নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ডে এবং গেট টুগেদার ২০১৮

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪



প্রিয় সহব্লগারবৃন্দ!
সামহোয়ার ইন ব্লগের জন্মদিনে সারা বিশ্বের ব্লগারদের জানাই আন্তরিক শুভেচ্ছা। যেমনটা কিনা আপনারা জানেন, আগামী ১৯ ডিসেম্বর তথা বাংলা ব্লগ দিবস উপলক্ষে আমরা সহব্লগারদের মতামতের ভিত্তিতে ডিসেম্বর ২১, ২০১৮ তারিখে 'মানবিক বাংলাদেশ গঠনে ব্লগ' প্রতিপাদ্যকে সামনে রেখে ব্লগারদের একটা গেট টুগেদারের আয়োজন করতে যাচ্ছি। সেই উপলক্ষে গত ১৩ ডিসেম্বর, ২০১৯ তারিখে ধানমন্ডিতে আমরা কতিপয় ব্লগার একত্রিত হয়ে আমাদের প্রয়োজনীয় পরিকল্পনা প্রনয়ন করতে সমর্থ্য হয়েছি।


সুপ্রিয় সুহৃদ!
ব্লগ দিবস উদযাপন কিংবা গেট টুগেদার আমাদের একার কোন প্রোগ্রাম নয়। এই ব্লগটা যেমন আমাদের, তেমনি প্রোগ্রামটাও আমাদের। একমাত্র সকলের অংশগ্রহন-ই পারে আমাদের এই মিলন মেলাকে স্বার্থক এবং সাফল্য মন্ডিত করতে। তাই আমি সকল ব্লগারদের অনুরোধ করব উক্ত গেট টুগেদারে অংশগ্রহন করে বাংলা ব্লগ কমিউনিটিকে আরো শক্তিশালী এবং ব্লগারগনের মধ্যকার সম্প্রীতিকে আরো দৃঢ় করতে ভূমিকা রাখতে।

অনুষ্ঠান বিশদঃ

ব্লগ দিবস উদযাপন
প্রতিপাদ্য বিষয় মানবিক বাংলাদশে গঠনে ব্লগ
স্থানঃ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরীবাগ, ঢাকা
তারিখঃ ডিসেম্বর ২১, ২০১৮
সময় বিকাল ৩টা

অনুষ্ঠানসূচীঃ
০৩-০০ সূচনা
০৩-১০ জাতীয় সংগীত
০৩-১৫ স্বাগত বক্তব্য
০৩-২০ সামহ্যোয়ার ইন ব্লগ জানা আপার বক্তব্য
০৩-৩৫ পরিচয় পর্বের সূচনা
০৪-১৫ প্রতিপাদ্য বিষয় নিয়ে অতিথি/বিশেষ অতিথির বক্তব্য
০৪-৪৫ ব্লগারদের গান/কবিতা/গল্প পাঠ/অনুভুতি প্রকাশ
০৫-৩০ আসন্ন মানবিক কার্যক্রম/ শীতার্তদের সহায়তা/বইমেলায় আড্ডা ইত্যাদি নিয়ে আলোচনা
০৬-০০ সেলফি/ ছবি/ গ্রুপ ছবি তোলা পর্ব
০৬-২০ রিফ্রেশমেন্ট
০৬-৩০ সমাপনী বক্তব্য
০৬-৩৫ বিদায়

ভেন্যুঃ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, ১/ই/১, মাজার গলি, পরীবাগ, ঢাকা।


সিলেটের গেট টুগেদারের খবরাখবর এখানে
চট্টগ্রামে যারা গেট টুগেদারে অংশগ্রহন করতে চান তারা এখানে দেখুন

মন্তব্য ৯৯ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫

ডার্ক ম্যান বলেছেন: আপনাদের জন্য শুভ কামনা ।
দেখি ঝটিকা সফরে ঢাকায় আসতে পারি কিনা ।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

অগ্নি সারথি বলেছেন: আসতে পারলে ভালো লাগবে ভ্রাতা! চেষ্টা করবেন খুব করে।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

মৌরি হক দোলা বলেছেন: তাহলে পরীবাগ?

ধন্যবাদ :)

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

অগ্নি সারথি বলেছেন: জ্বি আপা! এটা চমৎকার একটা প্লেস, সহজলভ্য এবং সহজ যোগাযোগ। ধন্যবাদ।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

হাবিব বলেছেন: ১নং মন্তব্যের সাথে আমি একমত..........

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১

হাবিব বলেছেন: কাবার-দাবারের কিছু কেন দেখছিনা.....? :|

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮

অগ্নি সারথি বলেছেন: রিফ্রেশমেন্ট আছে তো! আপনার কনফার্মেশন পেয়েছি ধন্যবাদ।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

সনেট কবি বলেছেন: ভাল আয়োজন। অংশগ্রহণ করতে পারলে ভাল হতো। তবে হয়ত অংশগ্রহণ সম্ভব হবে না।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯

অগ্নি সারথি বলেছেন: চেষ্টা করবেন কবি। ভালো লাগবে।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

বলেছেন: চিন্তা করছি "অল ইউরোপ ব্লগ ডে" কি লন্ডনে আয়োজন করা যায়?

আপনার মতামত জানাবেন!!



সফলতা কামনা করছি।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৬

অগ্নি সারথি বলেছেন: সম্ভব হলে করে ফেলেন আর সুন্দর করে একটা পোস্ট দেন ছবি সমেত।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর অনেক ব্লগারের মিলন মেলায় আমি উপস্থিত থাকতে পারলে দারুন খুশি হবো!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৭

অগ্নি সারথি বলেছেন: সেলিম ভাই, আমরা সেদিন আপনার একটা কবিতা আপনার মুখ থেকে আশা করি।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশের যে অবস্থা তার মধ্যে আমি আবার বিএমপির সাপোট করি পরে যদি পুলিশ আমায় ধরে নিয়ে যায় তখন কে বাঁচাবে ? ;)

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৯

অগ্নি সারথি বলেছেন: দুঃখিত আপনার সাথে সহমত নই আমি! তর্কেও যেতে চাই না।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোন খারাপ পোষ্ট যদি প্রথম পাতায় আসে, তাহলে সেই বিষয়ে সাধারন ব্লগারদের নিয়ম হলো, পোষ্ট রিপোর্ট করা। আমাদের মডারেশন টিম খুব একটা বড় নয়। ফলে এই ছোট টিম সারাক্ষন অনলাইন থাকতে পারে না। সুবিধাজনক সময়ে যখন মডারেশন প্যানেল অনলাইন হবেন, তখন তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

কোন একটা পোষ্টের প্রথম মন্তব্যই যদি অপ্রাংসঙ্গিক হয়, সেটা লেখকের জন্য খুবই দুঃখজনক।

অগ্নিভাই, অনুষ্ঠানের ভেন্যু ধানমন্ডিতে নয়, পরীবাগে। সময় করে সংশোধন করে দিবেন।

আর যারা মনে করেন, তাদের নিরাপত্তা জনিত সমস্যা আছে, তারা চাইলে না আসতে পারেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১১

অগ্নি সারথি বলেছেন: ধানমন্ডি আমাদের প্ল্যানিং মিটিং এর ভেন্যু হিসেবে উল্লেখ করা তো! পরীবাগের লোকেশন দিয়ে দিয়েছি। প্রোগ্রাম হবে এবার ভাই, অবশ্যই হবে ইভেন আপনারা ব্লগ কর্তৃপক্ষ না থাকলেও হবে।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
অভিনন্দন প্রিয়।

আপু দ্যা গ্রেটের সাথে মেইলে কথা হয়েছে। অপেক্ষায় ছিলাম এই পোস্টের। ইনশাআল্লাহ আসবো।


আচ্ছা, ঠিকিটের কোন ঝামেলা থাকলে আগে বলে দেয়া ভাল। আর নিরাপত্তার জন্য পুলিশের কতটুকু আন্তরিকতা আছে সেটাও গুরুত্বের সাথে দেখার বিষয়।

ধন্যবাদ,
সকলের জন্য শুভকামনা

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৩

অগ্নি সারথি বলেছেন: টিকেটের তথা রেজিস্ট্রেশনের কোন ঝামেলা নাই আর কাভা-র মত আমিও বলছি, নিরাপত্ত্বাহীনতায় ভূগলে আসার দরকার নাই।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৪

মা.হাসান বলেছেন: আপনাদের উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ। এই পোস্টের জন্য অপেক্ষা করছিলাম। কোন কনফার্মেশন ইমেইল পাঠাতে হবে না বা কোন চাদার ব্যবস্থা নেই?

পরিবাগের সব জায়গার সঙ্গে ভালভাবে পরিচিত না, সম্ভব হলে পরে একটা ম্যাপ সংযোগ করলে আমার মত নাদানদের উপকার হবে।
আন্তরিক শুভেচ্ছা রইলো।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৪

অগ্নি সারথি বলেছেন: ম্যাপ এড করেছি, চাদা লাগবে না। সোজা চলে আসবেন ভ্রাতা!

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাদের ব্লগ দিবস উদযাপন
আয়োজনের জন্য অনেক ধন্যবাদ।
একত্রিত শক্তি যে কোন লক্ষ্য ভেদে পারঙ্গম।
আমি আপনাদের সাফল্য কামনা করি ।

...............................................................................................
আমি ঢাকায় থাকতে পারছি না বিধায় অংশগ্রহণ সম্ভব হবে না।
অংশগ্রহণ করতে পারলে ভাল হতো।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৫

অগ্নি সারথি বলেছেন: হুম! দুঃখজনক।

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০০

কাওসার চৌধুরী বলেছেন:



শিরোনামটা ঠিক করে দিন। "ব্লগ ডে এবং গেট টুগেদার ২০১৯"!! ২০১৮ হবে।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ! ঠিক করে দিয়েছি। অনাকাংখিত ভূলের জন্য দুঃখিত।

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আরে মিয়া, আমি কি নিজের নিরাপত্তার কথা বলছি নাকি? আমাগোরে কেউ কিছু করতে আসব না ;) ! যত চিন্তা তো জানা আপু ও সিনিয়র ব্লগারদের নিয়ে! আশাকরি, নিরাপত্তার কোন কমতি থাকবে না!

ভাল থাকুন সবসময়

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার সাথে জনমের সাধ মিটিয়ে ক্যাচাল করতে আসছি ইনশাআল্লাহ।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

অগ্নি সারথি বলেছেন: :) :)

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

নীল-দর্পণ বলেছেন: আড্ডা শেষে ছবি পোস্ট দিতে ভুলবেন না কিন্তু। আমরা যারা যেতে পারবো না তারা ছবি পোস্ট দেখবো। :)

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

অগ্নি সারথি বলেছেন: ফটো পোস্ট তো অবশ্যই, সাথে মিডিয়াও থাকছে। আসতে পারবেন না কেনো?

১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

ডার্ক ম্যান বলেছেন: আপনারা লাইভে যাবেন অবশ্যই ,

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

অগ্নি সারথি বলেছেন: অবশ্যই ভ্রাতা!

১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

নীল-দর্পণ বলেছেন: সেদিন সকালে ক্লাস আর দুপুরে দাওয়াত থাকায় আসা সম্ভব হবে না।
জমজমাট একটা পোস্ট আশা করছি। আড্ডা জমজমাট হোক, সফল হোক। :)

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

অগ্নি সারথি বলেছেন: :( :(

১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

শায়মা বলেছেন: বাহ অনেকের ছবি দেখা যাবে, গান শোনা যাবে, তুমি কবিতা পড়ো ভাইয়া! :)

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

অগ্নি সারথি বলেছেন: হ্যাঁ আর আপনে অগোচরেই থেকে যান।

২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:


আমি কি আসতে পারি ।

আচ্ছা আসবো । B-) B-) B-)

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

অগ্নি সারথি বলেছেন: :) :)

২১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন খবর ভায়া

আপনাদের সকলের মিলন মেলা সফল হোক। সার্থক হোক।
সকলকে মিস করবো
২১ তারিখ আব্বা আম্মার মৃত্যুবাির্ষকীর উপলক্ষ্যে গ্রামে থাকতে হবে।
সরি ভায়া।

আপনাদের সাফল্যের শুভকামনা রইল।
নিশ্চয়ই দেখা হয়ে যাবে কোন একদিন কোন এক শুভক্ষনে :)

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

অগ্নি সারথি বলেছেন: খালা খালুর জন্য অনেক দোয়া রইল, আল্লাহ তাদের জান্নাত নসিব করুন।

২২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

শায়মা বলেছেন: আমি তো অগোচরা! :( গোবেচারাও :( :( :(

তাই আমি

দূর হতে আমি তারে সাধিবো
গোপন বিরহ ডোরে বাঁধিবো ....

শোনো শোনো কি বলে ....

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

অগ্নি সারথি বলেছেন: সুন্দর! তবে আমার বাশি ভালো লাগে। অগোচরা, গোবেচারা রে এত্তগুলা ভালোবাসা। ভালো থাকিস!

২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

শিখা রহমান বলেছেন: খুব সুন্দর আয়োজন। দেশে থাকলে আসতাম নিশ্চয়ই।

আপনাদের মিলনমেলার গল্প শোনার আর ছবি দেখার অপেক্ষায় থাকলাম। :)

শুভকামনা। "ব্লগ ডে এবং গেট টুগেদার ২০১৮" এর সাফল্য কামনা করছি।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

অগ্নি সারথি বলেছেন: :( :( ধন্যবাদ জানবেন শিখা!

২৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

পবিত্র হোসাইন বলেছেন: দোয়া করি সব কিছু ভালোভাবে হোক... দেশে থাকলে অবশ্যই থাকতাম

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই!

২৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভকামনা রইলো... :)
আমার আগের কমেন্টগুলো মুছে দিন....

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১

অগ্নি সারথি বলেছেন: ওকে! আপনি আসছেন তো?

২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গেট টুগেদার ২০১৮ এর সাফল্য কামনা করছি।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

অগ্নি সারথি বলেছেন: সম্ভব হলে চলে আসেন লিটন ভাই!

২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

অগ্নি সারথি বলেছেন: একটু আগে চলে আইসেন সুমন দা!

২৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

কিশোর মাইনু বলেছেন: দ্যাত, এই সময় ই করতে হইল ভাই, এতদিন ঢাকা থাকি, করলেন না, যেই ঢাকার বাইরে আসলাম, মিলন্মেলা করতে হলো আপনাকে???

যদি অংশগ্রহণ করতে না পারি, সব দোষ আপনার।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

অগ্নি সারথি বলেছেন: চেষ্টা করেন ভাই! অবশ্যই পারবেন।

২৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: অনুষ্ঠানটি সুন্দর ও সফল হোক।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ!

৩০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন:
আগে যখন গেট টুগেদার হতো তখন ভাবতাম আগামী বার হয়তো মিলতে পারব। এবার কোন আশা করছি না।
অনেক শুভকামনা। "ব্লগ ডে এবং গেট টুগেদার ২০১৮" এর সাফল্য কামনা করছি।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সুজন ভাই! আপনার অপেক্ষায় থাকলাম। :) :)

৩১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভকামনা সকল ব্লগার ভাই বোনদের জন্য।
আপনাদের এমন মিলনমেলার সংবাদ পেয়ে নিজের মনেও খুব ইচ্ছে হচ্ছে আপনাদের সাথে কিছু সময় নিজেকে উপস্থিত রাখার। যেতে পারলে অনেক আনন্দিত হতাম।

না যেতে পারলেও আমার শুভেচ্ছা থাকবে আপনাদের জন্য।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

অগ্নি সারথি বলেছেন: মিলন মেলাটা আমাদের সকলের ভাই! চেষ্ঠা করেন, চলে আসেন অন্যথায় আফসোস করবেন।

৩২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কোন একটা পোষ্টের প্রথম মন্তব্যই যদি অপ্রাংসঙ্গিক হয়, সেটা লেখকের জন্য খুবই দুঃখজনক...
কাভা ভাইয়ের সাথে একমত....

নাহ বড্ড ব্যস্ত আমি....
শুভেচ্ছা রইলো... :)

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

অগ্নি সারথি বলেছেন: :)

৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬

বিভক্ত আত্মা বলেছেন: সামনাসামনি অনেককে দেখবার/দেখা করবার সুযোগটি হাতছাড়া করি কি করে। চিকিৎসা কাজে ঢাকায় অবস্থান করছি। চলে এতাম ১৯ তারিখে। ভালোবাসায় আটকে গেলাম। যাচ্ছি, থাকছি, থাকবো। তারপরেও আগাম শুভেচ্ছা।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২১

অগ্নি সারথি বলেছেন: আসলে ব্লগারদের মধ্যকার ভালোবাসাটা বোধ করি এমনই! ধন্যবাদ ভ্রাতা!

৩৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

অব্যক্ত কাব্য বলেছেন: থাকার প্রাণান্তকর চেষ্টা থাকবে।
একটি সফল ও সুন্দর আয়োজনের প্রত্যাশা রাখি

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২১

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জানবেন ভ্রাতা!

৩৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

নীলপরি বলেছেন: অনেক শুভকামনা রইলো

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ!

৩৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

অন্তরন্তর বলেছেন: যাক লাইভ থাকবে শুনে ভাল লাগল। পরবাসী থেকে তো দেখতে পারব। অনেক অনেক শুভ কামনা রইল।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা!

৩৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

কিরমানী লিটন বলেছেন: সুন্দর ও সফল হোক। গেট টুগেদার ২০১৮ এর সাফল্য কামনা করছি।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই! আপনার নিকট হতে একটা কবিতা আমরা আশা করতেই পারি! কি বলেন?

৩৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: দেশে থাকলে অংশগ্রহণ করার চেষ্টা করতাম।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

অগ্নি সারথি বলেছেন: :( :(

৩৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভকামনা এবং সফলতা কামনা করছি।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ! আপনার চট্টগ্রাম এখানে যোগ করে দেয়া হয়েছে তবে আপনার পোস্টে ঢাকার লিংক ঠিক নেই। ঠিক করে নিন।

৪০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২১

নীলসাধু বলেছেন: গ্রেট।
ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

অগ্নি সারথি বলেছেন: দেখা হবে সত্য দাদা! কিন্তু কেউ জানছে না যে সকল কিছুর নেপথ্যে যে আপনি। আমি একটা কৃতজ্ঞতা পোস্ট দেব ভাবছি।

৪১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

র ম পারভেজ বলেছেন: অংশগ্রহণের পরিকল্পনা আছে।
ভেন্যুতে গাড়ি/বাইক পার্কিং করার ব্যবস্থা আছে কিনা জানালে ভালো হতো।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০২

অগ্নি সারথি বলেছেন: জ্বি ভাই আছে! ধন্যবাদ।

৪২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
৪/৫ বার ট্রাই করলাম। একই অবস্থা। ক্লিক করলে পোস্টটি পাওয়া যাচ্ছে না। সমস্যাটা কি বুঝতেছিনা।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১

অগ্নি সারথি বলেছেন: :( :( :(

৪৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: ২০১২ সালের গেট টুগেদারে অংশ নিয়েছিলাম.
দারুন ছিল সেই অভিজ্ঞতা !! একটা পোস্ট দিয়েছিলাম সেই অভিজ্ঞতা নিয়ে...
এবার আসার ইচ্ছা অনেক.
ইনশা আল্লাহ চেষ্টা করব.
আর ভাই, বৌ বাচ্চা নিয়ে আসা যাবে?

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই! এবার আমরা, আমরাই করছি। তবে যদি ভাবী-বাচ্চাদের একান্তই নিয়ে আসতে চান তবে আপত্তি থাকবেনা।

৪৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

নীলসাধু বলেছেন: সবাইকে নিয়েই যোগ দিন। এটাই ভাল লাগবে।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

অগ্নি সারথি বলেছেন: জ্বি দাদা!

৪৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

তার ছিড়া আমি বলেছেন: আপনাদের আয়োজন সফল হোক।
শরীক হতে পারলে ভালই হতো। কিন্তু আমি যে ভাই, ঢাকা নয়, থাকি ভিন্ন শহরে। যাই হোক শুভ কামনা রইলো।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

৪৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১

তারেক ফাহিম বলেছেন: আয়োজনের সফলতা কামনা করছি।

আসতে পারলে ভালো লাগতো। কিন্তু নোয়াখালী টু ঢাকা :( তার উপর কাজও আছে ঐ তারিখে।

আমাদের জন্য অবশ্যই ছবি পোষ্ট হবে B-)

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

অগ্নি সারথি বলেছেন: অবশ্যই ভাই!

৪৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৫

প্রামানিক বলেছেন: যোগ দেয়ার আশা আছে।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

অগ্নি সারথি বলেছেন: আসতে হবে প্রামানিক দা!

৪৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১

গরল বলেছেন: ব্লগ ডের ছবি নিয়ে একটা পোষ্ট হবে আশা করি, শুভকামনা রইল।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

অগ্নি সারথি বলেছেন: ছবি নিয়ে পোস্ট তো হবেই তবে আপনারা আসলে অনেক ভালো লাগত!

৪৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখা তাহলে হচ্ছে ? নিশ্চয় দেখা হবে। শুভ কামনা রইলো।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

অগ্নি সারথি বলেছেন: অবশ্যই দেখা হবে ভাই!

৫০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার জন্য শুভকামনা রইলো
যারা যোগদান করবে এবং যারা
যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন।
উদ্যোক্তাকে ধন্যবাদ আয়োজন
করার জন্য।

অপটপিকঃ এই আয়োজন নিয়ে অনেক তুলকালাম কাণ্ড হয়ে গেছে। উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তারপরেও অগ্নি সারথী, নীলদা ও আপনার জন্য অফুরন্ত শুভেচ্ছা।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! না নুরু ভাই তেমন কিছুই হয় নাই। সব থেকে বড় কথা হল, দীর্ঘ সময় পর আমরা ব্লগারেরা যে আবার মিলিত হতে পারছি এটাই অনেক। ধন্যবাদ জানবেন ভাই।

৫১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আসার নিয়াৎ আছে। বাকি আল্লাহর হাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.