![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৬ই ডিসেম্বর উপলক্ষে এয়ারটেলে একটা ধামাকা অফার দিছে। ফিরি খাইতে গেছি, হেইকতা কমু না। তয় ইন্টারনেট প্যাক কেনার জন্য ৪১০ টাকা ঢুকাইছিলাম। ১জিবি থ্রিজি নিতে ৪০২ টাকা লাগবো। লগে এক জিবি ফ্রি। থ্রিজি একটিভেট করতে গিয়া ভুলে *১২১*২১১১০# তে ক্লিক কইরা দেখি অ্যাকাউন্ট থেকে ৩৪ টাকা ৫০ পয়সা গায়েব।
আসলে ওইডা ফ্রি আছিল। সব কটা জানালা খুলে দাও না--- বিজয় দিবস উপলক্ষে গানটি ফ্রি টিউন করতে *১২১*২১১১০# প্রেস করুন। ভুলে ওই নম্বর ক্লিক কইরা দেখি এই অবস্থা। অ্যাকাউন্ট থেকে ফিরি টিউনসের জন্য ৫০ পয়সা কম ৩৫ টাকা কাইডা ফালাইছে।
এইডারে কয় ফ্রি। সোনার দেশের সোনার ছেলেদের মাথায় যে সোনালী রংয়ের গোবব আছে এইডা আমি কখনোই বলব না। বিশেষ করে যারা এইরকম ফ্রি চালূ করেন। কারন কাস্টমার কেয়ারে ফোন করছি। তারা দু:খ প্রকাশ করিয়াছেন। ভূলটাও স্বীকার করিয়াছেন। কিন্তু আমার টেকা ফেরত দেন নাই। এই রকম ভুয়া সেবা গ্রহণ করায় আমি লজ্জিত।
এই রকম ফ্রি সেবায় ভুলে আমার প্রবেশের জন্য নিজেকে একজন সুস্থ বেকুব মনে কইরতাছি। তয় আনন্দের সাথে জানাচ্ছি আমার চেয়ে বড় বেকুব ওই ফ্রি অফার দিছে।
সতর্কতা: কেউ এই ফ্রি অফার খাইতে যাইবেন না। কারণ ফিরি টিউনসের জন্য আপনার একাউন্ট থেকেও ৫০ পয়সা কম ৩৫ টাকা কাইটবে।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
কস্কি বলেছেন: জ্ঞানীজন কহে “লোভে পাপ "
পাপের শাস্তিই পেয়েছো বাছা!!
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
কি-বোর্ড বলেছেন: ভুল করলেও কি পাপ বাছা!
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
সেয়ানা বলেছেন: ফাউল একটা মোবাইল অপারেটর। টেকনিকাল প্রব্লেমের অজুহাত দেখাইয়া আমারে প্রায় ফকির কইরা দিতেছিল। টাকা রিচাজ্ করার ঘন্টা খানেকের মধ্যেই ব্যালেন্স জিরো হইয়া যাইত !! অটো আপডেটের ভয়ে শখের লুমিয়া ছাইড়া সাধারন সেটে সিম ভরলাম। কিসের কি! যে লাউ সেই কদু। আর মিরপুর ১ এর কাস্টমার কেয়ারে কয়েকটা আকাইম্মা মাইয়া বসাই রাখছে।যে কোন সমস্যার সমাধানের জন্য গেলে টেপ রেকর্ডার বাজে " সরি! আমরা কিছু করতে পারব না। টেকনিকাল প্রব্লেম।"
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
কি-বোর্ড বলেছেন: টেপ রেকর্ডার বাজানো ধরলে ইচ্ছা করে কানে আর গালে একটা লাগাইয়া দিই। সে কথা আমি মনে মনেই রাখি। প্রকাশ করি না। তয় এরকম ধান্দা তারা কেন করে নাকি আমরা বেকুব তাদের অফারের মর্মার্থ বুঝি না কোনটা।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০
সুমন কর বলেছেন: লোভ করতে নাই।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
কি-বোর্ড বলেছেন: লোভ করলে লাভ নেই।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
জনাব মাহাবুব বলেছেন: আমিও এর আগে কয়েকবার ধরা খাইছি
এখন এদের কোন অফারই গ্রহণ করি না। শুধু মোবাইলে টাকা রিচার্জ করি আর কথা বলি।