নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়েলিটি

কি-বোর্ড

এ পৃথিবী বিবেকবান মানুষের শ্রেষ্ঠ পাঠশালা

কি-বোর্ড › বিস্তারিত পোস্টঃ

সপ্তাহের পূর্বাভাস

০২ রা মার্চ, ২০১৫ রাত ২:০০

বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটি(বিএএস)র সহায়তায় চলতি সপ্তাহে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন অ্যাস্ট্রোলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।



দৈনন্দিন রাশিফলে চন্দ্রের অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়। চন্দ্র এক রাশিতে অবস্থান করে সোয়া দুই দিন। এ সময়ে চন্দ্র যখন যে রাশিতে থাকে সেখানকার ফল দেয়। সামগ্রিক গ্রহাবস্থান দেখে আমরা বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের বিভিন্ন বিষয়ের পূর্বাভাস ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের কথা বলি। আপনার রাশিচক্র সম্পর্কে জানতে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন।



চলুন এবার জেনে নেওয়া যাক দ্বাদশ রাশির চলতি সপ্তাহের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা।



মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : আপনার সকল ক্ষেত্রে ইচ্ছাশক্তি আগের চেয়ে বাড়বে। নতুন উদ্যমে কাজে লেগে থাকতে পারবেন আপনি। বিপরীত লিঙ্গের কারও প্রতি আপনার আকর্ষণ বেড়ে যেতে পারে। সন্তান সম্পর্কিত বিষয়ে আপনার চিন্তা বাড়তে পারে। পেশাগত কাজে আপনি সাফল্যের দেখা পেতে পারেন। তবে সাফল্যের পথটি অবিচল বিশ্বাস আর পরিশ্রমের। লেগে থাকতে পারলে সাফল্য পাবেন। গৃহস্থালি কাজে আপনার ব্যস্ততা বাড়তে পারে। শারিরীক ‍অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।





বৃষ রাশি (২১ এপ্রিল-২১মে) : পরিবারে কোনো সদস্য বিশেষ কোনো কাজে অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আপনার কোথাও ভ্রমণ হতে পারে। গৃহে নতুন কোনো মুখের আগমন হতে পারে। কেউ আপনার গৃহে বেড়াতে আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজে অভিজ্ঞ কারও পরামর্শ পেতে পারেন। সরকারি কোনো কাজ কিংবা বিদেশযাত্রায় জটিলতা দেখা দিতে পারে।





মিথুন রাশি(২২ মে-২১ জুন) : সম্ভাব্য ক্ষেত্রে পাওনা অর্থ আদায় হতে পারে। কোনো কাজে বিপরীত লিঙ্গের কারও সহযোগিতা পেতে পারেন। ভ্রমণে বিড়ম্বনায় পড়তে হতে পারে। বয়সে ছোট এমন কারও মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ পেতে পারেন। কোথাও বেড়াতে যেতে পারেন। পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে। স্ত্রীর চিকিৎসায় ব্যয় বাড়তে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল দেখা যেতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : মান অভিমান দুঃখের কারণ হতে পারে। বিদেশ থেকে রেমিটেন্স পেতে পারেন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হতে পারে। গৃহস্থালী কাজে দায়িত্ব বাড়বে। আবাসস্থল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা আদায় হতে পারে। তবে আপনার আয়ের অঙ্ক বেশ ওঠানামা করতে পারে। সরকারি কোনো উৎস থেকেও টাকা পেতে পারেন। পেশাগত কাজে বিতর্ক এড়িয়ে চলুন।





সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) : কোনো বন্ধুর সহযোগিতায় লাভবান হতে পারেন। আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা কঠিন হতে পারে। রাজনৈতিকদের জন্য সময়টি অনুকূল নয়। শনি ও রবির স্কয়ার সম্পূর্ণ থাকায় এ রাশির রাজনীতিবিদদের কাউকে কারাগারে যেতে হতে পারে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া বিলম্বিত হতে পারে। গুরুত্বপূর্ণ যোগাযোগ ফলপ্রসু হতে পারে।





কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : এ সময় আপনার মানসিক চাপ বাড়তে পারে। সবধরনের যানবাহনে চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন। আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আপনার বিশেষ কোনো সম্পর্কের কথা প্রকাশ হতে পারে। মানসিক অস্থিরতা থেকে মুক্ত থাকতে মেডিটেশন ও যোগব্যায়াম অনুশীলন করতে পারেন। ভ্রমণের মাধ্যমে কোনো কিছু শেখার সুযোগ পেতে পারেন।





তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আপনার বিশ্লেষণী ক্ষমতা প্রখর। কোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে চান না বলে নিজের এ শক্তির পরিপূর্ণ ব্যবহার করতে পারেন না। কর্মস্থলে সহকর্মীদের কাছ থেকে অনুপ্রেরণা পাবেন। যা আপনাকে ভবিষ্যতের পথ চলতে সহায়তা করবে। অংশীদারি ব্যবসায়ে সাফল্যের দেখা পেতে পারেন। একসঙ্গে একাধিক কাজের দায়িত্ব পেতে পারেন।





বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আপনি কোনো গুণী ব্যক্তির কাছ থেকে জীবন সম্পর্কিত বাস্তব কোনো অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে তীর্থ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কারও সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে। কারও চিকিৎসায় হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে। হাড় ও জননেন্দ্রিয়ের কোনো সমস্যায় ভুগতে হতে পারে।





ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : পারিপার্শ্বিক পরিস্থিতিতে মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে। আপনার উদ্যম ও চেষ্টা আগের চেয়ে বাড়বে। প্রেমের সম্পর্কে আরও গভীরে জড়ানোর চেষ্টা করতে পারেন। তবে তা আপাতত আপনার জন্য শুভ না-ও হতে পারে। খেয়ালীপনায় নিজেই নিজের ক্ষতির কারণ হতে পারেন। বিদেশে ভ্রমণের চেষ্টা সফল হতে পারে।





মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রয়োজন হতে পারে। পরিবারে কারও বিয়ের কথাবার্তা চূড়ান্ত হতে পারে। বেকার শিক্ষার্থীরা কাজের কোনো সন্ধান পেতে পারেন। কোনো দেশে ভ্রমণের চেষ্টা সফল হতে পারে। আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। সরকারি কাজে ভ্রমণের প্রয়োজন হতে পারে। যোগাযোগের মাধ্যমে কোনো ভালো খবর পেতে পারেন।





কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। বিশেষ করে শারিরীক সুস্থতার ভার অন্যের ওপর ছেড়ে দেওয়া যায় না। সুস্থতার জন্য রুটিন অনুসরণ করে চলার চেষ্টা করুন। আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাওয়ার কাজে অগ্রগতি হতে পারে। তীর্থ ভ্রমণের সম্ভাবনা রয়েছে।





মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ রয়েছে। শরীর খুব একটা ভালো না-ও যেতে পারে। শারিরীক ও মানসিক চাপ আগের চেয়ে বাড়তে পারে। কোনো উৎস থেকে অপ্রত্যাশিতভাবেই কিছু টাকা পয়সা পেতে পারেন। বেকার তরুণ-তরুণীদের চাকুরি সংক্রান্ত কাজে পারষ্পরিক যোগাযোগ বাড়ানো উচিত। সময়টি খুবই সম্ভাবনাময়। ফলাফল নির্ভর করবে আপনার অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ওপর।

সূত্র: রাইজিংবিডিডটকম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.