নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়েলিটি

কি-বোর্ড

এ পৃথিবী বিবেকবান মানুষের শ্রেষ্ঠ পাঠশালা

কি-বোর্ড › বিস্তারিত পোস্টঃ

জন্মদিন ও আপনি (পর্ব-৩)

৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

জন্মদিন ও আপনি

সংখ্যা-৩(তিন)



আপনার জন্ম যদি যে কোনো ইংরেজি মাসের ৩,১২,২১,৩০ তারিখে হয় সংখ্যাতত্ববিদ কিরোর মতানুসারে আপনার জন্মসংখ্যা তিন।



তিন সংখ্যা জ্ঞানের প্রতীক। জ্যোতিষ মতে অধিপতি গ্রহ বৃহস্পতি। এরা যা জানে তা ভালোভাবেই জানে। ভাষাভাষা জ্ঞান নিয়ে এরা গর্ব করে না। নেতৃত্বগুণ থাকায় এরা কারও নির্দেশ পছন্দ করেন না। এরা যখন আত্মগর্বে ভুগতে শুরু করেন তখন থেকে শুরু হয় অলসতা। একসময় তাদের মানসিক শক্তি কমতে শুরু করে। কাজে লেগে থাকা এদের সাফল্যে ওঠার অন্যতম সিঁড়ি।



এদের শুভ দিক হচ্ছে, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। কাজের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ব্যক্তিত্ববোধ সম্পন্ন। এরা সাধারণত লেখাপড়ায় ভালো করে। সহজেই অনেক কঠিন বিষয়ও বুঝতে পারে।



তিন সংখ্যার প্রভাবাধীন জাতকের সাধারণত পেটের পীড়া, জন্ডিস ও লিভারের সমস্যা হতে পারে। হজমে সমস্যা থেকে আরোগ্য পেতে পেপে, কাঁচা কলা ও অাঁশজাতীয় শাকসব্জি খাওয়া উচিত।



বি.দ্র: শৃংখলাবোধ আপনার সাফল্যের চুড়ান্ত ভিত।



শুভ রত্ন পোখরাজ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.