নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা:দ্যা রাইজিং অফ পিসিজেএসএস (PCJSS) এন্ড ইউপিডিএফ(UPDF)

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৬

দুঃখিত ব্যাস্ততার কারনে এবারের পর্বটি পাবলিশ করতে একটু দেরী হয়ে গেল। এবারের পর্বটি একটু অন্য রকম, কতকটা ক্লাইমেক্সে ভরা। আশা রাখি খারাপ লাগবে না আর সাথে তো জানা জানি টা থাকছেই...
বিগত পর্বের লিংক গুলোঃ
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব এক
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব দুই
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব তিন
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব চার
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব পাঁচ
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব ছয়
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব সাত
[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/agnisarothi_1409372905_1-updf-flag-93b9c72aea6a108a4f06fb5ca86b39bd-25

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৪

ঢাকাবাসী বলেছেন: চমৎকার সব তথ্য নিয়ে একটা খুব ভাল লাগার পোস্ট।

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৫

অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আরো অনেক চমৎকার সব তথ্য নিয়ে ভবিষ্যতে হাজির হব। আশা রাখি সাথে থাকবেন।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪০

রুয়াসা বলেছেন: অসাধারন। সামুতে সর্ব কালের সর্ব সেরা সিরিজ আক্ষ্যা দিয়ে গেলাম। শুভ কামনা।

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৫

অগ্নি সারথি বলেছেন: এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। সামুতে এর থেকে অনেক ভাল মানের সিরিজ আছে। আমি শুধু যা দেখি,শুনি,অনুভব করি, আমি স্বপ্নি। তাই গল্পে রুপ দিতে চাই।
একটু রেগুলার হোন, খোজাখুজি করুন, দেখবেন এর থেকে অনেক ভাল ভাল সিরিজ পেয়ে গেছেন।

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪১

রুয়াসা বলেছেন: ও হ্যাঁ আর একটা কথা, এমন একটা লেখার জন্য স্যালুট আপনাকে।

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ।

৪| ৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা সিরিজ। পোষ্ট প্রিয়তে। +

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা।

৫| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে সকল প্রতিকূলতার মাঝেও আপনি আপনার এই অসাধারন সিরিজটি চালিয়ে যাচ্ছেন।

৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২০

অগ্নি সারথি বলেছেন: অনুপ্রেরনাটা আপনার আর শরৎ দার। অস্বীকার করবনা।

৬| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার সিরিজ +++
আমার একটা প্রশ্ন আছে ১৯৭১ সালে শন্তু লারমা কোথায় ছিলেন?

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২২

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই। ১৯৭১ এ শন্তু লারমা তেমন নোওন কোন ফিগার ছিলেন না বিধায় তেমন ইতিহাস খুজে দেখি নাই কিন্তু তার ভাই মানবেন্দ্র নারায়ন লারমার কথা আছে আমার লেখনীতে।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

আহসানের ব্লগ বলেছেন: পোস্ট প্রিয়তে সরাসরি :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ আহসান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.