নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

প্রসংগঃ ব্লগারগনের ভার্চুয়াল আড্ডা! আপডেট পোস্ট- ২

২২ শে জুন, ২০২০ রাত ১০:৪৭

প্রিয় সহব্লগারবৃন্দ,
যেমনটা কিনা আপনারা জানেন, আমরা সামহোয়্যারইন ব্লগের ব্লগারগন আগামী জুন ২৬, ২০২০ তারিখে একটা ভার্চুয়াল আড্ডায় যেতে চাইছি এবং আড্ডাটিকে সাফল্যমণ্ডিত করতে আড্ডা টিম নিরন্তর কাজ করে যাচ্ছে। আমি অতীব আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে এখন পর্যন্ত আড্ডায় অংশগ্রহন করতে সম্মতি প্রকাশ করেছেন প্রায় শতাধিক ব্লগার, নিঃসন্দেহে বাংলা ভাষার ব্লগিং প্ল্যাটফরমের জন্য এটি বেশ ইতিবাচক।

দফায় দফায় মিটিং-মিছিল এবং ব্লগারগনের নিকট হতে পরামর্শ গ্রহন করে আড্ডা টিম কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছেঃ

১। আড্ডার তারিখ হিসেবে জুন ২৬, ২০২০ রোজ শুক্রবার-ই থাকছে, তবে আড্ডার সময়ের ব্যাপারে দুটো শিফট নির্ধারন করা হয়েছেঃ (ক) বিকাল ৪ টা থেকে ৫ টা (খ) রাত ৮ টা থেকে ৯ টা। এই দুই সময়ের মধ্যে আপনার পছন্দসই সময় আমরা জানতে চাচ্ছি যার উপর ভিত্তি করে আড্ডা টিম সিদ্ধান্ত গ্রহন করবে।

২। এবারের আড্ডায় পূর্ব নির্ধারিত কোন এজেন্ডা থাকছে না, আমরা জাস্ট আড্ডা দেবো।

৩। আড্ডার সঞ্চালক হিসেবে আড্ডা পরিচালনায় সামহোয়্যার ইন ব্লগের মডারেটর কাল্পনিক_ভালোবাসা সম্মত হয়েছেন এবং একই সাথে অনেক অভিজ্ঞ এবং প্রবীন (ব্লগ বয়স হিসেবে) ব্লগারও আমাদের সাথে যুক্ত হবেন। একই সাথে আমরা একটা ইনভাইটেশন জানা আপাকেও পাঠিয়ে দিয়েছি, আশা করছি স্বল্প সময়ের জন্য হলেও তিনি আমাদের সাথে কানেক্ট হবেন।

৪। আড্ডায় কানেক্ট হবার জন্য প্রস্তাবিত প্ল্যাটফরম ছিল প্রথমে জুম এবং পরে স্ট্রিমইয়ার্ড! কোনটিকেই আমরা ফেলে দিচ্ছি না বরং প্রায়োরিটি করছি যেন কোন টেকনিক্যাল সমস্যার কারনে আমাদের আড্ডায় কোন বিঘ্ন না ঘটে। আমরা প্রায়োরিটি করছিঃ

ক) Google meet
খ) Zoom
গ) Streamyard

অর্থ্যাত আড্ডা টিম প্রথমে Google meet এ সকলকে কানেক্ট করবার চেষ্ঠা করবে, যদি কারিগরী ত্রুটির কারনে ব্যার্থ হয় তবে Zoom এ চেষ্ঠা করবে, এরপরেও ব্যার্থ হলে Streamyard এ কানেক্ট হবো আমরা।

-Google meet এ ব্লগারগনকে কানেক্ট হতে কিছুই করতে হবেনা, শুধু টিম হতে সরবরাহ করা লিংক এ ক্লিক করলেই হবে। আর যদি আমাদেরকে Zoom এ কোন কারনে যেতে হয় তবে সেক্ষেত্রে ব্লগার রাকু হাসান বর্নিত Zoom কানেক্ট পদ্ধতি হুবহু তুলে দেয়া হলঃ

মোবাইল কিংবা ল্যাপটপের জন্য প্রথমে আপনাকে Zoom এপস ইন্সটল করে নিতে হবে, এটি একটি ফ্রি এপ্স। এপ্সটি ইনস্টল করার পর ,আপনার সাইন আপ না করেও মিটিং করতে পারবেন । সাইন আপ করে নিলে ভালো। যারা মিটিং হোস্ট করে তারা সাধারণত লিংক বা পাসওয়ার্ড ,মিটিং আইডি শেয়ার করে ,সেগুলো দিয়েই প্রবেশ করতে পারবেন ।
আপনার শুধু মাত্র পাস ও মিটিং আইডি হলেই হবে । জুমে গিয়ে জয়েন মিটিং অপশনে গিয়ে শুধু এগুলো দিবেন । হয়ে যাবে । কারও কারও সাউন্ডে সমস্যা হতে পারে । সে ক্ষেত্রে ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করলে ভালো।


জয়েন মিটিংয়ে ক্লিক করলে এমন অপশন আসবে।


যারা নিজের ফেস দেখাতে চান না ,তারা ইচ্ছা করলেই তা সহজে বন্ধ করতে পারবেন ।
(যদি কেউ না বুঝতে পারেন তাহলে নক করতে পারেন)

-Streamyard এ কানেক্ট হতে হলে আড্ডা টিম কর্তৃক সরবরাহকৃত লিংক এ ক্লিক করলেই হবে। এক্ষেত্রে আড্ডা টিম ছয়জন-ছয়জন করে সকল ব্লগারকেই ১৫ মিনিটের জন্য লাইভে নিয়ে আসবেন এবং সেই সময় বাকীরা শুধু কানেক্টেড থাকবেন। কানেক্টেড থেকে তারা বিভিন্ন প্রশ্ন করতে পারবেন, যিনি প্রশ্ন করবেন তাকেও প্রশ্ন করবার সময় লাইভে নিয়ে আসা হবে।

৫। আড্ডায় কানেক্ট হবার পর আমাদের সকলকেই কিছু শিষ্ঠাচার মেনে চলতে হবেঃ

ক) এপসের মাইক বন্ধ রাখা! এটি নিজে থেকেই বন্ধ রাখতে হবে সব সময়, শুধুমাত্র যখন ফ্লোর পাওয়া যাবে কিংবা সিরিয়াল আসবে তখন মাইক অন করে কথা বলতে হবে, কথা শেষ হলে মাইক বন্ধ করে নিতে হবে।
খ) সকলে মিলে এক সাথে কথা না বলা, কথা বলতে হলে অবশ্যই হাত তুলে মডারেটরের জন্য অপেক্ষা করা।
গ) নির্দিষ্ট কোন ব্লগারকে কোন প্রশ্ন করতে হলে অবশ্যই মডারেটরের মাধ্যম হয়ে প্রশ্ন করতে হবে। সরাসরি কাউকে প্রশ্ন করা যাবেনা। প্রশ্নের উত্তর দেবার জন্য কোন ব্লগার বাধ্য নহেন।
ঘ) একজন ব্লগার অন্য আরেকজন ব্লগারের প্রতি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে, বিব্রত বোধ করে এমন কোন ধরনের বাক্য কিংবা কটুবাক্য প্রয়োগ করা যাবেনা।
ঙ) রাষ্ট্র বিরোধী কোন বক্তব্য যা কিনা রাষ্ট্রীয় আইনের পরিপন্থী এবং কি কোন ধরনের রাজনৈতিক আলোচনা-সমালোচনা সম্পূর্নরূপে নিষিদ্ধ আড্ডায়।
চ) ব্লগারগন একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন!

(প্রয়োজনে শিষ্ঠাচারবিধি আপডেট করা হবে)

আড্ডা সংক্রান্ত পূর্ববর্তী পোস্টের লিংক!

ব্লগার আড্ডায় আপনার অংশগ্রহন একান্ত কাম্য। আড্ডা সংক্রান্ত আপনার যে কোন মন্তব্য, পরামর্শ আমাদের জানান!


ধন্যবাদান্তে,
ব্লগার অগ্নি সারথি
জুন ২২, ২০২০

মন্তব্য ৩৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২০ রাত ১১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: ঠিক আছে। একঝলক দেখে নিয়েছি।
আড্ডাবাজির সার্বিক সাফল্য কামনা করছি।

২২ শে জুন, ২০২০ রাত ১১:০৬

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ দাদা!

২| ২২ শে জুন, ২০২০ রাত ১১:০৫

মৌরি হক দোলা বলেছেন: আড্ডার সময় রাত ৮টা থেকে ৫টা(???)

সারারাত চলবে? ;)

২২ শে জুন, ২০২০ রাত ১১:০৮

অগ্নি সারথি বলেছেন: আমি তো্ সারারাত আড্ডাইতে চাই!
অনাকাংখিত ভুলের জন্য দুঃখিত, ঠিক করে দিয়েছি।

৩| ২২ শে জুন, ২০২০ রাত ১১:১৭

ডার্ক ম্যান বলেছেন: আপনাদের জন্য শুভকামনা । অনেক আশা ছিল আপনাদের সাথে আড্ডা দিব । কিন্তু হটাত করে অসুস্থতা শুরু হয়েছে । করোনার আশংকা করছি । ভাল থাকবেন । আড্ডায় সবাইকে গডফাদারের আশীর্বাদ পৌঁছে দিবেন।

২২ শে জুন, ২০২০ রাত ১১:২২

অগ্নি সারথি বলেছেন: ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন তাড়াতাড়ি ভাই। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনার আশীর্বাদ পৌছে দেবো ব্লগারগনকে।

৪| ২২ শে জুন, ২০২০ রাত ১১:২২

আতা স্বপন বলেছেন: ডিজিটাল আ্ড্ডা !! ইচ্ছে আছে। আল্লাহ কবুল করুন। রাত ৮টা থেকে ৯টা। জুমে মিটিং আইডি আর পাসওয়ার্ড কিভাবে পাব? জানাবেন।

২২ শে জুন, ২০২০ রাত ১১:২৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই! মিটিং আইডি আর পাসওয়ার্ড শেয়ার করা হবে খুব দ্রুত। পোস্টে আপডেট থাকবেন প্লিজ!

৫| ২২ শে জুন, ২০২০ রাত ১১:৩৪

আতা স্বপন বলেছেন: ধন্যবাদ

২৩ শে জুন, ২০২০ রাত ১২:০৭

অগ্নি সারথি বলেছেন: :)

৬| ২২ শে জুন, ২০২০ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: গ্রেট। _

২৩ শে জুন, ২০২০ রাত ১২:০৭

অগ্নি সারথি বলেছেন: :)

৭| ২৩ শে জুন, ২০২০ রাত ১২:০৫

নেওয়াজ আলি বলেছেন: চলুক।

২৩ শে জুন, ২০২০ রাত ১২:০৭

অগ্নি সারথি বলেছেন: আপনি সাথে আছেন ভাই!

৮| ২৩ শে জুন, ২০২০ রাত ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টেকনিতক্যাল ব্যাপারগুলো আমার বুঝতে
সময় লাগবে। দেখি না কি হয়। আছিতো

২৩ শে জুন, ২০২০ রাত ১২:৫৭

অগ্নি সারথি বলেছেন: নুরু ভাই! দরকার হলে আমাদের টেকনিক্যাল টিম আপনাকে সাহাজ্য করবে, আপনার সম্মতি থাকলেই হবে।

৯| ২৩ শে জুন, ২০২০ রাত ১:০৯

উম্মে সায়মা বলেছেন: বাহ ভালো উদ্যোগ৷ ৪-৫ টায় হলে থাকার চেষ্টা করব। আশা করি সুন্দর একটা আড্ডা হবে৷

২৩ শে জুন, ২০২০ রাত ১:২২

অগ্নি সারথি বলেছেন: আমরা চেষ্ঠা করছি, সকলকে কানেক্ট করবার। তাদের সুবিধা জনক সময়ে। ধন্যবাদ আপা।

১০| ২৩ শে জুন, ২০২০ রাত ১:১৫

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ভালো উদ্যোগ।

২৩ শে জুন, ২০২০ রাত ১:২২

অগ্নি সারথি বলেছেন: আশা করছি, আমরা সকলেই কানেক্ট হবো!

১১| ২৩ শে জুন, ২০২০ রাত ৩:৩৮

সত্যপীরবাবা বলেছেন: আমি দুই শিফটেই থাকব ;)
না, বললেও শুনব না X((

২৩ শে জুন, ২০২০ সকাল ৯:০৭

অগ্নি সারথি বলেছেন: তথাস্থ! আপনার জন্য দুই শিফট ই ওপেন।

১২| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৯

বিমূর্ত _নীল বলেছেন: শুভ কামনা রইল । আশা করছি প্রায় সবাই কানেক্ট হবেন ।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:৪১

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ!

১৩| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আড্ডার আয়োজন চলছে ধুম মাচালে :)

ফিলিং ফেস্টিভস B-)

২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:৪২

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভৃগু!

১৪| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:২০

ইসিয়াক বলেছেন:






চমৎকার উদ্যোগ।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

১৫| ২৪ শে জুন, ২০২০ রাত ১২:৩৩

শের শায়রী বলেছেন: আপডেটেড ভ্রাতা।

২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৫১

অগ্নি সারথি বলেছেন: জ্বি ভাই! আপডেট করা হয়েছে।

১৬| ২৪ শে জুন, ২০২০ ভোর ৪:০৮

সোহানী বলেছেন: ওকে, চেস্টা করবো জয়েন করতে।

২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৫২

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ আপা!

১৭| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৫৪

অপু তানভীর বলেছেন: আডডায় খানাপিনার ব্যবস্থা কি ? :D

ফুডপান্ডার মাধ্যমে খানাপিনা সরবারহ করা হৌউক !

২৪ শে জুন, ২০২০ রাত ৯:১২

অগ্নি সারথি বলেছেন: ঠিকাচে ভ্রাতা! বিল কিন্তু হিজ হিজ হুজ হুজ।

১৮| ২৪ শে জুন, ২০২০ রাত ৯:১৩

অগ্নি সারথি বলেছেন: এই পোস্টেও কমেন্ট মুছে দেয়া লাগে!! দেখি নাই কমেন্ট, উনার চুলকানী উঠসিলো ক্যান জানাবেন বিজ্ঞ মডারেশন।

১৯| ২৪ শে জুন, ২০২০ রাত ৯:২৪

অপু তানভীর বলেছেন: অগ্নিসারথি, মন্তবব্য মুছে দেওয়ার কারন হচ্ছে এই মহাশয় পোস্টে পোস্টে গিয়ে বিজ্ঞাপন দিচ্ছিলো । আমার পোস্টেও গিয়ে দিয়ে এসেছিলো । এই জন্য মডারেটর মুছে দিয়েছে মন্তব্য !

২০| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অ ভাই

দাওয়াত লিংক কই?
গুগল মিট ইনষ্টল করেছি।

আপনারা কি আড্ডাঘরের লিংক শেয়ার করবেন? যাতে ক্লিক করে আমরা জয়েন করোবে?
না আমাদের জয়েন রিকু পাঠাতে হবে, আপনারা এপ্রুভ করবেন?

খ তে যোগদানের অপেক্ষায় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.