির্বোধ তাই ওমন মনে হয়েছে

১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: জি ভাই , আমি নির্বোধ। অস্বিকার করব না কিন্তু পোস্ট এ কোথাও অসঙ্গতি থাকলে POINT OUT করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.