নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলে অনেকেই , আনকোরা , সাধারণ , মাঝে মধ্যে অসাধারণ। লেখার অভ্যাস নেই কিন্তু মাঝে মধ্যেই তা মাথাচাড়া দিয়ে উঠে।

অগ্নিঝরা আগন্তুক

কেন?

অগ্নিঝরা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

জাকির নায়েক প্রসঙ্গ : আমাদের স্বার্থ কোথায় ?

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪২

বুঝতাসিনা ভাই, ব্রাদার, জাকির নায়েক আমাদের দেশের কি লাগে ? তাকে নিয়ে সোশ্যাল সাইট , ব্লগ গুলোতে ২৪ ঘন্টা আলোচনা - সমালোচনা চলছেই। বুঝলাম , তিনি বড় মাপের একজন ইসলামিক দায়ি এবং মানুষ হিসাবে তার ভুল-ত্রুটি অবশ্যই আছে। এটা অস্বীকার করা যাবে না। তাকে নিয়ে সবধরণের সমস্যার deal করছে ইন্ডিয়া। যেহেতু তিনি সেই দেশের নাগরিক। এখানে , আমাদের কোনো দায়বদ্ধতা নেই , অনেকে বলবেন মুসলিম হিসাবে অবশ্যই আছে। কিন্তু ব্রাদার , আমাদের নিজেদের সমস্যার অন্ত নেই , আমাদের অভ্যন্তরীন সমস্যার সমাধান গুলো নিয়েই আলোচনা - সমালোচনা করুন। কিছুদিন আগে গুলশানের ঘটনা নিয়ে সোশ্যাল , ব্লগ সাইটগুলো স্বরব ছিল এখন জাকির নায়েকের মতো মামুলি একটি বিষয় নিয়ে রাত-দিন যা চলছে , তা শিবের গীত গাওয়ার মতো অবস্থা ! আমাদের দেশে ,মাওলানা নুরুল ইসলাম ফারুকীর মতো ব্যক্তিত্ব যখন খুন হন , তখন এরা কোথায় ছিল ? তখন তো এদের এতো সরব উপস্থিতি দেখতে পাই নি। মনে রাখতে হবে , জাকির নায়েক একজন ইসলাম প্রচারক , তিনি মাওলানা মৌলভী নন , তার ভুল অবশ্যই আছে। সুতরাং , আসুন এবার নিজের চরকায় তেল ঢালী , অন্যের বিষয়াদি তে নাক না গলিয়ে নিজের অবস্থার উন্নয়নে সামনে আগাই।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:




জাকির নায়েক বাংগালীদের বেহেশতে নিতে কাজ করছেন।

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: বহুদিন পর আপনার যুক্তিসঙ্গত একটি কমেন্ট দেখলাম , গাজী ভাই , ভালো থাকেন।

২| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

আহলান বলেছেন: চাদ্গাজীর মন্তব্যে সুপার লাইক! ভাই ফারুকী হত্যার নেপথ্যে কারা সেটা আজো অজানা, তিনি আহলে হাদিস বা লা মাজহাবী বিরোধী ছিলেন, জাকির সাহেব লা মাজহাবীদের মতানুসারী। জাকির সাব আমাদেরকে অজু ছাড়া কোরান ধরার ফতোয়া দেয়, ২০ এর বদলে ৮ রাকাত তারাবি পড়ার ব্যবস্থা করে দেয়, কোরানকে বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করে, কারন বিজ্ঞান তো কোরানের চেয়েও বড়! তাই জাকির ছাড়া আমাদের ইসলাম এখন অচল!

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: জাকির নায়েকের কিছু লেকচারে এ ধরণের বক্তব্য শুনেছিলাম। তিনি যদি এগুলোকে ফতোয়া হিসাবে সর্বদা পালনযোগ্য বলে চালিয়ে দেন তবে তা অবশ্যই তার ভুল। ভালো থাকবেন।

৩| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

বিদুৎ বলেছেন: তা হবে কেন? বাংগালীদের বেহেশতে নিয়ে যাবে তো বাংলার পীর বাবারা !!!!!!!!!!! তাই না আহলান ভাই???

৪| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

বিদুৎ বলেছেন: তা হবে কেন? বাংগালীদের বেহেশতে নিয়ে যাবে তো বাংলার পীর বাবারা !!!!!!!!!!! তাই না আহলান ভাই???

৫| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২২

সিগনেচার নসিব বলেছেন: যুগে যুগে শত শত নবী রাসুল ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন
সর্বদায় ইসলামের পিছনের শয়তান বিদ্যমান এবং পৃথীবি ধংসের পূর্ব মহুর্ত পর্যন্ত
শয়তান ইসলামের পিছনে লেগেই থাকবে
তথাপি জাকির নায়েক তো সাধারণ ইসলাম প্রচারক তিনি থেমে গেলেন মানে তো আর
ইসলাম এদেশ কিংবা পৃথীবি থেকে বিদায় হল না
সো এ ট্রপিক নিয়ে কথা না বাড়ানোয় শ্রেয় মনে করি

৬| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

আহলান বলেছেন: যার যার আমলই তার জন্য নির্ধারিত গন্তব্যে নিয়ে যাবে ... @ বিদ্যুত ভাই

৭| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

বিদুৎ বলেছেন: চাঁদগাজী বলেছেন:
জাকির নায়েক বাংগালীদের বেহেশতে নিতে কাজ করছেন।

লেখক বলেছেন: বহুদিন পর আপনার যুক্তিসঙ্গত একটি কমেন্ট দেখলাম , গাজী ভাই , ভালো থাকেন।
আহলান বলেছেন: যার যার আমলই তার জন্য নির্ধারিত গন্তব্যে নিয়ে যাবে ... @ বিদ্যুত ভাই

ধন্যবাদ , আহলান ভাই



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.