![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি জানেন কি?
১৪ই জানুয়ারি এ বছরের প্রথম পূর্ণিমা। বছরের প্রথম পূর্ণিমা রাতের পূর্ণ চাঁদ দেখতে ভুলবেন না যেন। প্রতিমাসে একবারই পূর্ণিমা রাত আসে।
ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহ[img|http://cms.somewhereinblog.net/ciu/image/166770/small/?token_id=50188b590f40c5aadaa781bf3ec935bb
প্রতিমাসে পূর্ণিমা রাতের আগমনী বার্তা পেতে এখানে ক্লিক করুন।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪
কি-বোর্ড বলেছেন: ভাই আগে থেকে যেন প্রস্তুতি নেওয়া যায় সেজন্য এই ব্যবস্থা। প্রতিমাসে নিয়মিত আপডেট পেতে https://www.facebook.com/astrohomebd?ref=hl ক্লিক করুন। আশাকরি নিয়মিত আপডেট দিতে পারবো। ধন্যবাদ আপনাকে।
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩
কস্কি বলেছেন: সমুদ্রের মাঝখানে জাহাজে থেকে পূর্ণিমা দেখা বুঝি কপালে নাই!!!!
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
কি-বোর্ড বলেছেন: ভাই কাঁদবেন না। কপালে থাকার কি দরকার। কপাল তো চোখের ওপর। কপালের নিচে থাকলে ভালো হয়। দুচোখ জুড়ে দেখতে পারবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮
বটবৃক্ষ~ বলেছেন:
ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেবার জন্যে!!
আমার মত যাদের ঘরের জানালা দিয়ে আকাশ দেখা যায়না, ছাদে উঠে আয়োজন করে পূর্নিমা দেখতে হয় তাদের জন্যে উপকারি পোস্ট!!