নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!
এখনো ফিরে আসার সময় আছে, কিন্তু এরপর আর ক্ষমা করা হবে না। তখন খতম করা হবে।- লেঃ জেনারেল নিয়াজী।
১৯৭১ সালের পহেলা ডিসেম্বরে সিলেটে স্বাধীনতা বিরোধীদের দেয়া এক সম্বর্ধনায় জেনারেল নিয়াজী এমন হুমকী প্রদান করেন। নিয়াজী, রাও ফরমানেরা সেদিন ভূলেই গিয়েছিলেন যে, একটা মুক্তিকামী জনতার উপর শত অন্যায়-অত্যাচার, দমন-নিপীড়ন করে তাদের খুব বেশী দিন দাবীয়ে রাখা যায় না। আর এই দাবীয়ে রাখা যে যায় না তার প্রথম প্রমান বাঙ্গালীরা ৫২-র ফেব্রুয়ারীতেই দিয়ে ফেলেছিল যখন পাকিস্তানী শাসকগোষ্ঠী বাঙ্গালীর মত প্রকাশের মাধ্যম প্রিয় মাতৃভাষা-র উপর তাদের অবরোধ আরোপ করতে চেয়েছিল। এরপর ও তাদের হুঁশ হয়নি। ক্ষমতা, অবদমন আর নৃশংসতার ভূত রেখেছিল বেহুঁশ করে, যার মাশুল তাদের দিতে হয়েছে ইতিহাসের নিকৃষ্টতম অধ্যায়ের অনুসঙ্গ হয়ে।
বাস্তবিক, বাঙ্গালী এক আবেগী জাতির নাম। বিধাতা যাদের চরম সহ্য ক্ষমতা দিয়েছেন আবার একই সাথে করেছেন ধৈর্য্যহীন। শত বছর বাক-প্রশ্নহীন ভাবে শোষিত হতে জানে এ জাতি, আবার যতসামান্য অবরোধে অথবা পরাধীনতায় কিংবা নিষেধাজ্ঞায় ফেটে পড়তে জানে, গড়ে তোলে দূর্নিবার আন্দোলন। আর সেই আন্দোলন জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেয় পাপীদের সাম্রাজ্য। তারপর তারা উল্লাস করে, পরাধীনতার শৃংখল হতে মুক্তির উল্লাস। করে স্বাধীনতার আদিম উল্লাস। তারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনটাই নয়। জাতে তারা মানুষ, জাতীয়তায় তারা বাঙ্গালী।
সকালে অফিসে এসেই ফাকীবাজির প্রধান অনুসঙ্গ হিসেবে ব্লগ বাড়িতে প্রবেশ পথেই কতকটা ধাক্কা খেলাম, কার একাউন্টে লগ ইন হল? কিয়ৎক্ষন পরেই বিষয়টা খোলাসা হল যে জন্মভূমির পতাকাবাহী ব্লগটি খোদ আমারই। এবং কি শুধু আমার না, ব্লগ কর্তৃপক্ষ সকল ব্লগারদের ব্লগকেই প্রিয় দেশের পতাকাবাহী করে তুলেছে। ভাল ভাবনা। সত্যিই সামু কর্তৃপক্ষ ধন্যবাদ পাবার দাবীদ্বার। ভাবতে বেশ ভালই লাগছিল। আমি ব্লগার, আমি রাষ্ট্রের বিবেক, আমি বিশ্ব বিবেক, বিজয়ের মাসে যে তার জন্মভূমির কষ্টার্জিত স্বাধীনতার পতাকা তুলে ধরেছে।
সামাজিক যোগাযোগ অথবা মত প্রকাশের অন্যান্য মাধ্যমগুলোর উপর সরকারের নিষেধাজ্ঞা তুলে নিলে হয়তোবা বাংলাদেশের জাতীয় পতাকায় আজ ছেয়ে যেত পুরো ফেসবুক, টুইটার, হোয়াটস এপ অথবা ভাইবার। আর সারা বিশ্বে ধ্বনিত হতঃ
সাবাস বাংলাদেশ; এ পৃথিবী অবাক তাকিয়ে রয়; জ্বলে পুড়ে মরে ছারখার; তবু মাথা নোয়াবার নয়
দুষ্টু ছেলেরা আছে, থাকবেই। এদের কিছু আলোচনা করবে, সমালোচনা করবে। কেউ পক্ষ নেবে, কেউ নেবে বিপক্ষ। আবার কেউ একাত্তরের নৃশংসতা অস্বীকারকারী পাকিদের দিবে তুমুল জবাব। সব কিছু মিলিয়েই বাংলাদেশ। আমার সোনার বাংলাদেশ। এর জন্য ডিজিটাল নিষেধাজ্ঞা কিংবা ৫৭ ধারার প্রয়োজন পড়ে না।
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
অগ্নি সারথি বলেছেন: চাবি হারায়া ফালাইতে পারে!
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
ফেরদৌসা রুহী বলেছেন: হুম হতেও পারে। হা হা হা
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
অগ্নি সারথি বলেছেন:
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: ধাক্কাটা আমিও খেয়েছি। সকাল বেলায় অফিসে এসে প্রথমে ব্লগে লগ ইন করতেই আচমকা হোঁচট খেলাম প্রোফাইল পিকচার দেখে। ভাবছিলাম কেউ আবার অাইডি হ্যাক করল কি না। তা না হলে প্রোফাইল পিকচার পরিবর্তন হল কি করে! অনেক সময় লাগলো ব্যাপারটা বুঝতে। তার আগে তো প্রোফাইল পিকচার পরিবর্তন করে দেবার চেষ্টাও করেছি বেশ কয়েকবার। যাইহোক, আপনার লেখাটা থেকে মুল বিষয়টা আরো পরিস্কার হলো। ধন্যবাদ আপনাকে এবং একেই সাথে ধন্যবাদ জানাই সামু কতৃপক্ষকে!
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০১
অগ্নি সারথি বলেছেন:
ধন্যবাদ আপনাকেও ভাই।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০১
অতঃপর হৃদয় বলেছেন:
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩
অগ্নি সারথি বলেছেন:
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
বিদ্রোহী সিপাহী বলেছেন: সাবাস সামু, সাবাস বাংলা, বাংলাদেশ, বাঙালী...
আসলেই আমরা যেমন ধৈর্য্যের পরাকাষ্ঠা দেখাতে পারি তেমনি পারি ধৈর্য্যহীনতার চরম...
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭
অগ্নি সারথি বলেছেন: সহমত।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
বিদগ্ধ বলেছেন: চাবি হারাইয়া ফেলাইছে... কথা ঠিক!
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
অগ্নি সারথি বলেছেন: চাবি হারাইলে ঠিকাচে কিন্তু জ্ঞান হারাইলে সমেস্যা!
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১
তাল পাখা বলেছেন: ভোরে ফজরের নামাজের পর যখন ব্লগে ঢু মারলাম তখন অন্যের প্রোফাইলে যখন জাতীয় পতাকা দেখলাম ততক্ষনাত মনে করেছিলাম বিজয়ের মাস তাই বুঝি উনি প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন। মুহুর্তেই ভুল ভেংগে গেল নিজের প্রোফাইল পিকচারের দিকে তাকিয়ে। ধন্যবাদ সামুকে।
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫
অগ্নি সারথি বলেছেন: বাস্তবিক সামু কর্তৃপক্ষ ধন্যবাদ পাবার দাবীদার।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
ব্লগার ফাহিম বলেছেন: মজার বিষয় হলো নিষিদ্ধ ফেসবুকে অনেকেই সরকারের আইন অমান্য করে আবার দেশপ্রেম দেখানোর জন্য প্রোফাইল পিকচারে দেশের পতাকা লাগাইছে। হে হে হে
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫
অগ্নি সারথি বলেছেন: হে হে হে .....।
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো বলছেন।
এখনকার পতাকাটা পিচ্চি হইছে বেশি। আরো বড় হইলে ভালো হইতো।
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
অগ্নি সারথি বলেছেন: হ। সহমত।
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
দেবজ্যোতিকাজল বলেছেন: Click This Link
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
অগ্নি সারথি বলেছেন: কলম সৈনিকদের জন্য সংগ্রামী শুভ কামনা জানিয়ে এলাম।
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: পর্থম চমকাইয়া গেছিলাম, তয় পরে বুঝতে পাইরা ভাল্লাগছে ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
অগ্নি সারথি বলেছেন: হ। আমারো!
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
সুমন কর বলেছেন: বাস্তবিক, বাঙ্গালী এক আবেগী জাতির নাম। বিধাতা যাদের চরম সহ্য ক্ষমতা দিয়েছেন আবার একই সাথে করেছেন ধৈর্য্যহীন। শত বছর বাক-প্রশ্নহীন ভাবে শোষিত হতে জানে এ জাতি, আবার যতসামান্য অবরোধে অথবা পরাধীনতায় কিংবা নিষেধাজ্ঞায় ফেটে পড়তে জানে, গড়ে তোলে দূর্নিবার আন্দোলন। আর সেই আন্দোলন জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেয় পাপীদের সাম্রাজ্য। তারপর তারা উল্লাস করে, পরাধীনতার শৃংখল হতে মুক্তির উল্লাস। করে স্বাধীনতার আদিম উল্লাস। তারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনটাই নয়। জাতে তারা মানুষ, জাতীয়তায় তারা বাঙ্গালী। -- সহমত। +।
এখন সামুতে যেভাবে পতাকা এবং প্রোপিক দেখাচ্ছে--ভালো হয়েছে।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
অগ্নি সারথি বলেছেন: আমারো বেশ ভালই লাগছে সুমন দা। কি খবর আপনার? দৌড় কমেছে?
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
সুমন কর বলেছেন: হুম, একটু কমছে....
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
অগ্নি সারথি বলেছেন: গুড।
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭
আব্দুল্যাহ বলেছেন: ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১
অগ্নি সারথি বলেছেন:
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
রক্তিম দিগন্ত বলেছেন: সামাজিক যোগাযোগ অথবা মত প্রকাশের অন্যান্য মাধ্যমগুলোর উপর সরকারের নিষেধাজ্ঞা তুলে নিলে হয়তোবা বাংলাদেশের জাতীয় পতাকায় আজ ছেয়ে যেত পুরো ফেসবুক, টুইটার, হোয়াটস এপ অথবা ভাইবার। আর সারা বিশ্বে ধ্বনিত হতঃ
সাবাস বাংলাদেশ; এ পৃথিবী অবাক তাকিয়ে রয়; জ্বলে পুড়ে মরে ছারখার; তবু মাথা নোয়াবার নয়
চমৎকার বলেছেন।
গতরাতে যখন পিকচার বদলে গেল হুট করে - তখন ভয়ই পেয়েছিলাম। কিছুটা বিরক্তও লেগেছিল।
তবে এখন ভাল দেখাচ্ছে। প্রতিটা নিকের সাথে বাংলাদেশের ছবি সম্বলিত আইকন।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১
অগ্নি সারথি বলেছেন: শুরুর দিকটায় আমার মধ্যেও একধরনের ভয় মাখানো বিরক্তি লেগেছিল কিন্তু এখন বেশ ভালই লাগছে।
১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
সুলতানা রহমান বলেছেন: আহারে! ফেসবুক, ভাইবার, হোয়াটস এ্যাপ এর কথা মনে পড়ে গেল
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪
অগ্নি সারথি বলেছেন: উপস!
১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
সুলতানা রহমান বলেছেন: এইটা কি দুঃখের শব্দ?
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯
অগ্নি সারথি বলেছেন: নাহ! আফসোসের।
১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২
সুলতানা রহমান বলেছেন: তাইলে ঠিক আছে।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
অগ্নি সারথি বলেছেন: ফেসবুকে আমার একাউন্ট না থাকলেও ভাইবার আর হোয়াটস এপ আমার জন্য খুব প্রয়োজনীয় দুটো এপস। এগুলো বন্ধ করে দেয়ায় পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বসে আছি। আর 'উপস' শব্দটি দিয়ে আমি আপনার স্মৃতি রোমন্থনের সাথে নিজের আফসোসকে যুক্ত করে দিয়েছি। ভাল থাকবেন। শুভ কামনা।
১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০
সাহসী সন্তান বলেছেন: আমার ভাই কিচ্ছু দরকার নাই, খালি সামু থাকলেই হবে! তবে অন্য গুলোতে (ফেসবুক, হোয়াটস অ্যাপ, ভাইবার ইত্যাদী) লগ ইন না থাকলেও আইডি আছে! কিন্তু এখন শুধু মায়া পড়ে আছে সামুতে.......!!
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬
অগ্নি সারথি বলেছেন: ফেসবুকে আমারও কোন একাউন্ট নাই। তবে ভাইবারটা খুব গুরুত্বপূর্ন আমার কাছে। সামুর প্রতি আপনার মায়া শুনে বেশ ভাল লাগল।
২০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫
আরজু পনি বলেছেন: ফেরদৌসা রুহী বলেছেন: ... যারা এসব বন্ধ করেছে এখন মনে হয় আর খুলতে পারছেনা, তাই নানান তালবাহানা করছে।
জ্বালাময়ী শিরোনাম ।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭
অগ্নি সারথি বলেছেন: হা হা হা।
২১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২
মাকড়সাঁ বলেছেন: সাবাস বাংলাদেশ; এ পৃথিবী অবাক তাকিয়ে রয়; জ্বলে পুড়ে মরে ছারখার; তবু মাথা নোয়াবার নয়
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯
অগ্নি সারথি বলেছেন: এখন সময় এসেছে পাকি হারামী গুলোর সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবার।
২২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
রাফা বলেছেন: জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
আমার প্রোফাইল পিকচারের ১টা তাৎপর্য ছিলো।মনে করেছিলাম রাজাকারদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমার সংগ্রামটা চলবে/যুদ্ধটা চলবে।কিন্তু সামু আমাকে বেকায়দায় ফেলে দিয়েছে।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০
অগ্নি সারথি বলেছেন: ভাই আপনে কি আম্লীগ করেন? সংগ্রামী শুভেচ্ছা জানবেন।
২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২
আরণ্যক রাখাল বলেছেন: শিরোনাম পড়ে চমকে গেছিলাম|
সহমত
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১
অগ্নি সারথি বলেছেন:
২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: আমি রাষ্ট্রের বিবেক, আমি বিশ্ব বিবেক, বিজয়ের মাসে যে তার জন্মভূমির কষ্টার্জিত স্বাধীনতার পতাকা তুলে ধরেছে।এই হোক আমাদের মন্ত্র।। আমাদের দিক-নির্দেশনা।।
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২১
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
২৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৬
অতঃপর হৃদয় বলেছেন: আপনার লেখার সাথে একমত আমি।
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
২৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
জাতে তারা মানুষ, জাতীয়তায় তারা বাঙ্গালী।
হক কথা কইছেন ভ্রাতা।
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২
অগ্নি সারথি বলেছেন:
ধন্যবাদ।
২৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯
রিকি বলেছেন: সাবাস বাংলাদেশ; এ পৃথিবী অবাক তাকিয়ে রয়; জ্বলে পুড়ে মরে ছারখার; তবু মাথা নোয়াবার নয়
ভালো লেগেছে ভাই
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ রিকি।
২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯
আহলান বলেছেন: আমি হুনলাম কিছু দুষ্টু পোলাপাইন নাকি তারানা হালিমের ফেসবুক আইডি হ্যাক করছিলো ...তার ঝালই নাকি উঠতাছে ....
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪
অগ্নি সারথি বলেছেন: খিক। ফেসবুক দিয়া ইন্টারনেট চালাইলে ইরাম ই হয়!
২৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২
ঠ্যঠা মফিজ বলেছেন: দারুন হইছে চাবি হারাইয়া গেছে !
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪
অগ্নি সারথি বলেছেন: বাটি চালান দেওন লাগব!
৩০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
প্রবাসী ভাবুক বলেছেন: শিরোনাম দেখে বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলাম৷ ভিতরে দেখলাম জ্বালাময়ী বক্তব্য৷ স্বদেশপ্রেম শুধু দেখানোই নয়, সবার কাজেও প্রতিফলিত হয়ে উঠুক দেশপ্রেম৷
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪২
অগ্নি সারথি বলেছেন: সহমত।
৩১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//আরজুপনি বলেছেন: ফেরদৌসা রুহী বলেছেন: ... যারা এসব বন্ধ করেছে এখন মনে হয় আর খুলতে পারছেনা, তাই নানান তালবাহানা করছে। //
আর কিছু বলার নেই।
//সাবাস বাংলাদেশ; এ পৃথিবী অবাক তাকিয়ে রয়; জ্বলে পুড়ে মরে ছারখার; তবু মাথা নোয়াবার নয়!//
যতভার দেখি, ততবার জ্বলে ওঠি!
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
অগ্নি সারথি বলেছেন: প্রতিটা মানুষের মনে জেগে উঠুক এমন দেশপ্রেম। ভাল থাকবেন। শুভ কামনা।
৩২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭
কৃষ্ণ চুড়ার ফুল বলেছেন:
Mostofa Sarwar Farooki added 2 new photos.
19 hrs · Edited ·
স্পাউজ লাইফ রকস
glasses emoticon
ম্যাডাম তিশার স্পাউজ হিসাবে আজকে সন্ধ্যায়, কোরিয়ার জাতীয় দিবসের রিসেপশানে ।
সেলফির বিরুদ্ধে আমার অবস্থান হলেও, আজকে সেলফি তুলতে হলো। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
ছবির সর্ব ডানে কোরিয়ার রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি আন সাং ডু। তাঁর পাশে হাস্যোজ্জল জনপ্রিয় মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সর্ব বামে রিপাবলিক অব কোরিয়ার গুডউইল এমবাসাডর তিশা।
আর বাদ বাকী যিনি আছেন তিনিই স্পাউজ।
Mostofa Sarwar Farooki's photo.
Mostofa Sarwar Farooki's photo.Mostofa Sarwar Farooki added 2 new photos.
19 hrs · Edited ·
স্পাউজ লাইফ রকস
glasses emoticon
ম্যাডাম তিশার স্পাউজ হিসাবে আজকে সন্ধ্যায়, কোরিয়ার জাতীয় দিবসের রিসেপশানে ।
সেলফির বিরুদ্ধে আমার অবস্থান হলেও, আজকে সেলফি তুলতে হলো। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
ছবির সর্ব ডানে কোরিয়ার রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি আন সাং ডু। তাঁর পাশে হাস্যোজ্জল জনপ্রিয় মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সর্ব বামে রিপাবলিক অব কোরিয়ার গুডউইল এমবাসাডর তিশা।
আর বাদ বাকী যিনি আছেন তিনিই স্পাউজ।
Mostofa Sarwar Farooki's photo.
Mostofa Sarwar Farooki's photo. Mostofa Sarwar Farooki added 2 new photos.
19 hrs · Edited ·
স্পাউজ লাইফ রকস
glasses emoticon
ম্যাডাম তিশার স্পাউজ হিসাবে আজকে সন্ধ্যায়, কোরিয়ার জাতীয় দিবসের রিসেপশানে ।
সেলফির বিরুদ্ধে আমার অবস্থান হলেও, আজকে সেলফি তুলতে হলো। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
ছবির সর্ব ডানে কোরিয়ার রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি আন সাং ডু। তাঁর পাশে হাস্যোজ্জল জনপ্রিয় মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সর্ব বামে রিপাবলিক অব কোরিয়ার গুডউইল এমবাসাডর তিশা।
আর বাদ বাকী যিনি আছেন তিনিই স্পাউজ।
Mostofa Sarwar Farooki's photo.
Mostofa Sarwar Farooki's photo.Mostofa Sarwar Farooki added 2 new photos.
19 hrs · Edited ·
স্পাউজ লাইফ রকস
glasses emoticon
ম্যাডাম তিশার স্পাউজ হিসাবে আজকে সন্ধ্যায়, কোরিয়ার জাতীয় দিবসের রিসেপশানে ।
সেলফির বিরুদ্ধে আমার অবস্থান হলেও, আজকে সেলফি তুলতে হলো। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
ছবির সর্ব ডানে কোরিয়ার রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি আন সাং ডু। তাঁর পাশে হাস্যোজ্জল জনপ্রিয় মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সর্ব বামে রিপাবলিক অব কোরিয়ার গুডউইল এমবাসাডর তিশা।
আর বাদ বাকী যিনি আছেন তিনিই স্পাউজ।
Mostofa Sarwar Farooki's photo.
Mostofa Sarwar Farooki's photo.
ফারুকি সাহেবের ফেসবুক থেকে নেওয়া
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
অগ্নি সারথি বলেছেন: আইন সকলের জন্য সমান। শুধু আইন প্রনেতা এবং বিশেষ একটি শ্রেনী ছাড়া।
৩৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: শিরোনামে দইখা ভাবলাম চান্স একটা পাইছি সামুরে একটু ধবল ধোলাই দিমু
ওমা - ভিত্রে দেখি আসল জিনিষ!
তবে এট্টু কথা না বললেই নয়- যারযার আগের ছবির সাথে/বা উপরে পতাকাটা দেয়া যেত কিনা? তাতে স্বকীয়তাও বজায় থাকত দেশপ্রেমও পূর্ন হতো। কিংবা প্রত্যকে আইডির পুরা টপ ব্যানার ব্যাগ্রাউন্ড জুড়েই উড়তে পারত আরো বড় পাতাকা!
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
অগ্নি সারথি বলেছেন: ভিত্রে আসল জিনিস দেখনের লাইজ্ঞা ধইন্যা ভৃগু।
ছবির আগে অথবা উপরে পতাকাটা দিলে মন্দ হত না বোধ করি।
৩৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো ---
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০
অগ্নি সারথি বলেছেন: চাই না এই স্বাধীনতা, ফিরত দে আমার প্রোফাইল পিকচার .......!
৩৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও অবাক হয়েছিলাম............ সবাই এক.........।। আহা ফেবু...!! ভালো লাগে না ভালো লাগে না!
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১
অগ্নি সারথি বলেছেন: রুহী আপায় কিন্তু বলছে হেতেরা নাকি ফেসবুকের চাবি হারায়া ফালাইচে!
৩৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
গেম চেঞ্জার বলেছেন: পরথমে মিয়া চোখ কপালে তুলাইলেন হেডলাইনে
হেরপরে কইলেন-
এখনো ফিরে আসার সময় আছে, কিন্তু এরপর আর ক্ষমা করা হবে না। তখন খতম করা হবে।-
পুরাই ভিমড়ি খাওয়ার দশা।
আপ্নারে মাফ কোরা যাইতো নো।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫২
অগ্নি সারথি বলেছেন: তার আগে কন অতক্ষন পরে আইলেন ক্যান? কোন কারনে রেগে থাকলে ক্ষমা প্রার্থী।
৩৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩০
অভ্রনীল হৃদয় বলেছেন: এক্কেরে হাঁছা কথা কইয়ালাইছেন। এই লন পিলাচ। +++
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
অগ্নি সারথি বলেছেন: বুইল্লে তো বুইলবেন বুইলছে। এরপর ও বুইল্লাম!
৩৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
গেম চেঞ্জার বলেছেন: ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫২ ০
লেখক বলেছেন: তার আগে কন অতক্ষন পরে আইলেন ক্যান? কোন কারনে রেগে থাকলে ক্ষমা প্রার্থী।
রাগ
ব্রো...... এককেরে মুডটায় ফটাস করে বেলুন চুপসাইলেন। কেনে রাগ করমু...... কন........। কোনু উল্টাপাল্টা(বুইজতাসি) করসেন???
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২
অগ্নি সারথি বলেছেন: নাহ! তবে ব্লগে প্রিয় কিছু মানুষের গতিবিধি খুব বেশি নজরে রাখি তাই মনে হল আরকি। যাই হোক, মাই মিস্টেক।
৩৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫
গেম চেঞ্জার বলেছেন: আপ্নারে শাপলার সংসারের পুকুরে নিয়া পানিতে চুবাইমু নাকি???
কথা হইলো আগেই দেখছিলাম, কিন্তু কমেন্ট করসি ভেবে আর আগাই নাই। ওমা আইজকা দেখি আমার কমেন্ট নাই।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮
অগ্নি সারথি বলেছেন: বিষয়ডা বুঝনের লাইজ্ঞা ধইন্যা তয় শাপলার সংসারের পুকুরে ডুব দিতে চাই না।
৪০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২
গেম চেঞ্জার বলেছেন: ভাবছিলাম শাস্তিস্বরুপ ঐ পুকুরেই আপনারে চুবাইতৈবে। যাইহোক........ এখনও ডিসিশনটা ফাইনাল করি নাই। ফেসবুক ব্লগ থেকে বোধহয় ভাগছে। এ কয়দিনে কয়জনরে যে ভুগাইসে।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫
অগ্নি সারথি বলেছেন: ঐ ডা একটা খারাপের খারাপ। ধরতে চাইছিলাম খুব কইর্যা কিন্তু পরে আর সুযোগ দিল না।
৪১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১
গেম চেঞ্জার বলেছেন: অনেকেই হেল্প করছে। শ্রম দিছে ওর পিছে। অনেক গুণী ব্লগারের সাথে কাছ থেকে পিরামর্শ করছে। আমিও প্রথমে ভাল পথ দেখাইছিলাম।
কিন্তু হেতির মাথায় সমিস্যা আছে যে, এইডা কে জানত। যাউকগা, গ্যালে গ্যাসে। ফ্যতফ্যতর একটা বিদায় হইলেই ভালা।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫
অগ্নি সারথি বলেছেন: বদ একটা আছিল! ফেসবুক বন্ধ দেইখ্যা আইছিল কিন্তু সুবিধা কইর্যা উঠতে পারল না।
৪২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
গেম চেঞ্জার বলেছেন: হুম.....। এক্কেরে ঠিক কথা........
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
অগ্নি সারথি বলেছেন:
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯
ফেরদৌসা রুহী বলেছেন: সামাজিক যোগাযোগ অথবা মত প্রকাশে অন্যান্য মাধ্যমগুলোর উপর সরকারের নিষেধাজ্ঞা তুলে নিলে হয়তোবা বাংলাদেশের জাতীয় পতাকায় আজ ছেয়ে যেত পুরো ফেসবুক, টুইটার, হোয়াটস এপ অথবা ভাইবার। আর সারা বিশ্বে ধ্বনিত হতঃ
সাবাস বাংলাদেশ; এ পৃথিবী অবাক তাকিয়ে রয়; জ্বলে পুড়ে মরে ছারখার; তবু মাথা নোয়াবার নয়
হুম এমনি হত। যারা এসব বন্ধ করেছে এখন মনে হয় আর খুলতে পারছেনা, তাই নানান তালবাহানা করছে।