![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের রাশিফল: সতর্কতা ও পরামর্শ
আজ ৮ নভেম্বর, শনিবার ২০১৪ খ্রিস্টাব্দ। ২৪ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ। ১৪ মহররম ১৪৩৬ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি বৃশ্চিক রাশি অতিক্রম করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮।
আপনার ব্যক্তিত্ব ও চরিত্রে শনি ও মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও ধীরস্থির। জীবনের লক্ষ্য অর্জনে আপনি দৃঢ় প্রতিজ্ঞ। তবে আলস্য কাটিয়ে উঠতে না পারলে সে প্রতিজ্ঞা দিব্য স্বপ্নই রয়ে যাবে।
আপনার জন্য শুভ রঙ: নীল ও লাল।
গুরুত্বপূর্ণ দিন: মঙ্গলবার ও শনিবার।
শুভ রত্ন: ইন্দ্রনীলা ও রক্তপ্রবাল।
আজ সকাল প্রায় ৮ ঘটিকায় চন্দ্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে (দ্বিস্বভাব, বায়ূ, পুরুষ) প্রবেশ করবে। এছাড়া রবি বৃশ্চিকে, বুধ তুলায়, শুক্র বৃশ্চিকে, মঙ্গল মকরে, বৃহস্পতি সিংহে, শনি বৃশ্চিকে, ইউরেনাস মেষে, নেপচুন মীনে ও প্লুটো রয়েছে মকরে।
রাশিচক্রে চন্দ্র সবচেয়ে দ্রুত এক রাশি থেকে অন্য রাশি অতিক্রম করে। তাই গোচরকালীন চন্দ্রের ভূমিকা বিশেষভাবে বিবেচনা করা হয়।
চলুন এবার জেনে নেওয়া যাক দ্বাদশ রাশির আজকের পূর্বাভাস:
মেষ রাশি(২১মার্চ-২০এপ্রিল): দিনের শুরুতেই কারও ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। স্বল্প দুরত্বে ভ্রমণ হলেও পরিচিতদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে স্বাভাবিকভাবেই মন উতফুল্ল থাকবে। তবে ভ্রমণের ব্যপারে সাবধানতা অবলম্বন করা উচিত হবে।
বৃষ রাশি(২১এপ্রিল-২০মে): বৃষ রাশির যেসব জাতক/জাতিকা আর্থিক সংকটে ভুগছেন তাদের জন্য দিনটি শুভ বটে। কোনো উতস থেকে কিছু অর্থ হাতে আসতে পারে। মানসিক চিন্তা কমবে। কাজে মন বসানো সহজ হবে।
মিথুন রাশি(২১মে-২০জুন): কর্মস্থলে আপনার প্রাণবন্ততা অন্যের মনে খুনসুটির কারণ হতে পারে। তাই বলে কারও কথায় মন ভার করে বসে থাকা একেবারে চলবে না। বহুমূখী প্রতিভার জন্য আপনি সবসময়ই হবেন আকর্ষণের কেন্দ্রবিন্দু।
কর্কট রাশি(২১জুন-২২জুলাই): আজ যদি আপনার ভ্রমণের একান্তই চিন্তা থাকে তবে আর্থিক ব্যায়ের পাল্লাটা একটু ভারীই হতে পারে। ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। কোনো কাজে বিড়ম্বনায় পড়লেও মাথা গরম করা একেবারে চলবে না।
সিংহ রাশি(২৩জুলাই-২২অগাস্ট): পেশাগত দায়িত্ব বাড়লেও অহংকার অধস্তনদের কাছ থেকে আপনার প্রাপ্য সম্মান কেড়ে নিতে পারে। সফলভাবে কোনো কাজ শেষ করার পর কাউকে তিরস্কার কিংবা সমালোচনা করা ঠিক হবে না।
কন্যা রাশি(২৩ অগাস্ট-২২সেপ্টেম্বর): চাকুরিপ্রার্থীদের চোখ-কান একটু খোলাই রাখা উচিত। কারণ সুযোগ সবসময় দরজায় আস্তে করে টোকা দেয়। আজ কন্যা রাশির কারও ক্ষেত্রে নতুন কাজ পা্ওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যস্ততা বাড়বে।
তুলা রাশি(২৩সেপ্টেম্বর-২২অক্টোবর): দূরে কোথা্ও ঘুরে আসতে চাইলে আজ বেরিয়ে পড়তে পারেন। প্রবাসী স্বজনদের সঙ্গে যোগাযোগ বাড়বে। কারও সহযোগিতা মানসিকভাবে আপনাকে চাঙ্গা রাখবে। উচ্চশিক্ষার্থে বিদেশগমনের কাজ অনেকটা এগিয়ে যাবে।
বৃশ্চিক রাশি(২৩অক্টোবর- ২১নভেম্বর): আলস্য ও অসচেতনতার কারণে আজ খেসারত দেওয়া লাগতে পারে। দিনের শুরুতেই কিছু কাজ গুছিয়ে রাখুন, মানসিক চাপ কমবে। অযথা বিতর্কে জড়াবেন না।
ধনু রাশি(২২নভেম্বর- ২১ডিসেম্বর): যৌথমূলধনী ব্যবসায়ে ব্যস্ততা বাড়বে। নতুন কোনো আর্থিক পরিকল্পনা নেওয়ার আগে অবশ্যই বাজার বিশ্লেষণ করুন, তারপর সিদ্ধান্ত নিন। নতুন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে।
মকর রাশি(২২ ডিসেম্বর- ১৯জানুয়ারি): অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন। কারও সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। ঠাণ্ডামাথায় পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে।
কুম্ভ রাশি(২০জানুয়ারি- ১৮ফেব্রুয়ারি): প্রিয় মানুষের সঙ্গ লাভ হতে পারে। হালকা বিনোদন মনকে ফুরফুরে করে তুলবে। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বসানো সহজ হবে। তাই বই নিয়ে বসে পড়। কঠিন পড়াগুলোও সহজে বুঝতে পারবে।
মীন রাশি(১৯ ফেব্রুয়ারি- ২০মার্চ): পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে। নতুন করে কোনো কাজের দায়িত্ব অর্পন হতে পারে। স্বাভাবিকভাবেই গুছিয়ে কাজ করতে হবে। জলে যাদের জীবিকা তাদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
©somewhere in net ltd.