নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়েলিটি

কি-বোর্ড

এ পৃথিবী বিবেকবান মানুষের শ্রেষ্ঠ পাঠশালা

কি-বোর্ড › বিস্তারিত পোস্টঃ

কেমন যেতে পারে আপনার বৃহস্পতিবার দিনটি (আজকের রাশিফল)

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৪


আজ ৬ নভেম্বর, বৃহস্পতিবার ২০১৪ খ্রিস্টাব্দ। ২২ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ। ১২ মহররম ১৪৩৬ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি বৃশ্চিক রাশি অতিক্রম করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬।
আপনার ব্যক্তিত্ব ও চরিত্রে শুক্র ও মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও সাহসী। জীবনের লক্ষ্য অর্জনে আপনি দৃঢ় প্রতিজ্ঞ। শৃঙ্খলা ও সময়ানুবর্তীতা আপনাকে সফল জীবনের পথে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবে।
আপনার জন্য শুভ রঙ: সাদা ও লাল।
গুরুত্বপূর্ণ দিন: মঙ্গলবার ও শুক্রবার।
শুভ রত্ন: ডায়মন্ড ও রক্তপ্রবাল।
আজ চন্দ্র বৃষ রাশিতে (স্থির, মৃত্তিকা, স্ত্রী) অবস্থান করছে। রবি বৃশ্চিকে, বুধ তুলায়, শুক্র বৃশ্চিকে, মঙ্গল মকরে, বৃহস্পতি সিংহে, শনি বৃশ্চিকে, ইউরেনাস মেষে, নেপচুন মীনে ও প্লুটো রয়েছে মকরে।
রাশিচক্রে চন্দ্র সবচেয়ে দ্রুত এক রাশি থেকে অন্য রাশি অতিক্রম করে। তাই গোচরকালীন চন্দ্রের ভূমিকা বিশেষভাবে বিবেচনা করা হয়।
চলুন এবার জেনে নেওয়া যাক দ্বাদশ রাশির আজকের পূর্বাভাস:
মেষ রাশি(২১মার্চ-২০এপ্রিল): পাওনাদারের সঙ্গে যোগাযোগ শুভ। পাওনা অর্থের কিছু অংশ আদায় হতে পারে। ফলে আর্থিক দিক ভালো যাবে বলে আশা করা যায়। মেধা বিকাশের সুযোগ পাবেন। ঠাণ্ডামাথায় এগিয়ে যান।
বৃষ রাশি(২১এপ্রিল-২০মে): মেজাজ ফুরফুরে থাকবে। জটিল কাজগুলো কম সময়ের মধ্যেই সম্পন্ন হবে। বৃষ রাশির লোকজন সাধারণত গোছালো হয়ে থাকেন। আপনি যদি অগোছালো প্রকৃতির হন তবে কাজ গোছাতে গিয়ে দিনের অধিকাংশ সময় নষ্ট হয়ে যাবে।
মিথুন রাশি(২১মে-২০জুন): এমন কোনো কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে, যে কাজটি করার জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন। যে কাজ নিজে করতে পারবেন তা অন্যের ওপর চাপিয়ে দেবেন না। আজকের জন্য এ কাজটি মানসিক চাপ বৃদ্ধির কারণ হতে পারে।
কর্কট রাশি(২১জুন-২২জুলাই): নানা দিক থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। অপরিকল্পিত অর্থ ব্যয় আর্থিক সংকটের কারণ হতে পারে। তাই অপচয় পরিহার করুন।
সিংহ রাশি(২৩জুলাই-২২অগাস্ট): যোগ্যতা অনুযায়ী কর্মের জন্য যারা বিভিন্ন জায়গায় চেষ্টা চালাচ্ছেন তাদের জন্য সুখবর মেলতে পারে। তবে শিক্ষাজীবন শেষ করে প্রথম সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন। পুরানোদের পেশাগত দায়িত্ব বাড়বে।
কন্যা রাশি(২৩ অগাস্ট-২২সেপ্টেম্বর): কারও ক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য দীর্ঘদিনের প্রচেষ্টা সফলতার মুখ দেখতে পারে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার ততপরতা বেড়ে যাবে। কান কথায় প্রভাবিত না হয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিলেই লাভবান হবেন।
তুলা রাশি(২৩সেপ্টেম্বর-২২অক্টোবর): জমে থাকা কাজ মানসিক চাপের কারণ হতে পারে। অনাকাঙ্খিত কোনো ঘটনা দিনের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটাতে পারে। দিনের কার্যসূচি একটু এগিয়ে নিলে মানসিক চাপ কমবে।
বৃশ্চিক রাশি(২৩অক্টোবর- ২১নভেম্বর): কারও ক্ষেত্রে একাকী জীবনের অবসান হতে পারে। বিয়ে নিয়ে আলোচনা অনেকদূর এগিয়ে যাবে। এক্ষেত্রে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, বিয়ে কিন্তু সারাজীবনের জন্য।
ধনু রাশি(২২নভেম্বর- ২১ডিসেম্বর): ঋতু পরিবর্তনের ফলে একটু আধটু শরীর খারাপ লাগতে পারে। ধূলা ও ঘাম থেকে যাতে কোনো রোগ ছড়ায় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে চিকিতসকের পরামর্শ নিন।
মকর রাশি(২২ ডিসেম্বর- ১৯জানুয়ারি): দিনটি বেশ আনন্দে কাটবে বলে আশা করা যায়। এজন্য অবশ্য আপনাকে কিছু বিষয়ে ছাড় দেওয়ার প্রয়োজন হতে পারে। অন্যথায় আনন্দ নিরানন্দে পরিণত হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসানো সহজ হবে।
কুম্ভ রাশি(২০জানুয়ারি- ১৮ফেব্রুয়ারি): গৃহস্থালী ব্যাপারে ব্যস্ততা একটু বেড়েই যেতে পারে। গৃহে আসতে পারে কোনো অতিথি। নিত্য ব্যবহার্য কোনো আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনাকাটা হতে পারে। ভূসম্পত্তি বিষয়ক কাজে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন।
মীন রাশি(১৯ ফেব্রুয়ারি- ২০মার্চ): দীর্ঘ ভ্রমণ না হলেও অন্তত স্বল্প দুরত্বে কোথাও থেকে ঘুরে আসা হতে পারে। আত্মীয় কিংবা বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে। পরিবারের ছোট ভাইবোনকে নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা আপনাকে আচ্ছন্ন করতে পারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.