নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

কেমন আছো সামহোয়ার ইন!

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৫



দুটো ছোট গল্পঃ

১। পরীবাগে আগুন!
বৃহস্পতিবার মধ্যরাত্রীতে কাউকে কিছু বুঝতে না দিয়ে দপ করে জ্বলে ওঠে উপশহর মাগীপাড়া। বাড়িওলি থেকে শুরু করে সর্দারনী, ছুকরী কেউ রেহাই পায়নি সেদিন, মরন এই আগুন হতে। উরুসন্ধিতে বন্দী কামনার আগুন নেভাতে বিশ টাকা হাতে করে নিত্য এই পরীবাগে হাজির হওয়া ভদ্রলোকেদের কাছে পরীবাগ, তখন শুধুই একটি বেশ্যাখানার নাম আর সর্দারনী জুলেখা নানী শুধুই একজন মাগী! লোকচক্ষুর ভয়ে ভদ্রলোকেরা সেদিন দেবতা বনেছিলেন, হয়েছিলেন শুদ্ধিকরনের অগ্নিসাক্ষী। আর তাই এক ঘটি জল ছুড়ে মারবারর থেকে জ্বলন্ত মাগীপাড়ার রগরগে আগুন আর আর্তনাদ ছিল বেশ উপভোগ্য। পরদিন বাদ জুম্মা উপশহর জামে মসজিদে দুই মন জিলাপী সমেত একটা শোকরানা দুয়া-খায়েরের আয়োজন করেন জমসেদ মোল্লা। নিশ্চয়ই ঈশ্বর খুশি হয়েছিলেন সেদিন, মাগীপাড়া উচ্ছেদ বলে কথা! আবার দুই মন জিলাপী। যদিও এলাকায় কথিত আছে যে, এই পরীবাগের এক নম্বর খদ্দের নাকি তিনিই ছিলেন। কেউ বিশ্বাস করতেন, আবার অনেকেই করতেন না। কারন তার মত কামেল এবং পরহেজগার ব্যাক্তি আর যাই হোক অন্তত মাগীবাজ হতে পারে না। তবে দুষ্টু লোকেরা বলত অন্য কথা। তাদের অনেকেই জমসেদ কাকাকে আড়ালে, আবডালে পরীবাগের পাহাড়াদার ডাকত। যাই হোক, পরীবাগে অগ্নিসংযোগ নিয়ে বিস্তর বিস্তর গবেষনা আর তদন্তের প্রয়োজন ছিল কিন্তু সেটা আর হয়নি কারন ওটা মাগীপাড়া ছিল। মাগীপাড়া এমন একটা জায়গা, যেখানে চাইলে আগুন নেভানো যায় আবার লাগানোও যায়। কেউ কিছু বলে না। এমনকি আগুন নেভায়ও না, মাগীবাজ হয়ে যাবার ভয়ে। পুলিশ আসে, টাকা খেয়ে চলে যায়। এভাবেই চলে সমাজের শুদ্ধি অভিযান।

২। মৃত্যুঞ্জয়ী আমেনা!
আমেনা মরে নাই! পুরো এক বোতল তরল বিষ ভেতরে যাবার পরও নিষ্ঠুর সমাজটা গু আর গোবর খাইয়ে বমি করিয়ে বাঁচিয়ে তুলে যেন তৃপ্তির ঢেকুর তুলেছে। কিন্তু এই গু আর গোবর খেয়ে বেঁচে থাকা জীবন থেকেই তো আমেনা চিরমুক্তি খুঁজেছিল। যন্ত্রনাগুলো বলবার জায়গা ছিলনা, কেউ কখনো জিজ্ঞেসও করে নাই। বিষ খাবার পর শুধু, রমিছার মা জয়তুন ভাবী বারবার জিজ্ঞেস করেছে, এই মাগী তুই এইটা ক্যান করতে গেলি? কোলের বাচ্চাটার কথা একবারও ভাবলি না? আমেনা কি করে বলবে যে, বাচ্চাটা দিব্যি ভাল থাকবে কারন এটা তাদের রক্ত! খারাপ তারা থাকতে দিবে না কিন্তু সে মরলে তার বাপ, ভাই আর সে অন্তত মুক্তি পায়। আর কত? বিয়ের সময় যে তিরিশ হাজার দেয়া হয়েছিল, মহাজনের খাতায় সেটা পঞ্চাশ পেরিয়েছে অনেক আগেই। আবার নতুন করে দশ হাজার? সাথে স্বামী- শ্বাশুড়ির নিত্য নির্যাতন। লম্পট স্বামীটা যেদিন কিসমত মেম্বারের বাড়িতে চাউলের সিলিপের জন্য পাঠাল, সেদিনই মেম্বারকে অভিশাপ দিতে দিতে ঘরে ফিরেছিল আমেনা। রক্ষাকর্তা না হয়ে, মাত্র ৫০০ টাকার বিনিময়ে যে স্বামী তার স্ত্রীকে বেশ্যা বানাতে চায় আর যাই হোক সে স্বামীর সাথে একই ঘরে আর থাকা যায়না। কার কাছে ফরিয়াদ জানাবে সে? এর থেকে মৃত্যুই শ্রেয় গো জয়তুন ভাবী!!

প্রায় আট বছর তিন মাস পূর্বে, এই ব্লগ প্ল্যাটফরমটিতে আমার যাত্রা শুরু হয়। সে সময়ের অনেক জ্ঞানী-গুনী লেখকের সঙ্গটা বেশ প্রকট ভাবে প্রভাবিত করেছিল আমার চেতনার জগতকে। একজন পাঠক হতে পুরোদস্তুর লেখকে কিভাবে পরিণত হতে হয় তা হাতে কলমে ধরে ধরে শিখিয়েছিল আমাকে সামহোয়ার ইন, অস্বীকার করব না! ধীরে ধীরে পাঠক হতে পুরোদস্তুর লেখকও হয়ে উঠেছিলাম আমি। যা আমাকে ২০১৬ সালে ডয়েচে ভেলে কর্তৃক বেস্ট অফ অনলাইন এক্টিভিজম এওয়ার্ডের জন্য মনোনীত করতেও সাহাজ্য করে। মনোনয়নটা নিঃসন্দেহে আমার ব্লগার জীবনের জন্য সর্বোচ্চ পাওয়া ছিল। তবে এর পেছনে ছিল ব্লগ পরিবারটার অক্লান্ত শ্রম আর উৎসাহ!
নানান ক্ষোভ, অভিমান আর ভূল বোঝাবুঝি প্রায় দেড় বছর আমাকে ব্লগ পরিবারটি থেকে দূরে রাখে।

সামহোয়ার ইন থেকে দেড়টা বছর দূরে থেকেছি সত্য কিন্তু এমন একটা অবসর নেই যে আমি আমার নিত্য অভ্যাস মোতাবেক ঢু মারিনি।

অভিমানটা আর ধরে রাখতে পারলাম না তাই দীর্ঘ দেড় বছর পর আবারো লেখায় ফিরলাম। হয়তোবা ভূল কোন সিদ্ধান্ত আমি নেই নাই।

আমি আবারো ব্লগ পরিবারটার সাথে থাকতে চাই, আপনাদের সহব্লগার হয়ে থাকতে চাই। আছেন কি বরন করে নেবার মত কেউ?

মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

বিজন রয় বলেছেন: সামহোয়ার ইন ভাল আছে. আমি ভাল আছি, আপনি কেমন আছেন তাই বলেন!!

আপনি নিয়মিত নন কেন তাই বলেন?

নিয়মিত হবেন তো!!!!

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

অগ্নি সারথি বলেছেন: অনিয়মিত না বিজন দা, পুরোপুরি ছেড়েই দিয়েছিলাম! চেড়ে দিয়ে আসলে শান্তি পাচ্ছিলাম না। এখন থেকে নিয়মিত হবো। ভালো থাকবেন, শুভকামনা রইল।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

নীল আকাশ বলেছেন: ফিরে আসার জন্য ধন্যবাদ। এখন নিশ্চয় নিয়মিত আপনার লেখা পাবো!
উপরের লেখাটা ভালো লেগেছে......।
আপনার জন্য শুভ কামনা রইল!

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

অগ্নি সারথি বলেছেন: অশেষ ধন্যবাদ জানবেন নীল আকাশ।

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রত্যাবর্তনের জন্য ধন্যবাদ ও স্বাগতম। আশা করি, নিয়মিত ব্লগিং করবেন এবং আমাদেরকে ভালো লেখা পড়ার সুযোগ করে দেবেন।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

অগ্নি সারথি বলেছেন: কেমন আছেন আবু হেনা ভাই?

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১

মোস্তফা সোহেল বলেছেন: আপনি ফিরে আসায় খুশি হয়েছি।
লিখতে থাকুন মন খুলে।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

অগ্নি সারথি বলেছেন: অবশ্যই ভাই! শুভকামনা রাখবেন।

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ফিরে এসেছেন জেনে আনন্দিত হলাম।

লিখুন প্রাণখুলে :)

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জানবেন ভ্রাতা!

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আবারো ফিরে আসুন। সামুর পরিবারে।। ভালো ভালো লেখা উপহার দিন

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

অগ্নি সারথি বলেছেন: খুব চেষ্টা করেছিলাম ভাই কিন্তু থাকতে পারলাম না। ধন্যবাদ জানবেন।

৭| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি ফিরে এসেছেন, আশা করি অনিয়মিত বাকি সবাইও ফিরে আসবেন। শুভকামনা রইল।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

অগ্নি সারথি বলেছেন: সবারই ফিরে আসা উচিত! ধন্যবাদ ভ্রাতা।

৮| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

নতুন নকিব বলেছেন:



অনেক দিন পরে অাপনি এলেন। ভালো লাগলো। কেমন ছিলেন? আশা করি, নিয়মিত হবেন আবার। শুভকামনা।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

অগ্নি সারথি বলেছেন: আপনাদের ছাড়া ভালো ছিলাম না একদম! নিয়মিত হব এখন থেকে ভাই। ধন্যবাদ জানবেন।

৯| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

খায়রুল আহসান বলেছেন: সুবিবেচিত প্রত্যাবর্তনে সুস্বাগতম!
এতদিনে ব্লগের বিস্তীর্ণ বুকের উপর দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, নতুন জলের উৎস সৃষ্টি হয়েছে। আশাকরি, এখন থেকে নিয়মিত অবগাহন করবেন সে জলে।
পোস্টের উপর মন্তব্য একটু পরে করছি।
অন্তহীন শুভকামনা....

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

অগ্নি সারথি বলেছেন: আমি চেষ্ঠা করব খায়রুল ভাই। কেমন আছেন আপনি?

১০| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

খায়রুল আহসান বলেছেন: গল্পদুটো বেশ হয়েছে।

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: আপনি ফিরে এসেছেন- এটাই বড় কথা। আনন্দের কথা।
থাকুন।

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

অগ্নি সারথি বলেছেন: কেমন আছেন সহব্লগার? ম্যালাদিন আপনার সাথে খুট খাট হয় না! এবার হবে। ভালোবাসা জানবেন।

১২| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই প্রিয় অগ্নি সারথি ভাই। আপনাদের মত ব্লগারদের সহচার্য ছাড়া আমরা অনেক কিছু শেখার হাত থেকে বঞ্চিত হবো।

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

অগ্নি সারথি বলেছেন: বাড়িয়ে বললেন এবং এটা আপনার উদারতা কা_ভা! তবে এবার আর ছেড়ে যেতে আসি নাই। নিজের ব্যার্থতাগুলো জেনে, নিজেকে শুধরে নিয়ে হাজির হয়েছি। কারণ এই ব্লগ বাড়িটা আমারো। অনেক কিছুর জন্য আপনাকে ধন্যবাদ।

১৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

সুমন কর বলেছেন: গ্রেট ! নিয়মিত হবেন জেনে, খুব খুশি হলাম। আবার ধুম করে হারিয়ে যাবেন না তো !! সাধারণ প্লটে গল্প দু'টো ছোট হলেও অর্থবহ। +।

* আমিও ভাবছি, সামু থেকে বিদায় নেব নেব (একটানা ৫ বছরের বেশি হলো)...........কিন্তু এক অদৃশ্য টানে দু'বেলা সামু না খুললে কেমন কেমন জানি লাগে......!!

শুভেচ্ছা।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০

অগ্নি সারথি বলেছেন: বিদায় নিবেন না ভাই! আমার মত স্বার্থপর হবার দরকার নাই। চলেন আবারো চুটায়া ব্লগিং করি।

১৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লেখক বলেছেন: কেমন আছেন আবু হেনা ভাই?



আমি ভালো আছি ভাই। খোঁজ খবর নেওয়ার জন্য ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২

অগ্নি সারথি বলেছেন: কিছু মানুষকে ভূলে যেতে পারি নাই তার মধ্যে আপনি একজন। ভালো থাকুন, সুস্থ থাকুন।

১৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

হাবিব বলেছেন: ভালোবাসা জানবেন.....আপনার ব্লগের শক্তি অনেক

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২

অগ্নি সারথি বলেছেন: দোয়া রাখবেন স্যার!

১৬| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সাথে ছিলাম সেই বেলায়। অনেক দিন পাইনি। আজ পেয়ে পোস্ট পড়ে নিলাম। দারুণ লিখেছেন। তবে সবসময় থাকবেন আমাদের সাথে। আমরাও থাকবো। পাঠকরা অনেক শক্তিশালী হয়ে থাকেন একজন লেখকের জন্য।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

অগ্নি সারথি বলেছেন: জ্বি! সুজন ভাই আপনি সহব্লগার। শুভকামনা জানবেন। আর চলে যাবার ইচ্ছা নাই। ফিরে এসেছি একটু কৌশলী হয়ে।

১৭| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বাগতম ভাইজান। আশাকরি আমাদের জন্য নিয়মিত লিখবেন।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

অগ্নি সারথি বলেছেন: ইনশাল্লাহ ভাই! শুভকামনা জানবেন।

১৮| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি আবারো ব্লগ পরিবারটার সাথে থাকতে চাই,
আপনাদের সহব্লগার হয়ে থাকতে চাই।

...................................................................
আপনার আগমন,
স্বাগতম স্বাগতম

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জানবেন্সুপ্রিয় সুহৃদ!

১৯| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুদ্ধিকরণের আগুনে জ্বলসে আর আমেনার মতো বিষ পিয়েও বেঁচে থাকার মতো ;)
শুভ প্রত্যাবর্তনে স্বাগতম, শুভেচ্ছা আর অভিনন্দন ভায়া! :P

অনেক অনেক অনেক দিন পর
দারুন প্রত্যাবর্তনে দারুন খুশি :)

গু গোবর জীবনে বিষ পিয় অমৃত লাভেই যে মোক্ষ ;)
জন্মান্তরের দায় ! পালিয়ে রেহাই নেই
অভিমূন্যের চক্রাবর্তনে চক্রমুক্তিই হোক লক্ষ
চির মুক্তির মহালোক পাবে -সেই!

:)

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

অগ্নি সারথি বলেছেন: আই জাস্ট মিসড ইউ অল দ্যা টাইম, ভৃগু! ধন্যবাদ জানবেন।

২০| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

আবু ছােলহ বলেছেন:



অভিনন্দন পুন:প্রত্যাবর্তনে। পুরনো হারিয়ে যাওয়া মনি মানিক্যরা ফিরে আসুক একে একে সকলে।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

অগ্নি সারথি বলেছেন: মনি মানিক কিনা জানিনা ভাই তবে ব্লগটাকে চাঙ্গা করে তোলবার দায়িত্ব আপনার আমার সকলে। ধন্যবাদ জানবেন ভ্রাতা!

২১| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

ওসেল মাহমুদ বলেছেন: স্বাগতম !

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ!

২২| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখাদু'টো দারুণ।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

২৩| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর আপনাকে পাওয়া গেল!!!

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

অগ্নি সারথি বলেছেন: একটু অভিমানী হয়েছিলাম আরকি সেলিম আনোয়ার ভাই! তবে পুরোটা সময় মিস করবার তালিকাতে আপনিও ছিলেন। এখন আর উধাও হয়ে যাব না ভাই। ধন্যবাদ জানবেন প্রিয় ব্লগার!

২৪| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

কিরমানী লিটন বলেছেন: শুভ প্রত্যাবর্তন প্রিয় সারথি, আপনার এই ফিরে আসা তাৎপর্য মণ্ডিত হোক- ভালোবাসা নিরন্তর...।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

অগ্নি সারথি বলেছেন: লিটন ভাই! ফেসবুকে যে লেখালেখির চেষ্ঠা করি নাই এমন নয়। কিন্তু কম্ফোর্ট ফিল করছিলাম না জানেন। মনে হচ্ছিল এখানে আমার আপনজনেরা নাই। একটা অনুশোচনা কাজ করছিল। ফিরতে চাচ্ছিলাম খুব করে কিন্তু আত্মসম্মান বড় হয়ে দাড়াচ্ছিল বারবার। শেষে আর পারি নাই জানেন। চলে এলাম আপনাদের মাঝে, আর হারাবার ইচ্ছা নেই। আছি, থাকবো।

২৫| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

শায়মা বলেছেন: এই লেখাটা পড়ে মুগ্ধ হয়েছি। কিন্তু কমেন্ট করবো কিনা ভাবছিলাম। :)

তোমাকে দেখে ভালো লাগছে ভাইয়া।

তুমি অভিমানী বটে তবে একজন অসাধারণ লেখক। এ কথা আমি আগেও বলেছি আবারও বললাম!

অনেক অনেক শুভকামনা ভাইয়া। :)

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

অগ্নি সারথি বলেছেন: অনেক কিছুর জন্য আমি অনুতপ্ত! সব ভূলে, আশা করি আমাদের সম্পর্কটা আগের মত স্বাভাবিক আছে। অনেক ধন্যবাদ শায়মা।

২৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

নীল-দর্পণ বলেছেন: লেখায় ভালোলাগা।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

২৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

পবিত্র হোসাইন বলেছেন: ভালো লাগলো...লাইক দিলাম

২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.