![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ডিজিটাল ক্যামেরা কিনব ভাবছি। বাজেট সর্বোচ্চ ১৫ হাজার। একজন পরামর্শ দিলেন ক্যাননের ১৬ মেগাপিক্সেল ক্যামেরা কিনতে। কিন্তু দামদর ছাড়াও আরও কিছু প্রয়োজনীয় তথ্য জানার আছে যেটা আমার জানা নেই।
ক্যামেরা কিনতে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়। আর কোনটা কি কাজ করে। যেমন মেগাপিক্সেল, ৩০ এমএম, অপটিক্যাল জুম ইত্যাদি।
যারা ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করেন তাদের কাছে পরামর্শ চাইছি।
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১২
কালীদাস বলেছেন: মেগাপিক্সেল যাস্ট ছবির ডাইমেনশনের জন্য, অর্থাৎ কতটা বড় প্রিন্ট আপনি চান তার জন্য। কোয়ালিটি ডিপেন্ড করে লেন্সের কোয়ালিটি, সেন্সর, অপটিকাল জুম এগুলোর উপর। নর্মাল যেকোন ছবির জন্য ১০/১২ মেপি যথেষ্ট, বাকি ক্রাইটেরিয়াগুলোতে জোর দিন। কার্ল জিউসের লেন্স ইউজ করা ক্যামেরা কম, পেলে সেটা প্রেফার করবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭
সাইফুল আজীম বলেছেন: অপটিকাল জুম বেশী হলে সুবিধা। আর লেন্স যদি কার্ল জিসের হয় তাহলে ভালো তবে তাতে আপনার বাজেট কিছুটা বাড়তেও পারে।
আমি নাইকন এস৩৩০০ ব্যবহার করি। দৈনন্দিন ব্যবহারের জন্য মন্দ নয়।