নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলে অনেকেই , আনকোরা , সাধারণ , মাঝে মধ্যে অসাধারণ। লেখার অভ্যাস নেই কিন্তু মাঝে মধ্যেই তা মাথাচাড়া দিয়ে উঠে।

অগ্নিঝরা আগন্তুক

কেন?

অগ্নিঝরা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীতের প্রচলন

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৪



সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীতের প্রচলন থাকা উচিত। হোক সেটা মাদ্রাসা অথবা কওমি প্রতিষ্ঠান। এর মাধ্যমে দেশের প্রতি একটা মমত্ববোধ , টান থাকবে ছাত্রদের। না হয় , ইংরেজি প্রতিষ্ঠানে পড়া ছাত্ররা হবে ওয়েস্টার্ন ঘরানার , মাদ্রাসার ছাত্ররা হবে এরাবিক সৌদি অথবা পাকিস্তানী ঘরানার। এদের মন শুধু পড়ে থাকবে হয় , ইউরোপ , আমেরিকা অথবা ওসব মুসলিম দেশে যেখানে বাস্তব জীবনকে বলি দয়া হয় , ইসলামের বিভিন্ন অন্ধ অনুশাসনের বেড়াজালে। অথচ , ইসলাম অত্যন্ত নমনীয় এবং সহজ একটি ধর্ম , এর প্রতি টি বিধান বাস্তব জীবনের সাথে মিল রেখে করা হয়েছে। স্কুল জীবনে একটি দেশ-প্রেম মূলক হাদিস পড়েছিলাম , ''দেশ প্রেম ঈমানের অঙ্গ'' .বোধকরি , এই হাদীসটি মাদ্রাসা প্রতিষ্ঠান গুলো ভুলতে বসেছে। আর ইংরেজি প্রতিষ্ঠান গুলোর কথা নাইবা বললাম ! একজন মাদ্রাসা ছাত্র বড় হয়ে আলেম , ওলামা , মুফতি হওয়ার স্বপ্ন দেখে , কিন্তু ডাক্তার , সমাজসেবক বা ব্যবসায়ী হতে চায় না বা পারে না , কারণ তাদের মূল কেন্দ্রবিন্দু থাকে আরবি শিক্ষার দিকে। অন্যভাবে বললে , তাদের সেভাবে গড়ে তোলা হয় না। ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান গুলোতে বলতে গেলে , বাংলাদেশী সংস্কৃতিকে প্রাধান্য দেয়া হয় না যার কারণে তারা বাংলা বলাও ভুলে যায়। তাই , একটি দাবি নিয়েই পোস্ট টি লেখা , সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত পক্ষে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়মিত চর্চা করা হোক।

নিচে একটি ভিডিও দিলাম , যেখানে দেখানো হয়েছে , শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বাংলাদেশ চর্চা কেমন !
অফ-টপিক : সাংবাদিক মুন্নি সাহার সাংবাদিকতায় দুর্বলতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে এখানে , তার আরো সংযত হওয়া প্রয়োজন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.