![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আজব ব্যাপার। একসময় আমি পৃথিবীতে ছিলাম না; কিন্তু তখনো পৃথিবী ছিলো। এখন আমি আছি, এখনো পৃথিবী আছে। আবার কিছুদিন পর আমি আবার থাকবো না। তখনো পৃথিবী থাকবে।
মানে টা কি?
মানে আমি মুসাফির। বেড়াতে এসেছি। খবরদারি করতে আসিনি। মেহমান আসলে আমরা যেভাবে তাকে আপ্যায়ন করি, সেবা যত্ন করি, পৃথিবীতেও সবাইকে সেভাবে মেহমানদারি করা হচ্ছে । শুধু মেহমান হিসেবে আমরা কখনো ধরে কারো কাণ্ড ভেঙে দিই, কখনো পা ভেঙ্গে দিই, বে আক্কেলের মতো আরও অনেক কিছু করি।
শুধু শুধু আরেকজনের ক্ষতি করার দরকারটা কি?
কারও ক্ষতি করে কি নিজে শান্তিতে থাকা যায়? অন্তত ল অফ ন্যাচারাল রিটার্ন সেটা বলে না।
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯
কি-বোর্ড বলেছেন: আপনিও ভালো থাকুন। শুভকামনা আপনার জন্যে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৮
বটের ফল বলেছেন: অনেক ভালো কথা বলেছেন ভাই। ভালো থাকবেন। +++++++++++