নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

প্রসংগঃ ব্লগারগনের ভার্চুয়াল আড্ডা!

২০ শে জুন, ২০২০ রাত ১:৩০

সুপ্রিয় সহব্লগারবৃন্দ!
আশা করছি এখন পর্যন্ত আমরা সকলে কুশলেই আছি। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই সময়টাতে সারা বিশ্বের ন্যায় আমরা ব্লগাররাও যে খুব কঠিন একটা সময় পাড় করছি তা আর বলবার অপেক্ষা রাখে না। তবু জীবন থেমে থাকে না, থামিয়ে রাখবার কোন উপায়ও নেই। এর মধ্য দিয়েই অতি সতর্কতার সাথে আমাদের জীবন চালিয়ে নিতে হবে, অভ্যস্ত হয়ে উঠতে হবে 'নিউ নরমালে'!

সুপ্রিয় সুহৃদ!
ব্লগার মানেই শুধু যে ব্লগিং কিংবা লেখা-লেখি নয় বরং তার চেয়েও অনেক বেশী কিছু সেটা আমরা বিশেষতঃ সামহোয়্যারইন ব্লগ বাসীগন বার বার প্রমান করে চলেছি। জাতীর দুর্দিনে কোন বাছ-বিচার না করে আমরা যেমন ঝাপিয়ে পড়েছি বারংবার, তেমনি নিজেদের মাঝেও আমরা তৈরি করে ফেলেছি একটা কল্পিত সম্প্রদায়, একটা চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। করোনা ভাইরাস মহামারীতে এখনো আমাদের অনেক সহব্লগার যেভাবে অসহায়-দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন তা সত্যিই আমাদের সাহস জোগায়, অনুপ্রাণিত করে এবং একজন ব্লগার হিসেবে আমরা গৌরবান্বিত হই। এসকল মহৎ কর্ম সম্পাদনের পাশাপাশি আমাদের আরেকটা স্বভাব হলো আমরা আড্ডাবাজ ব্লগার! আমরা চুটিয়ে আড্ডা দেই, আমরা আড্ডা দেই ব্লগ পোস্টে, আড্ডা দেই আড্ডার পোস্ট দিয়ে, চায়ের স্টলে, আড্ডার জায়গা তৈরি করে, ব্লগ দিবস আয়োজন করে, বই মেলাতে! সব খানেই। ব্লগার আড্ডা হলো সামহোয়্যারইন ব্লগের প্রান! আর একারনেই হয়তোবা এই প্ল্যাটফরমটা ইউনিক এবং এখনো মাথা উঁচু করে তার ব্লগারদের নিয়ে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে।

অতীব দুঃখজনক হলেও সত্য যে, অতিমারির এই সময়টায় মানসিক ভাবে আমরা সকলেই মূলত খুব একটা ভালো নেই। অনেকেই গৃহবন্দী থাকতে থাকতে কিংবা একরাশ আতংক সাথে করে কর্মস্থলে যাওয়া-আসা করতে করতে তাদের মেজাজ খিটখিটে করে ফেলেছেন। সব থেকে হতাশার বিষয়টা হলো সামাজিক দূরত্ব মেনে চলতে চলতে আমরা মূলত আমাদের নিজেদেরকে সমাজ হতে, প্রিয় মানুষগুলোর কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছি। যদিও এটা ছাড়া এখন আর করবার কিছুই নাই।

করোনা মহামারীতে সোস্যাল ডিসটেন্সিং জরুরী! তাই বলে কি আড্ডাবাজি বন্ধ হয়ে যাবে ব্লগারদের? কক্ষনো না! চলেন আড্ডাই! সরাসরি নয় বরং ভার্চুয়ালি!

সুপ্রিয় ব্লগারবৃন্দ!
আগামী শুক্রবার তথা ২৬ জুন, ২০২০ তারিখে (বিকাল ৫ ঘটিকা প্রস্তাবিত) আমরা সামহোয়্যারইন ব্লগ এর সর্বোচ্চ সংখ্যক ব্লগারগন একটা ভার্চুয়াল প্ল্যাটফরমে (জুম প্রস্তাবিত) ধুমায়া আড্ডা দিতে চাই ঘন্টা ব্যাপি। হাঁসি-ঠাট্টা-গান আবারো হবে, সাথে খোঁজ নেবো একে অপরের! থাকবে করোনা ক্রান্তিকালে পরামর্শ এবং অভিজ্ঞতা শেয়ারিং।

আমাদের ব্লগারদের উক্ত ভার্চুয়াল আড্ডাকে সাফল্য মন্ডিত করতে আপনার পরামর্শ এবং অংশগ্রহন একান্ত আবশ্যক! আশা করছি আমরা খুব চমৎকার একটা সময় কাটাতে পারবো।

ধন্যবাদান্তে,
ব্লগার অগ্নি সারথি

আপডেটঃ ক (জুন ২২,২০২০)

১। এখন পর্যন্ত প্রায় ৪৬ জন ব্লগার আড্ডায় উপস্থিত থাকবার ইচ্ছা পোষন করেছেন, এই লিস্ট বেড়েই চলেছে। আমরা চেষ্টা করছি, জানা আপাকে কোন ভাবে সামান্য সময়ের জন্য আমাদের সাথে যুক্ত করা যায় কিনা!
২। ব্লগ মডারেটর তথা কাল্পনিক ভালোবাসা'র সাথে আমার কথা হয়েছে, ব্লগ আড্ডায় উপস্থিত এবং সঞ্চালন প্রক্রিয়ায় অংশগ্রহন করবার জন্য তিনি সম্মতি জ্ঞাপনা করেছেন।
৩। প্রস্তাবিত এপ্লিকেশন জুম এর মাধ্যমে আমরা ব্লগারগন কানেক্টেড হবার কথা ছিল, সেটির বেশ কিছু সীমাবদ্ধতার কারনে সেই জায়গা থেকে সরে এসে আমরা streamyard ব্যবহারের পরিকল্পনা করছি।
৪। streamyard আমরা সকলেই কানেক্টেড থাকবো একই সাথে, কিন্তু লাইভে আসবো ছয়জন-ছয়জন করে। সকলেই। streamyard এ আমরা কিভাবে কানেক্ট হবো তার পূর্নাংগ টিউটোরিয়াল পরের আপডেটে জানিয়ে দেয়া হবে।
৫। ছয় জনের জন্য সময় নির্ধারিত থাকবে, এই সময়ের মধ্যে ব্লগারগন কেউ যদি তাদেরকে কোন প্রশ্ন করতে চান তবে তাকে তার প্রশ্নের জন্য লাইভে নেয়া হবে। প্রশ্ন শেষ হলে তার লাইভ বন্ধ করে দেয়া হবে।
৬। আলোচনার কিছু এজেন্ডা আপাততঃ আমরা চিন্তা করেছিঃ
- করোনা ভাইরাস মহামারীতে ব্লগারগন কি ভাবে মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত হতে পারেন
- করোনা ভাইরাস মহামারীতে ব্লগারগন কিভাবে একে অপরকে সহায়তা করতে পারি
- সামুর টেকনিক্যাল সমস্যা এবং করনীয় (মোবাইল ভার্সন, আইএসপি তে মোবাইল এক্সেস)
- নাগরিক সাংবাদিকতা

আপাতত এগুলোই। আপনাদের কোন এজেন্ডা বা পরামর্শ থাকলে দিতে পারেন ।

৭। আড্ডার তারিখ ঠিক থাকছে (২৬ জুন, ২০২০) কিন্তু সময় (বিকাল ৫ ঘটিকা প্রস্তাবিত) নিয়ে কারো কোন প্রস্তাবনা থাকলে মতামত দিতে পারেন।

আপডেট আপাততঃ এটুকুই! কারো কোন এজেন্ডা কিংবা পরামর্শ থাকলে প্লিজ জানান, আমরা চেষ্ঠা করবো সেটা নিয়ে ভাববার।

ধন্যবাদ!





মন্তব্য ৭৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ রাত ২:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই সময়টায় মানসিক ভাবে আমরা সকলেই মূলত খুব একটা ভালো নেই।
.........................................................................................................
মানসিক জোর পাই না বলে কোন লেখা লিখতে পারিনা, চারিদিকে এত মৃত্যু
এর এরই মধ্যে আমার প্রিয় ৪/৫ জন করনা আক্রান্ত হয়ে মারা যাবার পর
কি করব ? দুশ্চিন্তা গ্রস্হ প্রতিদিন ।

২০ শে জুন, ২০২০ সকাল ১০:০৩

অগ্নি সারথি বলেছেন: দুশ্চিন্তা করা যাবে না এই সময়টায় ভাই! অন্তত শরীরের ইমিউন সিস্টেম ঠিক রাখতে হলেও। সাবধানে থস্কুন, সুস্থ থাকুন!

২| ২০ শে জুন, ২০২০ ভোর ৪:৩১

নেওয়াজ আলি বলেছেন: ভালো আইডিয়া । তবে এই সময় মানুষ প্রচণ্ড মানসিক অস্থির অবস্থায় আছে। গ্রামেগঞ্জে করোনার প্রভাব পড়েছে এবং মানুষ যথাযথ চিকিৎসাও পাচ্ছে না। যে সমস্ত বগ্লার মানবিক সাহায্যে এগিয়ে এসেছেন তাদের স্যালুট।

২০ শে জুন, ২০২০ সকাল ১০:০৭

অগ্নি সারথি বলেছেন: সত্য ভাই! নিজের ব্যবস্থা নিজেই করতে হবে এখন, করোনার সামান্যতম লক্ষন প্রকাশ পেলে গারগল, গরম পানির ভাপ, লেবু আর যা যা রয়েছে তা এপ্লাই করতে হবে দ্রুত। আবার সুস্থ হয়ে উঠুক পৃথিবী।
সত্যই স্যালুট যারা এই করোনা মহামারিতে নিজের জীবনের তোয়াক্কা না করে মানবিক সাহাজ্য নিয়ে ছুটে চলেছেন দুস্থ আর অসহায়দের নিকট।

৩| ২০ শে জুন, ২০২০ সকাল ৭:০৯

বিজন রয় বলেছেন: ভাল উদ্যোগ।
শুভকামনা রইল।

২০ শে জুন, ২০২০ সকাল ১০:০৮

অগ্নি সারথি বলেছেন: আশা রাখছি যুক্ত হবেন!

৪| ২০ শে জুন, ২০২০ সকাল ৮:২০

কল্পদ্রুম বলেছেন: বাহ!ভালো তো।আড্ডায় কি চা সিঙ্গারার ব্যবস্থা থাকিবে?

২০ শে জুন, ২০২০ সকাল ১০:১০

অগ্নি সারথি বলেছেন: এইডা মডু জানে! আমার আয়োজন খুব একটা ভালো হয় না এটা সর্বজন বিদি, ২০১৯ এর ব্লগ ডে তে ব্লগারদের বুট মুড়ি খাইয়ে দুর্নাম কুড়ানোর আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তবে মডু ভালো খাওয়ায়!

৫| ২০ শে জুন, ২০২০ সকাল ৮:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার একটা আইডিয়া। শুভ কামনা রইল ভার্চুয়াল আড্ডার জন্য।

২০ শে জুন, ২০২০ সকাল ১০:১০

অগ্নি সারথি বলেছেন: আপনার অংশগ্রহন একান্ত কাম্য!

৬| ২০ শে জুন, ২০২০ সকাল ৯:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো প্রস্তাব। সাধু উদ্যোগ।
আড্ডার সাফল্য কামনা করি।
তবে জুম অ্যাপসটি আমার নিজেরই নেই। ভাবছি...

২০ শে জুন, ২০২০ সকাল ১০:১২

অগ্নি সারথি বলেছেন: খুব সম্ভবত এটায় এপস দরকার হয় না! জাস্ট একট লিংকে ক্লিক করলেই হয়। ব্লগ আপডেটে নিয়ম জানিয়ে দেয়া হবে। আশা করি ব্লগ আড্ডায় যোগ দেবেন।

৭| ২০ শে জুন, ২০২০ সকাল ১০:২৭

বিজন রয় বলেছেন: আমি একবারেই অযোগ্য।

২০ শে জুন, ২০২০ সকাল ১০:৪৩

অগ্নি সারথি বলেছেন: যোগ্যতা আর অযোগ্যতার মাপকাঠি আসলে কি আমার জানা নেই ভ্রাতা, শুধু জানি আমরা ব্লগার!

৮| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর হবে।
এই আড্ডার দরকার আছে।

২০ শে জুন, ২০২০ বিকাল ৫:২২

অগ্নি সারথি বলেছেন: থাকছেন তো রাজীব ভাই! কথার বরখেলাপ যেন না হয়। বহুত ফাঁকি দিয়েছেন আমাকে।

৯| ২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: এতদিন আগে এই পোস্ট দিলে কি মনে থাকবে??? :(

২০ শে জুন, ২০২০ বিকাল ৫:২৩

অগ্নি সারথি বলেছেন: মনে করায়া দিবো! টেক্সট দিবো, প্রয়োজনে ফোন দিবো। ;)

১০| ২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ সুবাহানুতালা ততদিন বাঁচিয়ে রাখলে
যোগ দেবো ইনসাআল্লাহ। দোয়া করবেন।

২০ শে জুন, ২০২০ বিকাল ৫:২৪

অগ্নি সারথি বলেছেন: আপনি আরো অনেক দিন বেঁচে থাকবেন ইনশাল্লাহ নুরু ভাই! আপনার জন্য অনেক অনেক দোয়

১১| ২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




অগ্নি সারথি ভাই আপনি আমার মনের কথা বলেছেন। খুব ভালো উদ্যেগ এটি। আপনি ব্লগ এডমিন কাল্পনিক ভালোবাসা ভাই এর উপস্থিতির জন্য অনুরোধ করে রাখুন। কাল্পনিক ভালোবাসা ভাইয়ের মন্তব্যর চেয়ে তার উপস্থিতি ব্লগে জরুরী

এবারের ভার্চুয়াল আড্ডা সফল হোক পরবর্তীতে আমি একটি টপিক দিয়ে আড্ডা কল করবো বলে ভা্বছি।

সবাইকে শুভেচ্ছা।

২০ শে জুন, ২০২০ বিকাল ৫:২৫

অগ্নি সারথি বলেছেন: তারে নিয়েও আসবো এবং সঞ্চালকের দায়িত্বেও তিনি থাকবেন। দেখেন না কি হয় ভাই!

১২| ২০ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



শুক্রবার ছ’টা। আমার চেষ্টা করার সুযোগ আছে (বিশেষ কারণে অফিস করছি, ভাইডি!)।

চা সিঙ্গারার চেয়ে বড় বিষয় হলো আড্ডার ভার্চুয়াল স্থানটি কেমন হবে।
জুম সাধারণভাবে সর্বোচ্চ ১০০ আড্ডাবাজকে ধারণ করতে পারে।

ভাড়াহীন জুম ঘর কিন্তু প্রতি ৪০মিনিট পর বন্ধ হয়ে যায়। তখন?
এবিষয়ে যদি কোন ব্যবস্থা না থাকে, তবে আওয়াজ দিয়েন :)

২০ শে জুন, ২০২০ বিকাল ৫:২৯

অগ্নি সারথি বলেছেন: ভিডিও, অনলি অডিও যে কোন অপশনে যে কেউ থাকতে পারবে স্বেচ্ছায় ভাই! আওয়াজ দিলাম ভাই। ইনবক্সে নক দিবো আপনাকে, দেখি আর এক্সপার্ট অপিনিয়ন কি আসে।

গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে আসবার জন্য ধন্যবাদ ভাই!

১৩| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ। আপনাদের আড্ডা আযোজন সফল হোক । অনলাইন আড্ডা থেকে নতুন দিগন্তের উন্মুচন হোক ।

২০ শে জুন, ২০২০ রাত ১১:০২

অগ্নি সারথি বলেছেন: শোনেন সেলিম ভাই! আপনাদের বলবেন না। এটা আমাদের এবং আপনি অংশগ্রহন করছেন ব্যাস!

১৪| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫২

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: চমৎকার উদ্যোগ, কিন্তু অফিস টাইম হবার কারণে মিস করবো। আপনাদের শুভ কামনা।

২০ শে জুন, ২০২০ রাত ১১:০২

অগ্নি সারথি বলেছেন: ভাই! আপনার সুবিধাজনক সময় কোনটা?

১৫| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি আছি। আড্ডা আমার খুব প্রিয়।

২০ শে জুন, ২০২০ রাত ১১:০৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই! পোস্ট ফলো করবেন প্লিজ! আপডেট আসবে।

১৬| ২০ শে জুন, ২০২০ রাত ৯:১৬

ইসিয়াক বলেছেন:


বাহ! চমৎকার উদ্যোগ।

২০ শে জুন, ২০২০ রাত ১১:০৩

অগ্নি সারথি বলেছেন: হুম! এবং আপনি থাকছেন।

১৭| ২০ শে জুন, ২০২০ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: আমি আড্ডা দিতে পারি না।
তবে আমি পারি শুধু চুপ করে কথা শুনতে। মানুষের কথা শুনে আমি আনন্দ পাই। তাদের কথা গুলো নিয়ে ভাবি।

২০ শে জুন, ২০২০ রাত ১১:০৫

অগ্নি সারথি বলেছেন: ঠিক আছে ভাই! চুপ করে শুনে, আনন্দ পেয়ে, কথাগুলো এনালাইসিস করে আপনি একটা পোস্ট দেবেন।

১৮| ২০ শে জুন, ২০২০ রাত ১০:০২

সত্যপীরবাবা বলেছেন: আড্ডা যেমনই হোক, খাওন দাওন ভালো হওয়া চাই এবং সচরাচর "ভালো" বলতে যা বুঝায় সেইরকম, "ভিন্ন ধরনের আয়োজন" না। একবার "ভিন্ন ধরনের আয়োজনে" উপস্থিত হইয়া দেখি আধা সিদ্ধ ভাত আর লবন ছাড়া বয়লার মুর্গী X((

২০ শে জুন, ২০২০ রাত ১১:০৬

অগ্নি সারথি বলেছেন: না না ভাই! ভিন্ন ধরনের হবার চান্স নাই কারন আমরা আমরাই তো! আপনার উপস্থিতি কাম্য।

১৯| ২০ শে জুন, ২০২০ রাত ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম। জাম্পেস আড্ডা হোক।

২০ শে জুন, ২০২০ রাত ১১:০৭

অগ্নি সারথি বলেছেন: সাথে থাকবেন সুপ্রিয় সুহৃদ!

২০| ২০ শে জুন, ২০২০ রাত ১০:৫০

আমি তুমি আমরা বলেছেন: ভাল উদ্যোগ।

২০ শে জুন, ২০২০ রাত ১১:০৭

অগ্নি সারথি বলেছেন: অভিনন্দন দশম বছরে! সাথে থাকুন, আড্ডাতেও আপনাকে অভিনন্দন জানাতে চাই সকলে।

২১| ২০ শে জুন, ২০২০ রাত ১১:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পূর্ণ সফলতা কামনা করি।
ব্লগিয় তসল্লি জ্বলে থাকুক সবসময়।

২০ শে জুন, ২০২০ রাত ১১:৩০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ! যুক্ত হবেন আশা করি।

২২| ২০ শে জুন, ২০২০ রাত ১১:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আড্ডাতে উপস্থিত থাকবো কিভাবে?

২১ শে জুন, ২০২০ রাত ১২:৫২

অগ্নি সারথি বলেছেন: জুম দিয়ে কানেক্ট হবার কথা ছিল, কিন্তু জুম এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যেটি অলরেডি মঈনুল ভাই বলেছেন। চেষ্ঠা করছি টেকনিক্যালি প্রবলেম দূর করবার। ব্লগ আপডেয় হবে, সেখানেই নিয়ম কানুন জানিয়ে দেয়া হবে ভাই। আপনার উপস্থিতি অবশ্যই ব্লগারদের জন্য সুখকর হবে। ধন্যবাদ!

২৩| ২১ শে জুন, ২০২০ রাত ১২:৫৪

রাকু হাসান বলেছেন:



দারুণ সুখবর দিলেন । :)
কয়েকজন দেখলাম জুম এপ্সের ব্যাপারে বললো... তাদের জন্য। এটি একটি ফ্রি এপ্স ,প্লে স্টোরে পাবেন ,যারা মোবাইল থেকে ডাউনলোড করতে চানর click করুন ।
for windows

এপ্সটি ইনস্টল করার পর ,আপনার সাইন আপ না করেও মিটিং করতে পারবেন । সাইন আপ করে নিলে ভালো । যারা মিটিং হোস্ট করে তারা সাধারণত লিংক বা পাসওয়ার্ড ,মিটিং আইডি শেয়ার করে ,সেগুলো দিয়েই প্রবেশ করতে পারবেন ।
আপনার শুধু মাত্র পাস ও মিটিং আইডি হলেই হবে । জুমে গিয়ে জয়েন মিটিং অপশনে গিয়ে শুধু এগুলো দিবেন । হয়ে যাবে । কারও কারও সাউন্ডে সমস্যা হতে পারে । সে ক্ষেত্রে ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করলে ভালো।


জয়েন মিটিংয়ে ক্লিক করলে এমন অপশন আসবে।


যারা নিজের ফেস দেখাতে চান না ,তারা ইচ্ছা করলেই তা সহজে বন্ধ করতে পারবেন । এ্ই এপ্সটি মূলত মিটিং বা আড্ডাবাজীর জন্যই তবে একটু কৌশলী হলে এটা দিয়ে ভিডিও বানাতে পারবেন ;) ,টুকটাক স্কিন রেকর্ড আরকি । ক্লাসও করতে পারবেন । করাতে পারবেন । লিখতে ,আকঁতে পারবেন ।

আড্ডা সফল হোক ব্লগারদের মাঝে সম্পর্ক আরও আন্তরিক হোক সেই কামনা করি । :)

২৪| ২১ শে জুন, ২০২০ রাত ১:০২

রাকু হাসান বলেছেন:


অগ্নিসারথী ভাই .. --জুম অফিশিয়ালী ৪০ মিনিটের কথা বললেও ,আরও বেশি করা যায় । ৩০ মিনিটের দিকে একটা ম্যাসেজ আসে আপনার সময় শেষ ,। তারপরও অফিশিয়ালী ১০ মিনিট রাখা যায় কিন্তু আমি ব্যবহার করে দেখছি , আমি ১ ঘণ্টার উপরেও ফ্রিতে থাকতে পারছি। সেটা কেন বা কিভাবে জানি না । অন্যদের ক্ষেত্রেও তাই হবার কথা । যাক ... ধরুন ৪০ মিনিটই থাকতে পারলেন । আসলে তা একটানা ৪০ মিনিট । আবারও মিটিং কল করে আরও ৪০ মিনিট থাকা যায়। এভাবে ইচ্ছা করলে সারাদিনই সম্ভব । তবে একটানা ৪০ মিনিট (অফিশিয়ালী) । তবে আমি যে টানা ১,দেড় ঘণ্টা কিভাবে থাকলাম জানি না । হয়তো ওরা সুযোগ দিয়েছে। অন্যদেরও দেওয়া্র কথা। ৪০ মিনিট পর ,আবারও জয়েন দিতে পারেন । এমন করে করলে ,আমার মনে হয় কোন সমস্যা থাকছে না । আর জুমের মত মজা অন্য কোথাও পাওয়া যাবে কিনা জানি না । সাউন্ড ,ভিডিও কোয়ালিটি ভাল হয়। ব্যক্তিগতভাবে আমি জুমকেই সাজেস্ট করবো।

২১ শে জুন, ২০২০ রাত ৯:০৬

অগ্নি সারথি বলেছেন: আপনার সহায়তা প্রয়োজন হতে পারে ভাই! সম্ভব হলে ফেসবুকে আমাকে এড করে নিতে পারেন- Asad Rahman

২৫| ২১ শে জুন, ২০২০ রাত ২:৩৩

মাআইপা বলেছেন: খুব ভাল উদ্যোগ নিয়েছেন।
অসহায়-দুস্থ্ মানুষের পাশে যেসব ব্লগার দাঁড়িয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রইল।
আড্ডাতে কোন কর্মসূচী থাকবে কি ?

২১ শে জুন, ২০২০ রাত ৯:০৯

অগ্নি সারথি বলেছেন: করোনা ইমার্জেন্সিতে, অসহায়-দুস্থ মানুষের পাশে ব্লগারগনের পক্ষ হতে একটা হিউমেনিটিরিয়ান সাপোর্ট দেয়া যায় কিনা সেটা একটা এজেন্ডা হতে পারে। দেখা যাক, অন্যরা কি বলেন।

২৬| ২১ শে জুন, ২০২০ সকাল ১১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: মনে রাখলাম :)

২১ শে জুন, ২০২০ রাত ৯:১০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ আপা! আপনার উপস্থিতি একান্ত কাম্য।

২৭| ২১ শে জুন, ২০২০ দুপুর ১:০৪

মিরোরডডল বলেছেন: এই ইভেন্টের পর নিশ্চয়ই মজার মজার পোষ্ট আসবে এটা নিয়ে ।
আড্ডার রেকর্ডেড স্ক্রিপ্ট নিয়েও একটা দারুণ পোষ্ট হতে পারে :)

২১ শে জুন, ২০২০ রাত ৯:১০

অগ্নি সারথি বলেছেন: ভালো বলেছেন! এই দায়িত্ব আপনি নেন তাহলে।

২৮| ২১ শে জুন, ২০২০ দুপুর ২:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি যে প্রোগ্রামটা করেছি সেটা স্ট্রিম ইয়ার্ড দিয়ে করা। এক সাথে ৬ জন যুক্ত হওয়া যায়।

২১ শে জুন, ২০২০ রাত ৯:১২

অগ্নি সারথি বলেছেন: আমার যা মনে হচ্ছে এখন পর্যন্ত ভাই, প্রায় ৫০-৬০ জন ব্লগার আমরা কানেক্ট হবো। এটার কি উপায় হতে পারে জানাবেন।

২৯| ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মেসেঞ্জার রুম এ একসাথে ৫০ জন আড্ডা দেয়া যায় দেখলাম ফিচারে :)

টেকিরা মিলে যে সিদ্ধান্ত নেন -ওয়েলকাম :)


২১ শে জুন, ২০২০ রাত ৯:১৩

অগ্নি সারথি বলেছেন: টেকিদের পরামর্শ খুব জরুরী!

৩০| ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৭

গাওসেল এ. রাসেল বলেছেন: ধন্যবাদ। সময়োপযোগী উদ্যোগ। আমরা সবাই অতি আনন্দের সাথে অংশগ্রহণ করবো। আমি শ্রোতা হবো

আড্ডা নিয়ে দুটি কথা বলতে চাই।

এক। আড্ডা যেনো সিরিয়াস রুপ না নেয়। মানে বলতে চাচ্ছি, ব্লগের নোংরা ক্যাচাল, অভাব, অভিযোগ যেনো আড্ডায় প্রভাব না রাখে। জানি এতে অনেকে একমত হবে না। কিন্তু আমার ক্যচাল ভাল্লাগে না। আড্ডা মানে শুধুই আড্ডা। রাতে অংশগ্রহণ শেষে আমরা সবাই আবার আগ্রহ নিয়ে জানতে চাইবো, পরবর্তী আড্ডা কবে?

দুই। দশ থেকে পনের জনের বেশি হলেই জুমে আড্ডায় মজা নেই। এবং সকলে সকলকে না চিনলে আরোও সমস্যা এক্ষেত্রে। তবে হ্যা, জুমের চেয়ে ভালো কোন বিকল্প আমার জানা নেই।

২১ শে জুন, ২০২০ রাত ৯:১৫

অগ্নি সারথি বলেছেন: আড্ডা শুধুই আড্ডা হবে ভাই! আড্ডার শর্তাবলী এবং নিয়মাবলী তৈরি করে ফেলেন ভাই!

৩১| ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় অগ্নি সারথি ভাই,

26 তারিখে বিকাল 5 টা বাংলাদেশ টাইম ও বিকাল 4:30 ভারতীয় টাইমে আড্ডাবাজিতে অংশ নিতে আমি রীতিমতো শিহরিত। অপেক্ষায় রইলাম আসন্ন আড্ডায় অংশগ্রহণ করতে। গতবার জাদিদ ভাইয়ের লাইভ আড্ডায় যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় হতাশ হয়েছিলাম। মুখিয়ে আছি আপনার আড্ডাতে অংশ নেওয়ার।

আড্ডাবাজির সার্বিক সাফল্য কামনা করি।

২১ শে জুন, ২০২০ রাত ৯:১৬

অগ্নি সারথি বলেছেন: জ্বি দাদা! গত লাইভে আমরা আপনাকে মিস করেছি তবে আপনার ছেলেকে দেখেছি। ভালোবাসা আপনাদের জন্য।

৩২| ২১ শে জুন, ২০২০ রাত ৮:৩৮

নিমচাঁদ বলেছেন: উপরে সবার কমেন্ট পড়লাম । তেমন কাউরেই চিনিনা। আমারেও কেউ চিনার কথা না । এই লক ডাউনের সময়েতো আরো মুশকিল। যাই হোক থাকার চেষ্টা করা হবে । কিন্ত ক্যাচালবাজ আইডি, ফেইক আইডি না থাকলে তো এইসব আড্ডা জমবে না । সবচেয়ে বেশী দরকার ছাইয়া আইডি । আহা! জীবনে কতো ছাইয়াকে যে মনে মনে কামনা করেছি বান্ধুবী হিসেবে সেকথা জানে শুধু আকাশের তারা আর কীবোর্ডের প্লাষ্টিকগুলা ।
ঠিকা আছে তবে তবে হোক , এই প্লাষ্টিক জীবনে কিছু টক ঝাল মিষ্টি যোগ হোক

২১ শে জুন, ২০২০ রাত ৯:২০

অগ্নি সারথি বলেছেন: হুট করে আপনাকে আবিস্কার করা কিংবা আড্ডায় আপনার অংশগ্রহন হবে বাড়তি পাওনা ভাই। চেনা চেনি আড্ডাতেই হবে, আর আমার তো মনে হয় অনেকেই আপনাকে না চিনলেও আপনার নাম জানে। আমাদের এখানের প্রস্তাবিত সময়ে আপনার ওখানে বেশ সকাল, এরপরও আপনি সম্মতি জানিয়েছেন এটা অনেক পাওয়া ভাই। ধন্যবাদ জানবেন।

৩৩| ২১ শে জুন, ২০২০ রাত ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটা উদ্যোগ। + +
ভার্চুয়াল আড্ডার সাফল্য কামনা করে নিয়ম কানুনগুলো জানার অপেক্ষায় থাকলাম।

২২ শে জুন, ২০২০ সকাল ১০:৪১

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই! আপনার অংশগ্রহনটা গুরুত্বপূর্ন, এটা নিয়েই গতদিন কথা বলছিলাম জাদিদ ভাইয়ের সাথে। ব্লগ আপডেট করছি ভাই।

৩৪| ২১ শে জুন, ২০২০ রাত ১০:৪৭

শাহিদা খানম তানিয়া বলেছেন: আমিও আড্ডা ভাল পাই। দারুন একটা উদ্যোগ। এর নাম অগ্নি সারথি। ধন্যবাদ ভাই ☺️ সিস্টেম জানতে চাই। আড্ডাতে অংশ নিতে চাই। ❤️

২২ শে জুন, ২০২০ সকাল ১০:৪২

অগ্নি সারথি বলেছেন: সিস্টেম ফাইনাল হচ্ছে আপা! ব্লগ আপডেট করছি একটু পরে।

৩৫| ২২ শে জুন, ২০২০ রাত ১:০২

শের শায়রী বলেছেন: ভাই নিয়মটা জানতে চাই কিভাবে এ্যাড হতে পারা যাবে, সময় সুযোগ আর আপনাদের অনুমতি মিললে বসে যাব, তবে কিন্তু মাঝে মাঝে সিগারেট খাব। সাফল্য কামনায়।

২২ শে জুন, ২০২০ সকাল ১১:০৫

অগ্নি সারথি বলেছেন: ব্লগ আপডেট করা হয়েছে ভ্রাতা! একটু দেখে নেবেন প্লিজ!

৩৬| ২২ শে জুন, ২০২০ রাত ১:০৭

ডার্ক ম্যান বলেছেন: দেখা যাক। সিস্টেম বুঝতে পারছি না

২২ শে জুন, ২০২০ সকাল ১১:০৫

অগ্নি সারথি বলেছেন: একটু আপডেট দেখেন ভ্রাতা!

৩৭| ২২ শে জুন, ২০২০ সকাল ১১:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


গুড নিউজ - জানা আপা আসবেন। ব্যাড নিউজ - স্ট্রিমইয়ারডের ৬জন।

উপস্থিত হবেন এমন কথা দিয়েছেন ৪৬জন কিন্তু স্ট্রিমইয়ারডের মাধ্যমে দেখাবেন মাত্র ৬জনকে। স্ট্রিমইয়ার্ড ব্যাপারটা গ্রুপ আড্ডা অথবা ওয়েবিনারের সাথে মানানসই নয় - ওটা দু'একজন মিলে সাক্ষাৎকার অথবা টকশো করার জন্য বেশ।

৬জনকে অংশ নিতে দেবেন এটি অনেককে আবার নিরুৎসাহিত না করে ফেলে।

যাহোক, মাত্র 'আপডেট ক' দিলেন - চন্দ্রবিন্দু পর্যন্ত আরও কত বর্ণমালা আছে ;)
শুভেচ্ছা থাকলো।

২২ শে জুন, ২০২০ সকাল ১১:৪৫

অগ্নি সারথি বলেছেন: ভাই! জানা আপাকে আসছেন এখনো কনফার্ম না! আমরা চেষ্ঠা করছি
স্ট্রিমইয়ার্ড নিয়ে আপনি যা বলেছেন তা সত্য, জুম নিয়ে আপনার পরামর্শ এখন পর্যন্ত গুরুত্বের সাথে টিকে আছে। আপডেট এ যা দেয়া হয়েছে সেটা নিয়ে মত-দ্বিমত এবং সীমাবসদ্ধতা গুলো আসুক।

আপনার পরামর্শের জন্য ধন্যবাদ ভাই!

৩৮| ২২ শে জুন, ২০২০ বিকাল ৫:২৩

শান্তির দেবদূত বলেছেন: খুবই চমৎকার উদ্যোগ। অবশ্যই আগ্রহী; বরং বলতে গেলে মুখিয়ে আছি ভার্চ্যুয়াল আড্ডার জন্যে।
জুম, স্টিমইয়ার্ড যেটাই হোক, জানিয়ে দিয়েন। আমিই মনে হয়ে একমাত্র ব্লগার যে লিবিয়া থেকে যুক্ত হবে :)
অপেক্ষার থাকলাম।

২২ শে জুন, ২০২০ রাত ৯:৩০

অগ্নি সারথি বলেছেন: শুনে খুশি হলাম ভাই! আমরাও সকলের সাথে সকলে আড্ডা দেবার জন্য মুখিয়ে আছি। ব্লগার সম্প্রিতী অটুট থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.