নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

রাঙ্গামাটি ছবি ব্লগ (পর্ব-এক)

১২ ই জুন, ২০১৪ সকাল ১১:১৫



রাজবন বিহারে প্রবেশের গেট



রাজবন বিহার অতিথিশালা



পৃথিবী ও স্বর্গের ৭ টা স্তর দেখানো হয়েছে এটাতে। রাজবন বিহারের ভেতরে এটা।



রাজবন বিহারের ভেতরে কাপ্তাই লেকের অংশ



রাজবন বিহারের ভেতরে কাপ্তাই লেকের অংশ



মন্দিরের ভেতরে ভগবান বুদ্ধের মূর্তি



মন্দিরের ভেতরে বনভন্তের ছবি



উপাসনার স্থান। এখানে মোমবাতি জ্বালিয়ে ভক্তরা প্রার্থনা করেন।



প্রার্থনার স্থান



মন্দিরের ভেতরের এক অংশ



মন্দিরের ভেতরে ঘন্টা



মন্দিরের এক অংশ



(চলবে)





মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৯

প্রেমিক চিরন্তন বলেছেন:


এটা দারুন +++

বাংলাদেশের সর্ব বৃহত ওয়েব গাইড

১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৬

জেরিফ বলেছেন: দু দিন আগেই ঘুরে আসলাম ,ভেবেছিলাম পোস্ট দিবো অথচ আপনি দিয়ে দিলেন X(( X((


ছবি গুলো সুন্দর হয়েছে ।

ওদের এক ভিক্ষু কে (নাম টা ভুলে গেছি ) কাঁচের বাক্সে সমাহিত করে রাখা হয়েছে ,ওখানের পরিবেশ টা অনেক সুন্দর । আর পাশে আরো একটা বিহার আছে ছোট ওটা অনেক আগের ওখানের পিক দিলে ভালো হতো , আমার কাছে আছে সময় করে দিয়ে যাবে ।

১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৯

অগ্নি সারথি বলেছেন: আমি মনে হয় মিস করেছি সেটা। আপনার পোস্টের অপেক্ষায় থাকলাম।

৩| ১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩১

রওনক বলেছেন: গিয়েছিলাম। দরবার হলে(বনভন্তে) গিয়ে দেখি সামনে কাল ১টা ফ্রেমে রাখা বুদ্ধের মুখ আমার দিকে তাকিয়ে আছে, যেদিকে যাই মাথাটা যেন ঘাড় ঘুরিয়ে তাকায়!! আমি অবাক!! ছবি কিভাবে ঘাড় ঘুরায়!
অনেক খন পর্যবেক্ষণ করার পর রহস্য বুঝতে পেরেছিলাম।

১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫০

অগ্নি সারথি বলেছেন: হা হা হা।

৪| ১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


চলুক সাথেই আছি। সুন্দর কিছু ছবি দেখা যাবে।

১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:০৪

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ

৫| ১৬ ই জুন, ২০১৪ রাত ১২:২২

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: অনেক সুন্দোর হয়েছে।



আইডিয়া বাজ

১৬ ই জুন, ২০১৪ সকাল ৮:৫৭

অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ নাহিদ ভাই।

৬| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:২১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ছবি গুলো খুবই সুন্দর হয়েছে ।।

১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৪

অগ্নি সারথি বলেছেন: হা হা হা। আবারো ধন্যবাদ।

৭| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:১০

মীর মফিজুল ইসলাম মানিক বলেছেন: দারুন তো। অনেক আগে রাঙামাটি গেছিলাম, এত কিছু দেখি নাই। ভার্চুয়ালি ট্যুর হয়ে গেল। ছবি ব্লগে ছবির রিপিটেশন না হওয়া ভাল।

৮| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:১১

মীর মফিজুল ইসলাম মানিক বলেছেন: দারুন তো। অনেক আগে রাঙামাটি গেছিলাম, এত কিছু দেখি নাই। ভার্চুয়ালি ট্যুর হয়ে গেল। ছবি ব্লগে ছবির রিপিটেশন না হওয়া ভাল।

১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৮

অগ্নি সারথি বলেছেন: ম্যালা গুলা ছবি তো তাই রিপিটেশন হয়ে গেছে। ধন্যবাদ।

৯| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৭

হামিদ আহসান বলেছেন: সুন্দর পোস্ট! অনেক কিছু দেখলাম। ধন্যবাদ..................

১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.