![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ১২ নভেম্বর, বুধবার ২০১৪ খ্রিস্টাব্দ। ২৮ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ। ১৮ মহররম ১৪৩৬ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি বৃশ্চিক রাশি অতিক্রম করছে। তাই এইদিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার ব্যক্তিত্ব ও চরিত্রে বুধ ও মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে।
প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও সাহসী। যোগাযোগের ক্ষেত্রে বিশেষ দক্ষতা রয়েছে আপনার । এ গুণকে কাজে লাগিয়ে সাফল্যে শীর্ষে আরোহন করতে পারেন। আপনি হবেন আপনার পরিচিতমণ্ডলে বহু মানুষের ভরসাস্থল। সেবামূলক কাজে আপনি ব্যস্ত সময় পার করবেন। উগ্রতাকে একেবারে প্রশ্রয় দেবেন না। অহেতুক বিতর্কে জড়ানোর প্রবণতা থাকলেও তা নিয়ন্ত্রণের চেষ্টা করুন। এসব কারণে অযথা প্রতিহিংসার শিকার হতে পারেন ।
আপনার জন্য শুভ রঙ: সবুজ ও লাল।
শুভ রত্ন: পান্না ও প্রবাল।
আজ চন্দ্র কর্কট রাশিতে(চল, জল, স্ত্রী) অবস্থান করছে। রবি বৃশ্চিকে, বুধ বৃশ্চিকে, শুক্র বৃশ্চিকে, মঙ্গল মকরে, বৃহস্পতি সিংহে, শনি বৃশ্চিকে, ইউরেনাস মেষে, নেপচুন মীনে ও প্লুটো রয়েছে মকরে। রাশিচক্রে চন্দ্র সবচেয়ে দ্রুত এক রাশি থেকে অন্য রাশি অতিক্রম করে। তাই গোচরকালীন চন্দ্রের ভূমিকা বিশেষভাবে বিবেচনা করা হয়। চলুন এবার জেনে নেওয়া যাক দ্বাদশ রাশির আজকের পূর্বাভাস:
মেষ রাশি(২১মার্চ-২০এপ্রিল): কোনো বিশেষ কাজে আপনার প্রচেষ্টা সাফল্যের মুখ দেখতে পারে। গৃহে অতিথি আগমণ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে যানবাহন কিংবা কনজিউমার ইলেক্ট্রনিক্স পণ্য লাভের যোগ রয়েছে।
বৃষ রাশি(২১এপ্রিল-২০মে): পরিচিত কারও সঙ্গে সাক্ষাত হতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ঘুরে আসতে পারেন কোথা্ও থেকে। ব্যবসায়িক ঝামেলা আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। ইঞ্জিনিয়ারিং পেশায় নিয়োজিতদের কর্মে ইতিবাচক ফলাফল দেখা যাবে।
মিথুন রাশি(২১মে-২০জুন): অনাদায়ী অর্থের কিছু অংশ আদায় হতে পারে। মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে। ঝোঁকের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্রেমের সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন।
কর্কট রাশি(২১জুন-২২জুলাই): অতি উচ্ছ্বাস আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। দাম্পত্য বিষয়ে অস্থিরতা কমে আসবে। পেশাগত বিষয়ে কেউ আপনার সমালোচনা করতে পারে। শৃঙ্খলার মধ্যেই সব কিছু করার চেষ্টা করুন। ঝামেলা থেকে মুক্তি পাবেন।
সিংহ রাশি(২৩জুলাই-২২অগাস্ট): সম্ভাব্য ক্ষেত্রে শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। সার্জারি কিংবা চিকিৎসাজনিত ব্যয় বৃদ্ধি পাবে। পটকা বিনিয়োগে ক্ষতিগ্রস্থ হতে পারেন। পারিবারিক বিষয়ে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিন।
কন্যা রাশি(২৩ অগাস্ট-২২সেপ্টেম্বর): দিনটি আপনার প্রত্যাশা পূরণের জন্য সহায়ক প্রমাণিত হতে পারে। তবে তা নির্ভর করবে আপনার পূর্ব প্রস্তুতির ওপর। বিদেশ থেকে রেমিটেন্স আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি(২৩সেপ্টেম্বর-২২অক্টোবর): পেশাগত কারণে ব্যস্ততা বাড়বে। সব কাজের ফল একসঙ্গে পাবেন না। ব্যস্ততা বাড়লেও আশানুরূপ ফলাফল পেতে কিছুদিন অপেক্ষার প্রয়োজন হতে পারে। প্রাপ্তি যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি(২৩অক্টোবর- ২১নভেম্বর): দূর দেশে ভ্রমণের বিষয়ে ব্যস্ততা বাড়বে। প্রেমের সম্পর্কে রহস্যজনক কোনো ঘটনার অভিজ্ঞতা লাভ করতে পারেন। আধ্যাত্মিক কোনো ব্যক্তিত্বের সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি(২২নভেম্বর- ২১ডিসেম্বর): দৈনন্দিন কাজে পারিপার্শ্বিকতার নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারও আচরণে মনোকষ্ট পেতে পারেন। কোনো কাজে অন্যের ওপর শতভাগ নির্ভর করা ঠিক হবে না। ঋণ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।
মকর রাশি(২২ ডিসেম্বর- ১৯জানুয়ারি): নতুন সম্পর্ক তৈরির সম্ভাবনা রয়েছে। পরিবারে নতুন সদস্য যোগ হতে পারে। প্রেমের সম্পর্কে চুড়ান্ত পরিণতি ঘটতে পারে। ঝোঁকের বশে কিছু করা ঠিক হবে না।
কুম্ভ রাশি(২০জানুয়ারি- ১৮ফেব্রুয়ারি): খাবারে পরিমিতি ও সংযম অবলম্বন করুন। কোনো কারণে শারিরীক ভোগান্তি বাড়তে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ বাড়তে পারে। যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন।
মীন রাশি(১৯ ফেব্রুয়ারি- ২০মার্চ): আজকের দিনটি আনন্দে কাটতে পারে। মানসিক চাপ কমবে। কোনো বন্ধু কিংবা সহকর্মীর সংস্পর্শে মানসিক অস্থিরতা কমবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসানো সহজ হবে।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৬
মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ। অপরাজিত নীলা কি কাজের পাথর? এটি কি মীন রাশির জাতক ধারণ করতে পারে? এর উপকার কি কি??
জানানোর জন্য অনুরোধ রইল